উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তির পুরস্কার ও সনদপত্র বিতরণ

এস আর সুজন ॥ চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে আয়োজিত ও লন্ডন প্রবাসী গাজীউর রহমান গাজীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষা ২০১৬ এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুনারুঘাট উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি উপাধক্ষ্য মোজাম্মেল হক তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু। পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতি করতে পারেনা। তাই আমাদেরকে শিক্ষার বিষয়ে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক গাজীউর রহমান গাজী। তিনি বলেন, শিশুদের শিক্ষা বিকাশের পিছনে মায়েদের ভূমিকা অপরিহার্য, মায়েরাই পারেন একটি শিক্ষিত জাতি উপহার দিতে। তিনি আরো বলেন, এসোসিয়েশনের ১২ বছর পূর্তিতে ১ দিন ব্যাপি খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ, এডভোকেট মিজানুর রহমান, আসকর আলী শিক্ষা ট্রাস্টের মহা-সচিব ডা. মোসলেম উদ্দিন, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুন্সি শফিকুর রহমান জামাল, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন আকনজি, চুনারুঘাট বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ জামাল উদ্দিন, ধামালির সাধারণ সম্পাদক মামুন তালুকদার প্রমূখ। উল্লেখ্য, ১৮৮ জন শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *