Category Archives: প্রতিদিনের অনলাইন

অতিরিক্ত ভাড়া নেয়ায় ৫শ সিএনজি আটক..

প্রথম সেবা ডেস্ক॥হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গের জাতুকর্ণপাড়া ঈদগাহ বাজারে এক গণসমাবেশে ডিসেম্বরের মধ্যে হবিগঞ্জ- বানিয়াচং সড়ক ব্যাপক সংস্কারের দাবী জানানো হয়েছে। অন্যতায় আগামী জানুয়ারী থেকে কঠোর কর্মসূচী ঘোষনা দেয়া হয়েছে।জানা যায় হবিগঞ্জ বানিয়াচং চলাচলকারী সিএনজি অটো-রিকসা অতিরিক্ত ভাড়া ৪০টাকা আদায়কে কেন্দ করে শনিবার সকাল ১০টায় বানিয়াচঙ্গের বিক্ষোব্দ জনতা সিএনজি আটকে দেয় ঈদগাহ বাজারে । এক পর্যায়ে দুপুরে সিএনজি মালিক-শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসন নির্ধারিত ভাড়া ৩০টাকার অতিরিক্ত নেয়া হবে না মুছলেকার প্রেক্ষিতে আটক ৫শতাধিক সিএনজি ছেড়ে দেয়া হয়। এ সময় শ্রমিক-জনতা হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে মিছিল শুরু করে। তাৎক্ষনিক হবিগঞ্জ-বানিয়াচং সড়ক সংস্কারের দাবীতে ঈদগাহ মাঠে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাজার কমিটির সভাপতি সান সর্দার মোঃ আমীর হোসেন নিয়াশা। সভায় সকল বক্তাই ...

শহরের বিদ্যুত লাইন মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

জীবন জীবিকার তাগিদে যে পেশা বেছে নিয়েছিলেন গবিন্দ সেই পেশাগত কাজ করতে গিয়েই জীবন দিতে হয়েছে তাকে। তার অকাল মৃত্যুতে তার স্ত্রী ও শিশু সন্তানের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে। অথচ পরিবারের দুর্ভাগ্য যে, যাদের হয়ে গবিন্দ কাজ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তারা তার মৃত্যুর দায়-দায়িত্ব নিচ্ছে না। শুধু তাই নয়, হবিগঞ্জ বিদ্যুত বিভাগ বলছে তাকে তারা চিনে না। শহরের সিনেমা হল ঝিলপাড় এলাকার ব্রজেন্দ্র সরকারের পুত্র গবিন্দ চন্দ্র সরকার (২৮) একজন ইলেক্ট্রিশিয়ান হিসেবে জীবিকা নির্বাহ করতেন। বিদ্যুত বিভাগের কর্মচারি না হয়েও তিনি হবিগঞ্জ বিদ্যুত বিভাগের লাইনম্যান হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুর ১টায় হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় একটি ট্রান্সফর্মার বিকল হলে গবিন্দ চন্দ্র সরকার হবিগঞ্জ পিডিবির লাইনম্যান সোনা মিয়ার সাথে ...

শ্রীমঙ্গলে সিএনজি’র ধাক্কায় নিহত ১

 মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ওয়াপদা অফিসের সামনে সিএনজি’র ধাক্কায় জাহির মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার ভোর ৫টার দিকে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জাহির মিয়া হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাদকারা গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট এলাকায় বসবাস করতেন।স্থানীয় সূত্র জানায়, ভোরে ওই এলাকায় একটি সিএনজি পেছন দিক থেকে জাহির মিয়াকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এ অবস্থায় জাহিরকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আবারও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু……….

প্রথম সেবা ডেস্ক॥মক্কায় পবিত্র হজ পালনে এসে আরো চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুবরণ করেছেন। তারা হলেন- পাবনার মো. আকবর হোসাইন (৬২) পাসপোর্ট নং বি এ ০০৪৯৬৬১। রাজশাহীর শাহাজান আলী (৭৫), পাসপোর্ট নং AC১১৫৯৫০৯।অপর দু’জন নোয়াখালী জেলার মো. নুরুল হোসাইন (৬১) পাসপোর্ট নং  AG৭৬০৪৭৭৫ ও তোফাজ্জল হোসাইন (৫৯) পাসপোর্ট নং BA০৮৫০৯৫০।এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ১৫ জন হজযাত্রী মারা গেছেন বলে জানাগেছে।এর আগে মৃত্যুবরণকারী ১১ বাংলাদেশি হলেন- সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২) মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯) মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪), মতিউর রহমান (৬৪) ও আবুল কাশেম (৬২)।  

ট্রেনে কাটা পড়ে নারী নিহত…

প্রথম সেবা ডেস্ক॥সিলেটে ট্রেনের নিচে কাটা পড়ে আয়েশা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার বেলা সোয়া ২ টায় নগরীর দক্ষিণ সুরমা শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই চৌধুরীবাড়ীর আনোয়ার আলীর স্ত্রী।প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ২ টায় দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন আয়েশা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসাবধানতাবশত রেল লাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়েন আয়েশা বেগম। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেটে জেনোসিডিলসহ আটক ২…..

প্রথম সেবা ডেস্ক॥ সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী ওভার ব্রীজ এলাকা থেকে ৩৯ বোতল জেনোসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে তাদের আটক করা হয়।আটকরা হচ্ছেন, জেলার জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের ফজলুর রহমানের ছেলে আবদুল বাছিত (২২) ও একই উপজেলার লোহার মোড় গ্রামের আতাউর রহমানের স্ত্রী আয়েশা বেগম (৪০)।শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৯ এ তথ্য জানায়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়।উদ্ধার হওয়া ওই মাদকসহ তাদেরকে মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিনা চিকিৎসায় এক শিশুর করুণ মৃত্যু

প্রথম সেবা ডেস্ক॥ অর্থের অভাবে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে বিনা চিকিৎসায় এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে। চুনারুঘাট উপজেলার বদরগাজী গ্রামের আব্দুল কাইয়ুমের অন্তঃসত্ত্বা স্ত্রীর প্রসবব্যথা উঠলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। মেয়েটি জন্ম নেয়ার পর থেকেই স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিতে পারছিল না। এ অবস্থায় তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু অর্থের অভাবে আব্দুল কাইয়ুম তার নবজাতক শিশুটিকে সিলেট নিয়ে যেতে পারেননি। তিনি হবিগঞ্জ সদর হাসপাতালেই শিশুটির চিকিৎসার চেষ্টা করেন। দিনভর সীমাহীন কষ্ট সহ্য করে বিকেল ৫টার দিকে শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুর ...

নিউইয়র্কে চুনারুঘাট সমিতির বনভোজন

প্রথম সেবা ডেস্ক॥গত রবিবার আনন্দঘন পরিবেশে আমেরিকার নিউইয়র্ক সিটির এস্টোরিয়া পার্কে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রস্থ চুনারুঘাট সমিতির বনভোজন। চুনারুঘাটস্থ আমেরিকা প্রবাসী ছাড়াও হবিগঞ্জের বিভিন্ন উপজেলার আমন্ত্রিত প্রবাসীদের অংশগ্রহণে বনভোজনটি পরিণত হয় মিলনমেলায়। মেলায় অংশ নেন চুনারুঘাট সমিতির আহবায়ক সাদেক মিয়াসহ সমিতির নেতৃবৃন্দ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বনভোজনে অংশ নেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্রের সভাপতি মোহাম্মদ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ চৌধুরী কুটি, বিশিষ্ট সাংবাদিক সেলিম আজাদ, বিশিষ্ট সাংবাদিক মুজাহিদ আনছারি, ইউএস সুপ্রিম কোর্ট এটর্নি মঈন চৌধুরী ও এএইচএম আক্তারুজ্জামান প্রমূখ।

আজ হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ…..

প্রথম সেবা ডেস্ক ॥আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহর ও পিডিবি‘র আওতাধীন বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে  হবিগঞ্জ বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জনসাধারনকে অবহিত করার জন্য শহরে মাইকিং করা হয়েছে। মেরামত কাজের জন্য বিদ্যুতের এ সরবরাহ বন্ধ থাকবে থাকবে বলে জানা যায়। তবে আবহাওয়া খারাপ থাকলে মেরামত কাজ নাও হতে পারে। ওই অবস্থায় বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।এদিকে, গত ২ দিন ধরে শহরের চলছে ব্যাপক লোডশেডিং। গতকাল রাতে কয়েকদফা হয় বিদ্যুতের ভেল্কিবাজি। বলা যায়, কিছুদিন বিরতির পর আবারও বিপর্যয় ঘটেছে হবিগঞ্জের বিদ্যুৎ সেক্টরে। যে কারণে আবারও ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। লোডশেডিংয়ের কারনে গতকাল শুক্রবার স্থানীয় সংবাদপত্র যথা সময়ে প্রকাশিত হতে ...

এখন নজিইে ডাবংি করবনে অপু

আজ আনন্দ প্রতবিদেক এখন র্পযন্ত মুক্তি পাওয়া কোনো ছবতিইে নজিে কণ্ঠ দনেনি ঢাকাই ছবরি অভনিত্রেী অপু বশ্বিাস। তার হয়ে ডাবংিয়রে কাজটি এতদনি অন্য কউে করে আসছলিনে। আর এ কারণে অভনিয় দখেতে পলেওে প্রয়ি অভনিয়শল্পিী অপুর কণ্ঠ শোনা থকেে বঞ্চতি থাকতে হতো ভক্তদরে। তার ভক্তদরে জন্য সুখবর হলো, এখন থকেে তারা অপুর ছবগিুলোতে অভনিয় দখোর পাশাপাশি তাদরে প্রয়ি তারকার কণ্ঠও শুনতে পারবনে। এরই মধ্যে ডাবংিয়রে কাজ শুরু করে দয়িছেনে অপু। এখন থকেে নয়িমতিই ছবরি ডাবংি করে যাবনে। এ প্রসঙ্গে অপু বশ্বিাস বলনে, আমি মাঝে বশে কছিুদনি সনিমোর কাজ থকেে নজিকেে দূরে সরয়িে রখেছেলিাম। ওই সময়টাতে নজিকেে নতুনভাবে চলচ্চত্রিরে জন্য প্রস্তুত করছে।ি আমার কাছে মনে হয়ছে,ে আরও বশেি প্রাণবন্ত অভনিয় করতে ডাবংিটা নজিে ...

কর্ষ্টাজতি জয় ‘তরুণ’ র্বাসলেোনার…

ন্যু ক্যাম্পে র্বাসলেোনার খলেোয়াড়রা মাঠে নামার পর র্দশকরা একটু চোখ কচলে নলিনে। আক্রমণভাবে লওিনলে মসেি ও নইেমার এবং রক্ষণে জর্রোড পকিে ও দানি আলভজে ছাড়া পুরো দলটাই অপরচিতি। যনে র্বাসলেোনার ‘ব’ি টমি। তরুণরে ছড়াছড়।ি একাদশে ছলিনে না পদ্রেো, র্সাজওি বুসকটে, জাভি মাসচরোনো, আদ্রয়িানো, র্জডি আলাবা ও রাফনিহার মতো অভজ্ঞিরা। ইউয়ফো চ্যাম্পয়িন্স লীগে অভষিকে হয়ে যায় র্বাসলেোনার একাডমেি লা মসেয়িার সৃষ্টি ১৯ বছর বয়সী মুনরি এল হাদ্দাদি ও র্সাজি সাম্পাররে। গোলবাররে নচিওে নতুন মুখ র্মাক আন্দ্র।ে সব মলিয়িে নতুন এক র্বাসলেোনা। আর এই দল নয়িে র্বাসলেোনার জয়টাও এলো ঘাম ঝরয়ি।ে সাইপ্রাসরে ক্লাব অ্যাপোয়লে নকিোশয়িাকে তারা হারালো ১-০ গোল।ে তৃতীয়বাররে মতো অ্যাপোয়লে এবার চ্যাম্পয়িন্স লীগে খলোর যোগ্যতা র্অজন করছে।ে র্সবশষে ২০১১-১২ মওসুমে ...

ফিফা র‌্যাঙ্কিং-বাংলাদেশের ১১ ধাপ অবনমন….

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১১ ধাপ অবনমন দেখছে বাংলাদেশ। গতকাল প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১ নম্বরে।  দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ ভারত (১৫৮) ও পাকিস্তান (১৭৭) রয়েছে বাংলাদেশের চেয়ে  শ্রেয়তর অবস্থানে। নেদারল্যান্ডসকে হঠিয়ে তিন নম্বরে লাতিন দেশ কলম্বিয়া। এতে তাদের আগের রেকর্ডটি স্পর্শ করলো কলম্বিয়ানরা। ২০১৩’র জুলাই ও আগস্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর স্থান দখলে রেখেছিলেন ভালদেরামা-অ্যাসপ্রিয়াদের উত্তরসূরিরা। গতকাল প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে অটল রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় স্থানে বহাল রানার্সআপ আর্জেন্টিনাও। বিশ্বকাপের তৃতীয় সেরা দল নেদারল্যান্ডস ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবনমন দেখছে সামপ্রতিক নিষ্প্রভ নৈপুণ্যের কারণে। ইউরো ২০১৬’র বাছাই পর্বে দু’সপ্তাহ আগে ডাচরা ২-১ গোলে হার মানে চেক প্রজাতন্ত্রের কাছে। আগের সপ্তাহে প্রীতি ম্যাচে ইতালির কাছে ডাচরা হারে ২-০ ...

বাংলাদশেরে বপিক্ষে স্লজেংিয়রে কারণে ব্রাভোকে জরমিানা……..

দ্বতিীয় টস্টেে ব্যাটংি-ফল্ডিংিয়ে ম্লান নপৈুণ্য দখোলওে ডোয়াইন ব্রাভো ক্রজিে প্রতপিক্ষ বাংলাদশেরে ব্যাটসম্যানদরে উত্ত্যক্ত (স্লজেংি) করে যাচ্ছলিনে অবরিাম। বাংলাদশেী ব্যাটসম্যানদরে দকিে কটূক্তি না করতে ব্রাভোকে একাধকিবার সর্তক করনে ম্যাচরে দুই আম্পায়ারও। কন্তিু ব্রাভো আম্পায়ারদরে বারণ কানে তুলছলিনে থোড়াই। এমন কাণ্ডে শষে র্পযন্ত জরমিানা গুনতে হচ্ছে ক্যারবিীয় এ ক্রকিটোরক।ে সন্টে লুসয়িায় দ্বতিীয় টস্টে আর্ন্তজাতকি ক্রকিটে সংস্থা আইসসিি এক র্বাতায় জানয়িছে,ে ক্রজিে বাংলাদশেরে ব্যাটসম্যানদরে উদ্দশ্যে করে কটূক্তি করায় ডোয়াইন ব্রাভোর ম্যাচ ফ’ির ৩০% কটেে নয়ো হয়ছে।ে দ্বতিীয় টস্টেরে চর্তুথ দনি শষেে ড্যারনে ব্রাভোর বরিুদ্ধে ম্যাচ রফোরি রোশান মহানামার কাছে এ নয়িে রপর্িোট করনে মাঠরে দুই আম্পায়ার স্টভি ডভেসি, রচর্িাড ইলংিওর্য়াথ, তৃতীয় ও চর্তুথ আম্পায়ার ম্যারাইস এরাসমাস ও পটিার নরেো। এতে চর্তুথ দনি শষেে ...

দেওরগাছ ইউপি চেয়ারম্যানের সৌদি গমন…………….

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামছুন্নাহার পবিত্র হজ্ব পালন করতে সৌদি আরব গমন করেছেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর সকালে ঢাকার হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। সময়ের অভাবে তিনি আত্মীয়-স্বজন ও ইউনিয়নবাসীকে না জানাতে পারায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেওরগাছ ইউনিয়নবাসী ও উপজেলাবাসীর কাছে দোয়া ও আশির্বাদ কামনা করছেন। উল্লেখ্য, শামছুন্নাহার চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহেরের সহধর্মিনী।

ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় মামলা, আটক ৮….

হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার নবীগঞ্জে জামায়াত, আওয়ামীলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গত বুধবার রাতে নবীগঞ্জ থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এ পর্যন্ত ৮জন কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার থানা পুলিশ আদালতে প্রেরন করেছে। ঘটনার পর থেকে গ্রেফতার আতংকে জামায়াতের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছে।সুত্রে জানা যায়, গত বুধবার জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দোলোয়ার হোসেন সাঈদীর মামলার রায়ের প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা জামায়াত শিবির শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামীলীগের আরেকটি মিছিল বের হলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় পুলিশ এসে লাঠিচার্জ করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। এতে পুলিশের ৩ এস আই ৫পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় ...

আজ সালমান শাহ’র জন্মদিন….

প্রথম সেবা ডেস্ক॥জনপ্রিয় চিত্রনায়ক প্রয়াত সালমান শাহ’র জন্মদিন আজ। ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন।১৯৯০ এর দশকের অন্যতম শ্রেষ্ঠ নায়ক। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্টাইলিশ নায়ক বিবেচনা করা হয় তাকে। মৃত্যুর দেড়যুগ পরেও তিনি সমান জনপ্রিয়।তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সালমান শাহ খুলনা বয়রা মডেল হাইস্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ঢাকায় চলে আসেন।১৯৮৭ সালে ধানমন্ডির আরব মিশন স্কুল থেকে এসএসসি পাস করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং মালেকা সায়েন্স কলেজ, ধানমন্ডি থেকে স্নাতক পাস করেন।চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে সালমান শাহ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। আশির দশকের শেষ ভাগে হানিফ সংকেতের গ্রন্থনায় ‘কথার কথা’ ম্যাগাজিনের ...

শাকিব গোয়েন্দা, অপু সাংবাদিক…

প্রথম সেবা ডেস্ক॥চলচ্চিত্র শিল্পীদের কখনও প্রেমিক, কখনও দেশপ্রেমিক আবার কখনও কুখ্যাত খুনি বা সন্ত্রাসী হয়ে রূপালি পর্দায় হাজির হতে হয়। এবারে শাকিব খানকে দেখা যাবে গোয়েন্দা অফিসার হিসেবে।অন্যদিকে  অপু বিশ্বাস অভিনয় করবেন একটি টিভি চ্যানেলের  সাংবাদিকের ভূমিকায়। এবং চলচ্চিত্রের সিনিয়র নির্মাতা কাজী হায়াৎকে দেখা যাবে স্বরাষ্ট্রমন্ত্রীর চরিত্রে।নতুন এই ছবির নাম উৎপাত। এর চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করছেন আলী আজাদ।ছবিটিতে আরো অভিনয় করবেন ড্যানি সিডাক ও মিশা সওদাগরসহ আরও অনেকে।আলী আজাদের কথায় ছবির সুর ও সংগীত পরিচালনায় আলী আকরাম শুভ। এটি প্রযোজনা করছেন কামাল আহমেদ।

মোশাররফ করিম এবার পানখোর..

প্রথম সেবা ডেস্ক॥ চা-খোর ও ঝালখোরের ভূমিকায় এর আগে মোশাররফ করিমকে দেখেছেন দর্শকরা। এবার দেখবেন পানখোরের ভূমিকায়। আশরাফুল চঞ্চলের রচনা ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকটি বাংলাভিশনে প্রচার হবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায়। ঈদের ২য় দিন রাত ৮টায় দেখা যাবে ‘সেই রকম পানখোর’। এতে মোশাররফ করিমের সাথে অভিনয় করেছেন নাদিয়া। বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘গত দুই ঈদে ‘সেই রকম চা-খোর’ ও ‘সেই রকম ঝালখোর’ নাটকগুলোর জনপ্রিয়তা দেখে আমরা ভেবেছি এই নাটকের আরো কয়েকটি পর্ব প্রচার করা দরকার। তাই এবার ঈদে দর্শকরা দেখতে পাবেন ‘সেই রকম পানখোর’ নাটকটি। এতে পানখোরের ভূমিকায় দেখা যাবে মোশররফ করিমকে। আশা করি, এবারও দর্শক এই নাটকটি পছন্দ করবে।’