Daily Archives: November 13, 2014

২৬ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৮ নভেম্বর বাছাই, ৭ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন ২৩ ডিসেম্বর ॥ সম্ভাব্য ৯ প্রার্থীর প্রচারনা

ইসমাইল হোসেন বাচ্চু, চুনারুঘাট ॥ জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর মৃত্যুতে শূন্য হওয়া চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রচার-পদচারণায় মুখরিত। এদিকে গতকাল মঙ্গলবার নির্বাচনী তফসিল ঘোষনার পর প্রচারনার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের সংখ্যাও বেড়ে গেছে। মাত্র ১ বছর ২৭দিন মেয়াদী একজন মেয়র হিসেবে নির্বাচিত হয়ে পরবর্তীর জন্য নিজেকে গুছিয়ে নিতে স্ব-স্ব সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেধেঁ প্রচারনা করছেন। আবার অনেকে প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর গুণকীর্তন করতেও দ্বিধাবোধ করছেন না। ফলে নিজেকে প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর ছবি সম্বলিত পেস্টুন-ব্যানার টানিয়েও প্রকাশ করছেন। সাধারণ মানুষ জনপ্রিয় মেয়র হারানোর বেদনা ভুলতে না পারলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার নিয়মে নির্বাচনি আমেজ ভোগ করতে যাচ্ছের। চুনারুঘাট পৌরসভাকে নতুন রূপে সাজাতে প্রস্তুত সম্ভাব্য প্রার্থীরা। দলীয় মনোনয়ন নিতে অধিকাংশ প্রার্থীদেরকে ...

বিদেশিনীকে বিয়ে করবেন শাকিব

বিয়ে নিয়ে মুখ খুললেন শীর্ষ নায়ক শাকিব খান। এক বিদেশিনীকে বিয়ে করবেন তিনি। সম্প্রতি এমনটিই জানালেন শাকিব। তাহলে অপু বিশ্বাসের কি হবে? এমন প্রশ্নে মুচকি হেসে শাকিব বলেন, ও আমার ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। ঈদে সর্বপ্রথম একটি টিভি চ্যানেলে এ কথা জানান শাকিব। এ অনুষ্ঠানেও এই শীর্ষ নায়কের কাছে প্রেম-বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি যাকে বিয়ে করব সে থাকে বিদেশে। পরিচয় হলো কিভাবে? এ প্রশ্নের উত্তরে জানান, কবছর আগে শুটিংয়ে সেখানে তার সঙ্গে পরিচয় হয় আমার। তবে কোন দেশ এবং পাত্রীর পরিচয় জানাননি শাকিব। শাকিবকে যখন বলা হয় আপনার জন্য এদেশের বহু মেয়ে তীর্থের কাকের মতো অপেক্ষায় আছে, অথচ বিয়ে করতে যাচ্ছেন বিদেশিনীকে। এতে এখানকার মেয়েদের মন ভেঙে ...

তাহিরপুরে নৌ-দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চুনাপাথরবাহী দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষে ইলিয়াস মিয়া (২০) নামে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটার দিকে বিরেন্দ্রনগর বিজিবি ক্যাম্প সংলগ্ন রঙ্গাছড়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত ইলিয়াস মিয়া উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মৃত আব্দুর রবের ছেলে। ইলিয়াস তার মাকে নিয়ে জীবিকা নির্বাহের জন্য রঙ্গাছড়া (সোনাপুর) গ্রামে নানার বাড়িতে বসবাস করতেন। রতনপুর গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্য আইনাল হক শীর্ষ নিউজকে জানান, বৃহস্পতিবার ভোরে নৌ-পথে বাগলী শুল্কবন্দরে পাথর পরিবহন করতে গিয়ে দুই দিক থেকে আসা ইঞ্জিনচালিত দুইটি নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই নৌকার মাঝে চাপা পড়লে ঘটনাস্থলেই ইলিয়াস নামের ওই পাথর শ্রমিকের মৃত্যু হয়।