রানীগাঁওয়ে অস্থায়ী পুলিশ ক্যাম্প’র উদ্ভোধন

স্টাফ রিপোর্টার... চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্ভোধন উপলক্ষে গাভীগাঁও খেলার মাঠে গতকাল শনিবার বিকাল ৩টায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ফুটবল খেলায় অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার একাদশ বনাম রানীগাঁও ইউনিয়ন পরিষদ একাদশ। উক্ত খেলা উদ্ভোধন করেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। খেলা উদ্বোধন  উপলক্ষে রানীগাঁও ইউনিয়নের গাভীগাঁও খেলার মাঠে এক উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্ব্ েও সাংবাদিক ফারুক মাহমুদের পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সার্কেল এস.পি সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জজকোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট এম. আকবর হোসাইন জিতু, সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুল মনির, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন, চুনারুঘাট উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও রানীগাঁও ইউ/পি মেম্বার মাসুম আহমেদ গণি সহ রানীগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন চুনারুঘাট খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারন সম্পাদ ও পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, আব্দুর রহমান ও মোঃ ফারুক মিয়া। খেলায় ভাষ্যকার ছিলেন শফিউল আলম শাফী। এতে খেলার মাঠে প্রায় ৭ হাজার মানুষের সমাগম হয়েছিল। উক্ত খেলায় জেলা পুলিশ সুপার একাদশকে ৩-০ গোলে হারিয়ে রানীগাঁও ইউনিয়ন পরিষদ একাদশ বিজয়ী হয়। খেলা শেষে গাভীগাঁও খেলার মাঠে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিজয়ী রানীগাঁও ইউনিয়ন পরিষদ একাদশের পক্ষে ইউ/পি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমান ও রানীগাঁও একাদশের অধিনায়ক বিশিষ্ট ফুটবলার চন্দ্র কুমার দেবনাথের হাতে ১ম পুরস্কার ২র্১র্  কালার টিভি তুলে দেন প্রধান অতিথি জেলা পুলিশ সুপার সহ বিশেষ অতিথিবৃন্দ। পরে সন্ধ্যায় রানীগাঁও ইউনিয়নে আইন-শৃংখলা উন্নতিকল্পে, পুলিশ ও জনগণের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে রানীগাঁও ইউ/পি অফিসে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্ভোধন উপলক্ষে রানীগাঁও ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এক উদ্ভোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রানীগাঁও ইউ/পি চেয়ারম্যান আবু সালেহ মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা রানীগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ এর পরিচালনা সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাশহুদুল কবীর, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জজকোর্টের বিজ্ঞ পিপি এডভোকেট এম. আকবর হোসাইন জিতু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম, সার্কেল এস.পি সাজ্জাদ ইবনে রায়হান, সহকারী পুলিশ সুপার (উত্তর সার্কেল) নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুল মনির, চুনারুঘাট থানা অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী, তদন্ত কর্মকর্তা ইকবাল হোসেন, সেকেন্ড অফিসার আবু আব্দুল্লাহ জাহিদ, এস.আই. আব্দুল মালিক, দারোগা আলমাস সহ থানা পুলিশ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় রানীগাঁও ইউনিয়ন অফিস প্রাঙ্গণে ফিতা কেঁটে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র। এতে সভায় প্রধান অতিথি জেলা পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জনগণের উদ্দেশ্যে বলেন, মাদকসেবী-মাদক ব্যবসায়ী-সন্ত্রাসী-চোর-ডাকাত ও অপরাধীদের কোন ছাড় নেই, এতে কোন অপরাধীকে ছাড় দেয়া হবে না। তাই এলাকাবাসী পুলিশকে সহযোগীতা করবেন আর তাতে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় উন্নতি ঘটবে, এতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সবাই অগ্রণী ভূমিকা পালনে অবদান রাখব। জনগণকে পুলিশী সহযোগিতা  দিতে আমরা সচেষ্ট আছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করব। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *