Daily Archives: November 28, 2014

২৫৭ রানের টার্গেট দিল টাইগাররা

মাহামুদুল্লার অপরাজিত ৮২ রান আর মুশফিকের ৭৭ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে টাইগাররা ৮ উইকেট হারিয়ে করে ২৫৬ রান। শেষ দিকে টাইগার দলপতি মাশরাফি ব্যাটে ঝড় তুলে করেন ৩৯ রান। জিততে হলে জিম্বাবুয়েকে করতে হবে ২৫৭ রান। এর আগে বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। স্বাগতিকদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল এবং ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়। ইনিংসের শুরুতে দেখেশুনে খেললেও চতুর্থ ওভারে দলীয় ১৪ রানে মাদজিভার বলে এলবি’র ফাঁদে পড়ে বিদায় নেন এনামুল। আউট হওয়ার আগে সিরিজে অসাধারণ খেলা এনামুল করেন মাত্র ৫ রান। এর পর সফরকারী বোলারদের বোলিং তোপে পড়ে স্বাগতিকদের ...

শায়েস্তাগঞ্জে উপজেলার দাবিতে মানবন্ধন

মিজানুর রহমান সুমন : আগামীকাল শনিবার হবিগঞ্জ আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শনে আজ সকালে শায়েস্তাগঞ্জে উপজেলার দাবিতে মানববন্ধন আয়োজন করেছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শায়েস্তাগঞ্জকে হবিগঞ্জ জেলার প্রাণকেন্দ্র বলাহয়। ইউনিয়ন থেকে পৌরসভা এবং পরবর্তীতে থানায় উন্নীত করা হয়েছে আওয়ামী সরকারের আমলেই। আর এখন শায়েস্তাগঞ্জের আপামর জনসাধারণের একটাই দাবি উপজেলায় উন্নীত করা।   শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব জানান, আয়োজন প্রেসক্লাবের হলেও দীর্ঘ দিনের এ দাবি শায়েস্তাগঞ্জবাসির। সাংবাদিক ছাড়াও অংশগ্রহণ করবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের কর্মীরা। শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন সাঁই বলেন, ১৯৯৭ সালের ১৯ অক্টোবর শায়েস্তাগঞ্জ পুরানবাজারে খোয়াই নদীর উপর বেইলিব্রীজ উদ্বোধণকালে তৎকালিন প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিন ঘোষণা দিয়েছিলেন শায়েস্তাগঞ্জকে ...

বাহুবলে আগুণে পুড়ে ৪ দোকান ভষ্মিভুত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল বাজারে বৃহস্পতিবার রাত ১১ টারদিকে ৪টি দোকান আগুণে পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানায়, সমুজ আলীর ফলের গোদামের  বিদ্যুতের সার্কিট থেকে আগুণের সূত্রপাত ঘটলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে একে একে ৪টি দোকান ভষ্মিভুত হয়। এতে প্রায় ৪লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানান। ক্ষতিগ্রস্থরা হলেন ফটিক শুক্ল বৈদ্যের জননী লন্ড্রী, বাদল বৈদ্যের রিপন লন্ড্রী, গোপাল বৈদ্যের বাবুল লন্ড্রী ও সমুজ আলীর ফলের গোদাম। আগুণের সূত্রপাতের সাথে সাথেই আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ী জনতা আগুণ নেভাতে প্রাণপণ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। এর পর পরই হবিগঞ্জ থেকে ফায়ার সর্ভিসের লোকজন এসে আগুণ সম্পূর্ণ রূপে নেভাতে সক্ষম হন। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, ...

হবিগঞ্জে বাসা দোকান,পেট্রোল পাম্পে আগুন

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকার একটি দোকানে, শায়েস্তানগরের এক বাসায় ও পোদ্দার বাড়ি এলাকায় এম হাই এন্ড কোং পেট্রোল পাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার আলাদা সময়ে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে শায়েস্তানগর এলাকার শাহরিয়ার ফেরদৌস শিবলীর বাসার মিটারের তার জ্বলে ঘরে আগুন ধরে যায়। সাথে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্কিত হয়ে উঠেন। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসার ফার্নিচার, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে দুই লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ- শায়েস্তানগর এলাকায় ৭/৮টি টমটমের গ্যারেজ রয়েছে। এসব গ্যারেজে অবৈধ বিদ্যুত সংযোগ নেয়ার কারণে ওই এলাকার সাধারণ জনগণ প্রায়ই বিদ্যুত বিভ্রাটের ...