Daily Archives: November 12, 2014

পাকিস্তানে ১৯ বিদ্রোহী নিহত

পাকিস্তানের খাইবার এজেন্সির সন্দপল ও আকাখেল এলাকায় বুধবার বিমান হামলায় অন্তত ১৯ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হামলায় বিদ্রোহীদের এক কমান্ডারও নিহত হয়েছে। এ ছাড়া বিদ্রোহীদের পাঁচটি গোপন আস্তানা ও একটি গোলাভাণ্ডার ধ্বংস করা হয়েছে। দেশটির সামরিক বাহিনীর চালানো ‘জার্ব-ই-আজব’ নামক অভিযানের অংশ হিসেবে এ হামলা চালানো হয়। এর আগে সোমবার আফগান সীমান্তে সংঘর্ষে দুই সেনা ও চার বিদ্রোহী নিহত হয়। উত্তর ওয়াজিরিস্তান ও খাইবার এজেন্সিতে ইসলামপন্থী বিদ্রোহীদের নির্মূলে গত কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছে সেনা নেতৃত্বাধীন সরকারি বাহিনী।

রাতে ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ

প্রথম সেবা ডেস্ক॥ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ইস্তাম্বুলে ব্রাজিলের প্রতিপক্ষ তুরস্ক। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ব্রাজিল-তুরস্কের ম্যাচটি মাঠে গড়াবে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও টেন অ্যাকশন। লুইস ফেলিপে স্কলারি দায়িত্ব ছাড়ার পর ব্রাজিলের কোচ হন কার্লোস দুঙ্গা। দায়িত্ব নিয়ে এ পর্যন্ত চারটি প্রীতি ম্যাচ খেলেছেন। জয় পেয়েছেন চারটিতেই। এ যাত্রায় ব্রাজিল হারিয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা ও জাপানকে। আজ এই জয়ের ধারাবাহিকতা বজায় রাখাটাই ব্রাজিল কোচের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, ২০০২ বিশ্বকাপে তুরস্ক কাঁপিয়ে দিয়েছিল ব্রাজিলকে। তাদের সেই পারফরম্যান্স এখনো দাগ কেটে আছে কার্লোস দুঙ্গার মনে। তবে, তুরস্কের সেই অবস্থা এখন আর নেই। সাম্প্রতিক ফর্মও ভালো নয়। সর্বশেষ পাঁচ ...

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচটি চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টেও টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের দল থেকে বাংলাদেশ দলে ২টি পরিবর্তন হয়েছে। পেসার শাহাদাত হোসেনের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম, এ ছাড়া ১৪ জনের দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস তৃতীয় টেস্টে খেলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে জিম্বাবুয়ে দলেও হয়েছে ২টি পরিবর্তন ম্যালকম ওয়ালার ও তেন্দাই চাতারা দল থেকে বাদ পড়েছেন। উল্লেখ্য, ৩ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে ইতোমধ্যে। বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, শুভাগত হোম, মাহমুদউল্লাহ রিয়াদ, জুবায়ের হোসেন লিখন, শাহাদাত ...