Daily Archives: November 27, 2014

২৭ জেলায় দ্বিতীয় দিনের অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ ফারুক মিয়া ..হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ভাদৈ তরফ বাজার ধুলিয়াখাল চৌমুহনী, জগতপুর, কলিমনগর ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের প্রধান সড়কের পাশে অবস্থিত অবৈধ দোকানপাটসহ প্রায় দেড়শটি ঘর উচ্ছেদ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আর.ডি.সি নুরুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভাদৈ তরফ বাজার প্রধান সড়কে অবস্থিত প্রায় ২০টি অবৈধ স্থাপনা, ধুলিয়াখাল চৌমুহনীতে প্রায় ৩২টি, জগতপুর এলাকায় প্রায় ১০টি, কলিমনগর এলাকায় প্রায় ৮টি, নতুন ব্রীজ গোল চত্তর এলাকায় অর্ধ-শতাধিক ও শায়েস্তাগঞ্জে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় মোবাইল কোর্টকে সহযোগিতা করেন সদর থানা ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পৌর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, বিএনপি সমর্থিত নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, শিল্পপতি এস কে ইফতেখারুল গণি খায়রু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন ও আফসার আহমদ। আগামী ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাই আগামীকাল শুক্রবার, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষে সময় ৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ ডিসেম্বর। উপজেলার মোট ভোটার সংখ্যা হচ্ছে ...

হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে

হবিগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে সামনে রেখে হবিগঞ্জ সেজেছে অন্যরকম সাজে। গোটা শহর এখন তোরণের শহরে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, স্কুল কলেজ, মাদ্রসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন তোরণ নির্মাণ করেছে। বিশেষ করে হবিগঞ্জ শহরের প্রধান সড়কসহ সকল সড়কেই কিছুদূর পরপরই তোরণ নির্মাণ করা হয়েছে। এসব তোরণের ব্যানার ও ফেস্টুনের মধ্যে দলীয় নেত্রী ও এমপি আবু জাহির, এমপি আব্দুল মজিদ খাঁনের ছবিসহ দলের বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারীর ছবি স্থান পেয়েছে। এছাড়া নেত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেয়াল লিখন ও দেয়ালের উপর ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। এক মাস আগ থেকেই শহরের বিভিন্ন স্থাপনা ও দেয়াল রং করে সাজানো হয়েছে। ...

আজ যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিং ডে

আজ যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে কৃতজ্ঞতাজ্ঞাপন দিবস বা থ্যাঙ্কস গিভিং ডে। থ্যাঙ্কস গিভিং ডের অর্থ কৃতজ্ঞতাজ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে সরকারিভাবে থ্যাংকস গিভিং ডে উদযাপন করা হয়। এই দিনে ধনী-গরিব সবাই মেতে ওঠেন ঐতিহ্যবাহী টার্কি ভোজে। পারিবারিকভাবে প্রতিটি ঘরেই চলে টার্কি লাঞ্চ আর ডিনার। ১৬২১ সালের এক হেমন্তে, আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে প্রধানত ইংল্যান্ড থেকে আগত যাজকদের এক শুভ সন্ধিক্ষণে পরস্পরের মধ্যে উৎপাদিত শষ্য এবং পণ্য বিনিময়ের মধ্য দিয়ে থ্যাংকস গিভিং উৎসবের সূত্রপাত হয়। ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেদিনের সেই বন্ধুত্ব ও শান্তির অমিয় বাণী আমেরিকাবাসীদের ভেতরে প্রবেশ করিয়ে দিতে রাষ্ট্রীয়ভাবে দিনটিকে থ্যাংকস গিভিং হলি ডে হিসেবে ঘোষণা করেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি ...

চুনারুঘাটের আসামপাড়া সড়কের ৯টি গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট আসামপাড়া সড়কের গঙ্গানগর এলাকা থেকে গত রবিবার রাতে ৯টি আকাশি গাছ কেটে নিয়েছে পাচার কারী গাছ চোরেরা। যার বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকার বেশি হবে। চোরেরা গাছ কেটে ধানি জমিতে ফেলায় কৃষকদের পাকা ধান ছুড়ে হাজার হাজার টাকা ধান ক্ষতি গ্রস্থ হয়েছে বলে কৃষকরা জানায়। এলাকা সূত্রে জানা যায়, গঙ্গানগর বনগাঁও, জারুলিয়া, চেগানগর, কুনাগাঁও, এলাকায় গাছ চোর পাচারকারী চক্র দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গাছ পাচারকারী চক্রটি সড়কের গাছ সহ বন বিভাগের বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে আসামপাড়া চুনারুঘাট সড়ক দিয়ে ট্রলি, ট্রাক্টর ,নছিমনসহ বিভিন্ন যানবাহনে গাছ প্রতিদিন পাচার করছে। এ ব্যাপারে বন বিভাগের  কর্মকর্তাদের কোন অভিযান দেখা যাচ্ছে না।  

রোনালদোর গোলে শীর্ষস্থানে রিয়াল

ক্রিস্তিয়ানো রোনালদোর একমাত্র গোলে সুইজারল্যান্ডের দল বাসেলকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। সব ধরণের প্রতিযোগিতা মিলে রিয়ালের এটা টানা পঞ্চদশ জয়। বুধবার রাতে খেলতে নামে রিয়াল। তাই সব ধরণের প্রতিযোগিতা মিলে নিজেদের মাঠে গত আট ম্যাচে বাসেল অপরাজিত থাকলেও, রিয়ালের দুর্দান্ত আক্রমণভাগ পরীক্ষা নেয় তাদের। বল দখলে এগিয়ে থাকলেও প্রথম ২০ মিনিটে রিয়াল তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। তারপরই প্রথম সুযোগটা পায় বর্তমান চ্যাম্পিয়নরা, কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোর বাঁ পায়ের শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৩৫তম মিনিটে অবশ্য দুর্দান্ত ফর্মে থাকা রোনালদোকে আর রুখতে পারেনি স্বাগতিকরা। রিয়ালের এগিয়ে যাওয়া এই গোলে অসাধারণ অবদান ছিল করিম বেনজেমার। বাঁদিক থেকে বল পায়ে ক্ষিপ্র গতিতে ডি বক্সে কোনাকুনি ঢুকে একেবারে গোললাইনের কাছ থেকে ...

হবিগঞ্জে গ্রেফতার ৩৫

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩৫ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভ‍ুক্ত ২৬ জন ও নিয়মিত মামলার নয় জন আসামি রয়েছে।