বিশ্বকাপ ২০১৮: রাশিয়ান দর্শকদের জন্য সুখবর

ক্রীড়া প্রতিবেদক: ২০১৮’র ফিফা বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে রাশিয়া। এখন পুরোদমে চলছে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। ২০১৮’র বিশ্বকাপের জন্য ১১টি শহরকে নির্বাচন করেছে দেশটি। তবে খেলা হবে ১২টি ভেন্যুতে। রাজধানী মস্কোর দুইটি ভেন্যুতে খেলা হবে। আগামী ১৪ই জুন শুরু হবে বিশ্বফুটবলের এ মহা আসর।

আর বিশ্বকাপ উপলক্ষে নিজ দেশের ফুটবল সমর্থকদের জন্য দারুণ এক সুখবর দিলেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের যাতায়াতের জন্য খুব স্বল্প মূল্যে টিকিটের ব্যবস্থা করছে রাশিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানী অ্যারোফ্লোট। বিশ্বকাপ চলাকালে এক শহর থেকে আরেক শহরে যেতে টিকিটের দাম পড়বে মাত্র ৫ রুবল বা ৯-সেন্ট (০.০৯ ডলার)।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর স্যাভেলইয়েভ বলেন, রাশিয়ার দর্শকদের সুবিধার জন্যই আমরা এমন ব্যবস্থা করছি। বিশ্বকাপে যে সকল শহরে ম্যাচ হবে অ্যারোফ্লোট দিয়ে আমরা ঐ সব শহরে দর্শকদের নিয়ে যাবো। সকল দুর্ঘটনা এড়ানোর জন্য ম্যাচের তিন দিন আগে আমরা টিকিট বিক্রি শুরু করব। তবে এ সুযোগটি একমাত্র রাশিয়ার ফুটবল দর্শকরাই ভোগ করতে পারবে। বর্তমানে এ উড়োজাহাজগুলোতে প্রায় ৭০ হাজার আসন রয়েছে। যদি রাশিয়া বিশ্বকাপের ফাইনালে যেতে পারে তাহলে আসন আরো বাড়ানোর আশ্বাস দেন স্যাভেলইয়েভ। ইতোমধ্যে ফিফা কনফেডারেশনস কাপের সফল আয়োজন করে রাশিয়া। দেশের চারটি শহরে আয়োজন করা হয় এ টুর্ণামেন্ট। ঢাকাটাইমস

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *