বিশ্বনাথে ষাঁড়ের লড়াই অনুষ্টিত

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের পল্লীতে শনিবার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। উপজেলার দশঘর ইউনিয়নের লহরি গ্রামের উত্তরের মাঠে সকাল সাড়ে ১০টায় এ লড়াই শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

লড়াইয়ে অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে অনেকে ষাঁড় নিয়ে মাঠে আসেন। ষাঁড়ের লড়াই দেখে অভিভূত হয়েছেন আগতরা। এ লড়াইয়ে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের লহরি গ্রামের আনন্দ টাইগারকে হারিয়ে ধনপুর গ্রামের বাংলা রাজা চিত্তা চ্যাম্পিয়ান হয়ে প্রথম পুরস্কার একটি খাসি জিতে নেয়।

উপজেলার লহরি গ্রামের উত্তরের মাঠে ষাঁড়ের লড়াই আয়োজন করেন ওই গ্রামসহ ৬-৭টি গ্রামের যুবকরা। ষাঁড়ের লড়াইয়ে অংশগ্রহণকারী কয়েকটি ষাঁড় হল- আনন্দ টাইগার, বাংলা রাজা চিত্তা, অনন্ত, লক্ষ্মীরাজ, ব্ল্যাক ডায়মন্ড, লাল পাহাড়, এনাকুন্ডা, কিংখান, যুবরাজ, বাঘ শিকারী, ইমরান, আন্দোলন, কৃঞ্চ সাধু, সিংগরাজ, ইন্টারনেট, আলী শাহ, লাল বাদশা, বীর কমান্ডারসহ সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত ৩০ জোড়া ষাঁড়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *