Monthly Archives: December 2016

চুনারুঘাটের রাণীগাঁও বাজারে বিদ্যুৎ উদ্বোধন

রাণীগাঁও প্রতিনিধি ॥ চুনারুঘাটের রাণীগাঁও বাজারে গত শুক্রবার বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এডভোকেট মাহবুব আলী, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, সাটিয়াজুরি ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মনিম চৌধুরী ফারুক, ২নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি তাহের মহালদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন প্রমুখ। প্রধান অতিথি এডভোকেট মাহবুব আলী বলেন, ২০১৮ইং সালের মধ্যে চুনারুঘাট উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে।

নভেম্বরে বাল্যবিবাহের শিকার ১০ জন

প্রথম সেবা রিপোর্ট ॥ বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে, নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনাসহ ৩৮২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। মাসটিতে বাল্যবিবাহের শিকার হয়েছে ১০ জন। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সংগঠনটি। গত বৃহস্পতিবার মহিলা পরিষদের এক বিবৃতিতে বলা হয়েছে, নভেম্বর মাসে ৮৮টি ধর্ষণের ঘটনার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৫ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫ জনকে। মাসটিতে অ্যাসিডদগ্ধ হয়েছে ৩ জন। অপহরণের ঘটনা ঘটেছে মোট ৬টি। বিভিন্ন কারণে ৫৭ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে মাসটিতে। ১১ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে, এদের মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার ...

জেলার অনেক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো

হবিগঞ্জ প্রতিনিধি ॥ এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো জেলার অনেক সমস্যা সমাধানে এবং উন্নয়নের চিত্র জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে প্রশাসন বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নিতে পারছে। তিনি বলেন, ফজলুর রহমানের সম্পাদনায় প্রকাশিত দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকাটি শুরু থেকেই নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রকাশ করে আসছে। এতে পত্রিকাটি সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। জেলার উন্নয়ন কর্মকান্ড, সম্ভাবনা, বিনোদন ও সাহিত্যসহ জনগুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব সহকারে পত্রিকায় সংবাদ প্রকাশ করার জন্য তিনি সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখাসহ জঙ্গিবাদ দমনে সকলকে সতর্ক থাকতেও তিনি আহ্বান জানান। গত বৃহস্পতিবার বাদ মাগরিব দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার নতুন অফিস ...

বানিয়াচংয়ে বিষপানে কিশোরের আত্মহত্যা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে লালমিয়া (১৬) নামে এক কিশোর বিষপানে আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাত ২টায় পারিবারিক  কলহের জের ধরে বিষপান করে চটপট করতে থাকে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টার সময় মৃত্যু বরণ  করে। নিহত লাল মিয়া দৌলতপুর গ্রামের মন্তাজ মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করে সদর থানার এস,আই মির্জা বলেন লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। মর্গের রিপোর্ট পেলে আত্মহত্যার প্রকৃত কারন জানা যাবে।

হবিগঞ্জে বিশেষ অভিযানে আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল, শহরের ইনাতাবাদ গ্রামের রাকেশ দেবের পুত্র রনজু দেব ও তার ভাই কায়স্থ দেব, শফিক মিয়ার পুত্র হারুন মিয়া, আক্কাস মিয়ার পুত্র জুয়েল মিয়া ও মতিন মিয়ার পুত্র দিলু মিয়া। গত শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ জানায়, সন্দেহজনক ঘুরাফেরাসহ বিভিন্ন অভিযোগে তাদেরকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি ইয়াছিনুল হক জানান।

মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতন বন্ধে ফতেহপুরে প্রতিবাদ সভা

বাহুবল প্রতিনিধি ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশ মুসলমানদের উপর হত্যা ও নির্যাতন বন্ধে জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের ফতেহপুর বাজারে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের উদ্যোগে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমদের সভাপতিত্বে ও মাওলানা শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাহুবল জামিয়া কাসিমুল উলুম মাদরাসার সহকারী মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, পুটিজুরী মাদরাসার মুহতামিম কামরুল ইসলাম, সাবেক মেম্বার মোহাম্মদ আলী আমিনী, হাফেজ ক্বারী জিয়াউর রহামন তালুকদার, উপজেলা ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মোহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক মাওলানা আফসার উদ্দিন, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি লুৎফুর রহমান, মাওলানা আব্দুল মজিদ, কাজী মাওলানা জাহাঙ্গীর আলম, হাফেজ ক্বারী মাওলানা আবুল খায়ের সিদ্দিক প্রমুখ। সভায় বক্তারা বলেন, মুলসমান রোহিঙ্গাদের ওপর পৈশাচিক হামলার ...