Daily Archives: November 17, 2014

শায়েস্তাগঞ্জ রেলওয়ে ভূমি দখলের মহোৎসব

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ):  বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের সিলেট-আখাউড়া রেল সেকশনের আওতাভূক্ত ২৬টি রেল ষ্টেশনে ও সংলগ্ন এলাকার কয়েক হাজার কোটি টাকার প্রায় ৫শতাধিক একর মূল্যবান জমি, পরিত্যক্ত রেলকোয়ার্টার, গোদাম ঘর, অফিস সহ রেল স্টেশনের আশ পাশের পরিত্যক্ত জায়গা জমি প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের দখলে চলে গেলেও  এসব জমি উদ্ধারের তেমন কোন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। পরিত্যক্ত ষ্টেশন ও সংলগ্ন এলাকার রেল লাইনের দু পাশের ভূমি গ্রাস করে নিয়েছে একটি চক্র ১৯২৬/১৯২৭ সালে তদানিন্তন ব্রিটিশ সরকার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেল লাইন স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ট্রেন লাইনটি উঠিয়ে দেয়া হলেও পরবর্তীতে সরকারি আদেশে আবার তা চালু হয়। এরপর থেকে ওই লাইনে চলাচলকারী ট্রেনগুলো আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের শায়েস্তাগঞ্জ জংশন হয়ে ...

রানীগাঁওয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প’র উদ্ভোধন

স্টাফ রিপোর্টার... চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্ভোধন উপলক্ষে গাভীগাঁও খেলার মাঠে গতকাল শনিবার বিকাল ৩টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার একাদশ বনাম রানীগাঁও ইউনিয়ন পরিষদ একাদশ। উক্ত খেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। খেলা উদ্বোধন  উপলক্ষে রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও খেলার মাঠে এক উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্ব্ েও সাংবাদিক ফারুক মাহমুদের পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ...

গুরুন শাহ ও খাজা উদ্দিন শাহ এর ওরুশ মোবারক ২৫ নভেম্বর

মিরাশী প্রতিনিধি .. চুনারুঘাটের মিরাশী ইউনিয়নের সাত্তালিয়ার গুরুন শাহ ও খাজা উদ্দিন শাহ’র ২য় বার্ষিকী ওরশ মোবারক আগামী ২৫ নভেম্বর মোতাবেক ৮ অগ্রহায়ন ১৪২১ তারিখে ইয়াকুত মিয়ার বাড়ীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ নুরের বড়ছেলে ইযাকুত মিয়া তালুকদার প্রতি বছর পবিত্র ওরশ  মোবারকের আয়োজন করছেন। গত বছর প্রথমবার এই ওরশ অনুষ্টিত হয়। উক্ত আশেকানদের আগ্রহে ও অনুরেরধে প্রতি বছর উল্লিখিত তারিখে ওরশ পালন করেন।  বক্ত করায় মাজারের খাদেম ইয়াকুত মিয়ার স্ত্রী মোছাঃ নুর বানু জানান। আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার অনুষ্টিত ওরশে যোগ দেওয়ার সকলকে অনুরোধ জানান ইয়াকুত মিয়ার স্ত্রী নুর বানু খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিগত ২/৩ বছর দরে গুরন শাহ ও খাজা উদ্দিন ওরশ মোবারক ...

চুনারুঘাটে জেএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাটের শানখলা ইউনিয়নের পঞ্চাশ উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। একই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কক্ষে একই বিদ্যালয়ের শিক্ষক থাকায় অনিয়মের অভিযোগ তুলেছে সুবিধা বঞ্চিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত  ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ বিষয়ে কিছু করার নেই। কারণ পরীক্ষার কেন্দ্র একই বিদ্যালয়ে হওয়ায় সহসায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ কক্ষ পরিদর্শনের দায়িত্বে রয়েছেন। কয়েকজন অভিভাবক অভিযোগ করেন বলেন, কক্ষ পরিদর্শকগণ তাদের নিজেদের পছন্দমত ছাত্র-ছাত্রীদেরকে নৈর্ব্যক্তিক উত্তরপত্র বলে দিচ্ছেন। অথচ পাশে বসা অন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বঞ্চিত করা হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামছুল হক বলেন, এমন অভিযোগ থাকলে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

চুনারুঘাট ৪ জন পলাতক আসামী গ্রেফতার

আব্দুল হাই প্রিন্স ॥ চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে পলাতক বিভিন্ন মামলার ৪ জন পলাতক আসামী গ্রেফতার করেছে। গত শনিবার রাতে ওসি (তদন্ত) মোঃ ইকবাল হোসেন এর নেতৃতে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাসুল্লা গ্রামে রাজা মিয়ার ছেলে আদু মিয়া (৪৫), একই গ্রামের ছুরত আলীর ছেলের নিম্বর আলী (৫০) ও মোতালিব আলীর ছেলে শাহিদ মিয়া। অপর দিকে বস্তি রগুনন্দন চা-বাগানের ছুরত আলীর ছেলে রৌশন আলী (৩৫)কে গ্রেফতার করে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বন মামলা, চুরিসহ বিভিন্ন মামলা ও গ্রেফতারী ফরোয়ানা রয়েছে। গতকাল তাদেরকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।

চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারের শত ভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে এবারো সিলেট বিভাগে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ৩৯জন ছাত্র/ছাত্র চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস সহ শতভাগ পাশ করেছে। গতকাল সোমবার কারিগরি শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ সেপ্টেম্বর সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের ৬ শতাধিক ছাত্র/ছাত্রী হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অকৃতকার্য হলেও ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৩৯জন ছাত্র/ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্যরা শিক্ষার্থীরা হলো- নুরুজ্জামান (ঊসাইনগর), আশরাফুল ইসলাম ...

মাদকমুক্ত যুব সমাজ গড়তে না পারলে দেশের ভবিষ্যৎ অন্ধকার

স্টাফ রিপোর্টার... চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, যে কোন মুল্যে যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে হবে। কারণ যুবকরাই আগামী দিনের দেশ পরিচালনা করবে। যুব সমাজ ধ্বংস হলে গেলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। তিনি গত শনিবার সকালে চুনারুঘাট উপজেলার এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও ৪৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আয়োজিত সীমান্ত এলাকায় সচেতনতামুলক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।  তিনি সীমান্তে অনুপ্রবেশ, মাদক পাচার রোধ, গরু চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড প্রতিরোধে বিজিবিকে আরো সতর্ক হওয়ার আহবান জানান। একই সাথে জনপ্রতিনিধিসহ এলাকাবাসীকে এগিয়ে আসার আ্হবান জানান। শ্রীমঙ্গলস্থ বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল তারিকুল ইসলাম খানের সভাপতিত্বে এবং মেজর জোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত ...

বিয়ে পাগল এক চেয়ারম্যানের কথা

স্টাফ রিপোর্টার .. নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রায় অমান্য করে মামলার বাদীকে প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার হয়রানী করেছে এক বিয়ে পাগল সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন। জানা যায়, মৌলভীবাজার জেলার কাগাবালা ইউনিয়নের মোঃ আব্দুস সামাদের পুত্র সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন (৫০) বিভিন্নভাবে  প্ররোচিত করে প্রতারণার ফাঁদে ফেলে একাধিক বিয়ে করে যাচ্ছেন। প্রতারক আব্দুল মতিন এক পর্যায়ে হবিগঞ্জ জেলা সদরের শ্যামলী আবাসিক এলাকা নিবাসী মৃত সামসুদ্দিন আহমেদের কন্যা মোছাঃ নাজমা আক্তারকে লন্ডনে নেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ের পাগল ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকা কাবিন মূলে বিবাহ করেন। গত ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও স্বামী গৃহে থাকা হয়নি নাজমা আক্তারের। লন্ডন নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে কনের পিত্রালয়ে অবস্থান করে যৌতুক ...

কুকুর খায় আর লেজ নাড়ে বলে দেয় আমি কারো না

অন্য কথা ইসমাইল হোসেন বাচ্চু॥ প্রিয় পাঠক। ব্যস্ততার কারণে গত সংখ্যায় আপনাদের প্রিয় কলাম অন্যকথা নিয়ে হাজির হতে পারিনি। তবে এ সংখ্যায় এসেছি অন্যভাবে। সংক্ষিপ্ত একটি ঘটনা বলছি। সবার বাড়ীতে কম বেশী কুকুর রয়েছে। কুকুর একটি পোষা প্রাণী এটা সবারই জানা। কুকুর একটি বাড়ী বা পরিবারের রক্ষক হিসেবে কাজ করে। তাই.........। কিন্তু এতেও রয়েছে বিপত্তি। অবশ্যই দেখে থাকবেন যে কুকুরটিকে আপনি খুব খায়েশ করে খাওয়াচ্ছেন। সে খাচ্ছে ঠিকই আর পেছনে লেজ নাড়ছে। লেজ নাড়ার রহস্য হলো-কুকুরটি বলে দিচ্ছে আমি তোর খাই ঠিকই আমি কারো না। আমি যার খাই তার গাই। না হয় একবার পরীক্ষা করে দেখুন। প্রিয় পাঠক। আমাদের সমাজেও কুকুরের মতো কিছু মানুষনামধারী  স্বার্থপর ব্যক্তি রয়েছে। তাদেরকে দেখতে রক্ষক প্রকৃতির ...