Category Archives: প্রতিদিনের অনলাইন

আরও ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- হুসাইন মো. সাগর ও জিয়াউর রহমান। তাঁরা দুজনই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। পুলিশের উপর হামলা ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার মামলায় তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান। তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ৩২ জন, শাবি প্রশাসনের মামলায় ২২ জন এবং হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় চার মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান।

মৌলভীবাজারে ২ জনের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার শহরের আদালত এলাকায় প্রকাশ্যে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগে দুইজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. সাইফুল ইসলাম (৫০) ও রাজনগর উপজেলার মনসুরনগর এলাকার মো. শাহেদ মিয়া (৪৮)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ জানান, প্রকাশ্যে আদালত এলাকায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক সাইফুল ইসলামকে দেড় বছর ও শাহেদ মিয়াকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে আদালত এলাকায় অবৈধ ওষুধ বিক্রি করে আসছিলেন।

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা রাণীগাঁও ইউনিয়নের  পলাতক আসামী সিএজি চালক জামাল মিয়া(৪০) গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় দিকে দক্ষিণ রাণীগাও ঠিকাদার বাড়ি থেকে গ্রেফতার করে। ওই গ্রামে তোবারক উল্লার ছেলে জামাল মিয়া গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পুলিশ জানায়,জামাল মিয়ার বিরুদ্ধে বন মামলা,নারী শিশু মামলাসহ জড়িত রয়েছে পুলিশ জানায়। পরে দুপুর ১২টায় দিকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।

সৌদি রেস্টুরেন্টে নারী নিষিদ্ধ!

সৌদি আরব প্রতিনিধি: শিরোনাম ঠিকই আছে। রেস্টুরেন্টে নারীরা নিষিদ্ধ, তবে একা। সহজে বললে, সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতে একা কোনো নারী ঢুকতে পারবেন না। মানে কোনো পুরুষের সঙ্গে যেতে হবে তাদের। সম্প্রতি সেদেশের রেস্টুরেন্ট মালিকরা এমন নিয়মই চালু করেছেন। তবে কোনো কোনো রেস্টুরেন্ট আবার এক কাঠি উপরে। তারা সরাসরি ‘ওমেন নট অ্যালাউ’ অর্থাৎ একেবারেই নারীদের নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড ঝুলিয়ে। কারণ হিসেবে রেস্টুরেন্ট মালিকরা মেয়েদের অস্বাভাবিক আচরণ, উচ্চৈঃস্বরে কথা বলা, মোবাইল ফোন ব্যবহারসহ নানা বিষয়কে সামনে আনছেন। শোনা যাক এক রেস্টুরেন্টের মালিকের মুখেই, প্রায় সময়ই নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ান নারীরা। এসব থেকে মুক্তি পেতেই সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রেস্টুরেন্টে নারী নিষিদ্ধের এ নিয়মটি একেবারেই মানবাধিকার বিরোধী সিদ্ধান্ত বলে দাবি করছেন সৌদি আরবের ন্যাশনাল সোসাইটি ...

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শংকরপুর কাশিপুর গ্রামের নিকটবর্তী হওড়ে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার দুয়াইন্যা প্রকাশিত এ্যাইন্যা বিলটি প্রশাসন চলতি সনে লিজ প্রদান করে স্থানীয় ইজ্জতপুর করাঙ্গী সমবায় সমিতিকে। উক্ত সমিতি বিলটি লীজ গ্রহণের পর স্থানীয় আলাপুর মসজিদ কমিটিকে সাব-লীজ প্রদান করে। অপরদিকে, পার্শ্ববর্তী শংকরপুর ও আশপাশের গ্রামবাসীর দাবি উক্ত বিলগুলো যুগের পর যুগ ধরে উন্মুক্ত অবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরে আসছে। সম্প্রতি কথিপয় স্বার্থপর লোক অন্যায় ভাবে বিলটি দখল করে ...

ছেলের হাতে মা খুন

মোঃ কামরুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলার তারাসুল গ্রামে জমি সংক্রান্ত বিরুধ নিয়ে ছেলের উপর্যপরি কাচির আঘাতে গর্ভধারিনী মা আঘাতে মা হালিমা ভানু (৬০) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তারাসুল গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিরাশী গ্রামের হালিমা ভানু সঙ্গে পারিবারিক জমির ভাগভাটোয়ার নিয়ে তার ছেলে সফিক মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। সফিকের একাধিক নির্যাতনের ঘটনা স্থানীয় বাসিন্দা, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জানা রয়েছে। সম্প্রতি ছেলে শফিকের মারমুখি অত্যাচার ও প্রানাশের হুমকির ভয়ে হালিমা ভানু একই উপজেলার রাজাকোনা গ্রামের দুরসর্ম্পকীয় এক আত্মীয় বাড়িতের আশ্রয় নেয়। গতকাল শীতের কাপড় চোপর নিয়ে আসার জন্য বাড়িতে যান। প্রতিমধ্যে ছেলে শফিকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়। জমি না পাওয়ার রাগ-ােভে শফিক হাতে থাকা ...

চুনারুঘাটে ছেলের হাতে মা খুন

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তারাসুল গ্রামে ছেলে সফিক মিয়ার (৩২) কাঁচির আঘাতে মা হালিমা ভানু (৬০) খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারাসুল গ্রামে  এ ঘটনা ঘটে। নিহত হালিমা ভানু চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের মিরাশী গ্রামের মহরম আলী ওরপে ডুপি লাগাউরার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাশী গ্রামের হালিমা বেগমের সঙ্গে পারিবারিক জমি নিয়ে তার ছেলে সফিক মিয়ার পূর্ববিরোধ ছিল। সফিকের নির্যাতন থেকে বাঁচতে হালিমা সাত দিন আগে একই উপজেলার রাজাকোণা গ্রামে দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিলেন। সকালে তিনি বাড়িতে ফিরে আসার পথে বাড়ির প্রায় ১ কিলোমিটার দূরে তারাসুল গ্রামে ছেলে সফিকের সঙ্গে তার দেখা হয়। এ সময় সফিক তার হাতে থাকা ধান কাটার কাঁচি দিয়ে মায়ের পেটে কোপ দেন। এতে ঘটনাস্থলেই হালিমা ...

বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বপাথ(সিলেট)প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার দুপুর আড়াইটায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক দেবানান্দ সিনহা। উপজেলা সদরের নতুন বাজারের রয়েল বেকারিকে ১৫ হাজার টাকা, ইলামিজ হোটেলকে তিন হাজার, আল-মদিনা রেস্টুরেন্টকে চার হাজার, আনন্দ মিষ্টি ঘরকে দুই হাজার, বিছমিল্লাহ হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক এমদাদুল হক, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মুক্তাকিম ও বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপন চন্দ্র সরকার।

এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সৌদি আরবের রিয়াদে গতকাল স্বস্থির বৃষ্টি হওয়াতে বদলে গেছে জীবন যাত্রা । অনেকদিন থেকে সৌদি আরবের রিয়াদে বৃষ্টি না হওয়াতে গত দুদিন আগে রিয়াদ জাতীয় মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয় । তার দুদিন পরেই আজ হয়ে গেল এক ফোসলা বৃষ্টি , জন জীবনে ফিরে এসেছে সস্থি । যদিও অতি বৃষ্টির ফলে রাস্তায় গাড়ি , চলাচল তেমন ছিল না , কিছু কিছু জায়গাতে পানি জমে থাকতে দেখা যায় , অনেক জায়গাতে রাস্তার পাশের থাকা গাছ উপড়ে রাস্তায় পড়ে যান জোটের সৃষ্টি হয় ।শপিং মল, সহ ছোট বড় ব্যেবসা প্রতিষ্ঠান গুলি ছিল ক্রেতা শূন্য ।  

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কেন্দ্রের উদ্ধোধন

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষা বঞ্চিত শিশুদের শিশু শিক্ষায় আগ্রহী করে তুলার জন্য সোমবার সকাল ১১টায় রাজটিলা গ্রামে উদ্ধোধন করা হয় রাজটিলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের । এডুকেয়ার কেজি স্কুল এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দেশ ও মানুষ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  রাজটিলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা “নিজেরা শিখি” ঢাকা, এর নির্বাহী সচিব প্রফেসর সুরাইয়া সিদ্দিকি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংস্থার ইংল্যান্ড এর প্রতিনিধি লিটেল স্ট্যাপ বিগ ফিউচার এর ট্রাস্টি ডেবি রোজারস, নিজেরা শিখি এনজিও’র ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডার মেম্বার রেজিয়া সালাম, প্রোগ্রাম ম্যানেজার নিরঞ্জন সরকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোসাহিদ বক্স চৌধুরী, রেডিও পল্লীকণ্ঠ, মৌলভীবাজার এর সিনিয়র ...

লতিফকে গ্রেফতার করেই হবিগঞ্জে প্রধানমন্ত্রীকে পা দিতে হবে

আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ):বহিস্কৃত ও কুখ্যাত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেই আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জের সমাবেশে প্রধানমন্ত্রীকে অংশ নিতে হবে। অন্যতায় সড়ক মহা-সড়ক অবরোধ সহ কঠোর সিদ্ধান্ত নিবে হবিগঞ্জের জনতা। এ রকম হুশিয়ারী উচ্চারণ ও গ্রেফতারের দাবী জানানো হয়েছে সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলা সদরে উপজেলা হেফাজত ইসলামের উদ্যেগে আয়োজিত প্রতিবাদ সভা থেকে। হেফাজতে ইসলাম বাহুবল শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে  ও কাসিমুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারি আনসারী, মাওলানা আব্দুল বছির, মাওলানা রুহল আমীন কাশেমী, মাওলানা আব্দুল জলিল, আব্দুল নুর, আঃ আজাদ আজাদ, জয়নাল আবেদিন প্রমুখ।

ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ, ওসি (তদন্ত) আজমিরুজ্জামানসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় আরো ১০ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদ বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ডেপুটি ম্যানাজার ইফতেখার সোয়াইব (৩৬), নির্বাহী আশরাফুল আলম (৩৭), সিকিউরিটি অফিসার মোশারফ হোসেন (৪০), সিকিউরিটি অফিসার এমদাদুল হক (৩৫), সিকিউরিটি সুপারভাইজার ফারুক হোসেন (৪০), প্রজেক্ট ম্যানেজার সাব্বির আহমেদ (৩৮), একাউন্টেন্ট কবির আহমেদ (৩৪), মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মধু মিয়া (৫০), রিপন মিয়া (৩২), আব্দাল মিয়া (৪০), মাধবপুর ...

হবিগঞ্জে গ্রেফতার ৪৫

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪২ ও নিয়মিত মামলার ৩ আসামি রয়েছে।

হবিগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণ, আজ সালিশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের কাটাখালী-জয়রামপুর গ্রামে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে দুই লম্পট। মেয়েটির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুরে ওই গ্রামের আব্দুল হকের পুত্র অভি রহমান (১৮) ও তার সহযোগী আয়াত আলীর পুত্র কাজল মিয়া (১৭) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির শোর চিৎকারে এলাকার লোকজন এসে ধর্ষণের আলামত দেখতে পায়। পরবর্তীতে গ্রাম্য মাতব্বররা ঘটনাটি শালিসে নিষ্পত্তির জন্য মেয়েটির বাবার কাছে যান। মেয়েটির বাবা মান সম্মানের ভয়ে শালিসে সম্মতি দেন। এদিকে ধর্ষণের শিকার হয়ে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল ...

একই নম্বরের দুটি অটোরিকশা জব্দ

বাহুবলে শিবিরের বিক্ষোভ মিছিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য এবং বিসিএসকে দলীয়করণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের বাহুবল উপজেলা ইসলামী ছাত্রশিবির । রবিবার মাগরিব বাদ মিরপুর বাজারে মিছিলটি মিরপুর মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়। বাহুবল উপজেলা শিবিরের সভাপতি আজহারুল ইসলাম মোয়াজের সভাপতিত্বে সেক্রেটারী শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি মির জমিলুন্নবী ফয়সল। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী অ্যাডভোকেট জালাল উদ্দিন আখঞ্জী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসাইন মোহাম্মদ শামীম, জামায়াতের রুকন আব্দুল আহাদ্ মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, অথ সম্পাদক মাহমুদ, মিরপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, আলিফ সোবহান ...

নবীগঞ্জের পাহাড়ের রহস্যময় কালোপাথর

এটিএম সালাম,নবীগঞ্জ (হবিগঞ্জ): ৩৬০ আউলিযার পুণ্যভুমি বৃহত্তর সিলেটের এক কোণে অবস্থিত নবীর নামানুসারে ঐতিহ্যবাহী নবীগঞ্জ উপজেলা। অসংখ্য পীর,গাউস,কুতুব,আউলিয়া এবং বহু গুণীজনের জন্ম হয়েছিল এ উপজেলায়। পাশ্ববর্তী জেলা মৌলভীবাজারের সীমান্ত ঘেষে উপজেলার এক প্রান্তে অবস্থিত নবীগঞ্জের দিনারপুর পরগনা। অসংখ্য বাশ,গাছ ঘেরা এ পরগনার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট পূর্ব দেবপাড়া গ্রামে অবস্থিত সুউচ্চ একটি পাহাড়। এ পাহাড়ের দক্ষিনে রয়েছে আরো একটি উচু পাহাড় নাম মীর টিলা। এছাড়া উচু-নিচু আরো অনেক টিলা এখানে বিদ্যমান। এরমধ্যে সবচেয়ে উচুঁ পাহাড় হচ্ছে ‘কুড়িটিলা’। আর এ কুড়িটিলাতে অবস্থিত হাজার বছরের ইতিহাস,কালের স্বাক্ষী নিখুঁত এক কালো পাথর। রহস্যময় এ পাথরটি আজো উৎসুক মানুষের মনের খোরাক যোগায়। এ পাথরটিকে এক নজর দেখার জন্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন দিনারপুর ...

বিশ্বনাথে ষাঁড়ের লড়াই অনুষ্টিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের পল্লীতে শনিবার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। উপজেলার দশঘর ইউনিয়নের লহরি গ্রামের উত্তরের মাঠে সকাল সাড়ে ১০টায় এ লড়াই শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। লড়াইয়ে অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে অনেকে ষাঁড় নিয়ে মাঠে আসেন। ষাঁড়ের লড়াই দেখে অভিভূত হয়েছেন আগতরা। এ লড়াইয়ে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের লহরি গ্রামের আনন্দ টাইগারকে হারিয়ে ধনপুর গ্রামের বাংলা রাজা চিত্তা চ্যাম্পিয়ান হয়ে প্রথম পুরস্কার একটি খাসি জিতে নেয়। উপজেলার লহরি গ্রামের উত্তরের মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করেন ওই গ্রামসহ ৬-৭টি গ্রামের যুবকরা। ষাঁড়ের লড়াইয়ে অংশগ্রহণকারী কয়েকটি ষাঁড় হল- আনন্দ টাইগার, বাংলা রাজা চিত্তা, অনন্ত, লক্ষ্মীরাজ, ব্ল্যাক ডায়মন্ড, লাল পাহাড়, এনাকুন্ডা, কিংখান, যুবরাজ, বাঘ শিকারী, ইমরান, আন্দোলন, কৃঞ্চ ...