Daily Archives: November 11, 2014

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের শহরে আনন্দ মিছিল

আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হবিগঞ্জ আগমন উপলক্ষে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরে আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বের হওয়া আনন্দ মিছিলটির শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী বাজার চৌরাস্তা মোড়ে এক পথসভায় মিলিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোতাচ্ছিরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, পৌর আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, কদ্দুছ মিয়া, সুজিত বণিক, মোঃ হিরাজ মিয়া, হাবিবুর রহমান খান, দুলাল সুত্রধর, মিজানুর রহমান মিজান, ...

জীবনের সব পরীক্ষা শেষ রাজুর

স্টাফ রিপোর্টার ॥ জেএসসি পরীক্ষা দেয়া হলনা রাজু চন্দ্র ঘোষের (১৪)। পরীক্ষায় যেতে গিয়ে টমটম দুর্ঘটনায় নিভে গেল তার প্রাণ প্রদীপ। জীবনে তাকে আর পরীক্ষা দিতে হবেনা। হতভাগ্য রাজু চন্দ্র ঘোষ আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগড় গ্রামের নিপেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে। সে স্থানীয় জলসুখা কেজিপি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল। গতকাল সোমবার সকাল ৯টায় আজমিরীগঞ্জ-জলসুখা আঞ্চলিক সড়কের নগর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে-রাজু সকালে জেএসসি পরীক্ষায় অংশ নিতে অপর দুই সহযোগীর সঙ্গে একটি টমটমযোগে আজমিরীগঞ্জ উপজেলা সদরের মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। টমটমটি নগর কবরস্থান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে রাজুসহ অপর দুই পরীক্ষার্থী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার ...

নবীগঞ্জের ৭৫ লাখ টাকার ব্রিফকেস রহস্য ॥ মূল হোতা শাহীন আটক

কিবরিয়া চৌধুরী/মো: আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ৭৫ল টাকা সহ ব্রিফকেস লুটের ঘটনায় জড়িত মূল হুতা শাহিনকে গতকাল সোমবার জনতা ধরে পুলিশে সোর্পদ করেছে। সকাল সাড়ে ১০টায় দিকে গহরপুর গ্রামবাসী শাহিনকে তার শশুর বাড়িতে ঘুরা ফেরার সময় আটক করে। নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে সেকেন্ড অফিসার এস আই শাহজাহানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। থানা হাজতে আটক শাহিন সাংবাদিকদের কাছে ৭৫লাখ টাকার ব্রিফকেস পাওয়ার সত্যতা স্বীকার করেন। এদিকে থানা পুলিশ জানিয়েছে শাহিনকে এব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবেনা। অপরদিকে সকালে শাহিন গ্রেফতারের পর থেকেই ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য তরপর হয়ে উঠে একটি মহল। ওই ঘটনাকে ধামাচাপা দিয়ে পারিবারিক বিরোধ বলে ...

চুনারুঘাটে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রথম সেবা ডেস্ক॥ চুনারুঘাটে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলে মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট পৌর শহরে বিভিন্ন সড়কে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে চুনারুঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম আনোয়ার হোসেন এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মিয়া, উপজেলা যুবলীগ নেতা গিয়াস উদ্দিন, হালিমুর রশীদ কাজল, আব্দুল হান্নান কাউন্সিলর, রাণীগাঁও ইউনিট যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক মাহমুদ, ...

কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

মানহানির একটি মামলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিএমএম আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ এ পরোয়ানা জারি করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী থাকা অবস্থায় তাকে ‘রাজাকার’ বলেন কাদের সিদ্দিকী। এর প্রেক্ষিতে সে সময় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মানহানি মামলা করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন হাওলাদার। মামলা আমলে নিয়ে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে সমন জারি করে সিআর আদালত। পরে মামলায় কাদের সিদ্দিকী জামিনে মুক্তি পান এবং নিয়মিত হাজিরা দিতে থাকেন। সর্বশেষ হাজিরার তারিখে তিনি উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

২৪দিন ধরে বাল্লা ট্রেন বন্ধ, যাত্রীদের দূর্ভোগ

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :পরিচালক(গার্ড) না থাকায় ২৪দিন যাবৎ ঐতিহ্যবাহী “বাল্লা লোকাল” ট্রেন ভৈরব-শায়েস্তাগঞ্জ পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকায় যাত্রীদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে জানান, বাংলাদেশ রেলওয়ে জনবল সংকটের কারণে রেলের পরিচালক (গার্ড) না থাকায় গত ২১ অক্টোবর থেকে ভৈরব-শায়েস্তাগঞ্জ পর্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী “বাল্লা লোকাল” ট্রেন বন্ধ থাকায় প্রত্যেক ষ্টেশনের শত শত যাত্রী বিপাকে পড়েছে। বাল্লা ট্রেনে প্রতিদিন যাত্রী ও মালামাল বহন হচ্ছে। এতে ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সরকারের প্রচুর আয় থেকে বঞ্চিত হচ্ছে। ষ্টেশনের কম্পিউটার অপারেটর কাউসার আহম্মেদ এ প্রতিনিধিকে জানান, প্রাচীন ঐতিহ্যবাহী “বাল্লা লোকাল” ট্রেন শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাজার পর্যন্ত চলাচল করত। শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ বাজার রেল পথ প্রত্যাহার হওয়ায়, শায়েস্তাগঞ্জ থেকে বাল্লা পর্যন্ত রেলপথে ...

কারখানার বর্জে হরিয়ে যাচ্ছে সুতাং নদী

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অলিপুর শিল্পাঞ্চলকে ঘিরে বর্জ্যে হারিয়ে যাচ্ছে সুতাং নদী ও আশপাশের গ্রামের পুকুরের মাছ প্রবাহিত। ওই সব এলাকায় জমির নানা ধরণের ফসলের আবাদ ও হতো সুতাং নদীর ও পানির সেচ দিয়ে। কিন্তু শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের আলিপুর এলাকায় বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় শিল্পবার্জ্য আশপাশের বদ্ধ জলাভূমিতে ফেলায় ওই সব এলাকায় পানি ও পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। শিল্প বর্জ্য মিশে ওই সব এলাকায় নদী, খাল, পুকুর, ও জলাশয়ের পানি বর্তমানে বিবর্ণ ও কালচে রং ধারণ করে মারাত্মক দূর্গন্ধ ছড়াচ্ছে। ফসলের জমিতে ও বিরূপ প্রভাব পড়ছে। দুর্গন্ধ যুক্ত ওই পানি গায়ে লেগে মানুষের শরীর চুলকায়, নানা প্রকার চর্মরোগ ও ঘা হয়। এক সময় ...

ঝলসে দেওয়া চোখে কাতরাচ্ছে বানরটি

মৌলভীবাজার প্রতিনিধি: খাবারের সন্ধানে আসা একটি বৃদ্ধ বাদামী রংয়ের বানরের চোখ ঝলসে দেওয়া হয়েছে। গত চারদিন ধরে কেবল যন্ত্রণায় কাতরাচ্ছে বানরটি। ঘটনাটি ঘটেছে শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনে। বর্তমানে বানরটি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রয়েছে। অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বানরটিকে। এ সময় বাংলাদেশ বণ্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ধারণা করা হচ্ছে খাবারের খোঁজে বানরটি আশপাশের পাহাড় থেকে রেলস্টেশনে এসেছিল। তখন কে বা কারা বানরের চোখে গরম জল বা কোনো প্রকার দাহ্য পদার্থ ছুড়ে মেরেছিল। ঘটনার খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় বানরটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল প্রাণিসম্পদ অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ বসাক চোখ পরীক্ষার পর বানরটিকে সেবাযত্নের জন্য ...

আবারো তৎপর হারবাল প্রতারনা চিকিৎসা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সহ জেলাব্যাপী আবারো তৎপর অবৈধ হারবাল ও হোমিও প্যাথিক প্রতারনা চিকিৎসা চালিয়ে যাচ্ছে। গত ২৫ জুন বুধবার জেলার ভ্রাম্যমান আদালত (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) ডাঃ এ.কে.এম. সাইফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌর এলাকার শায়েস্তানগরস্থ “কলিকাতা হারবাল মেডিকেয়ার লিঃ” অভিযান চালিয়ে নেশা জাতীয় টেবলেট, গরু মোটা তাজা করন ঔষধ, নিন্ম মানের ইউনানী কোং ভেজাল ঔষধ উদ্ধার করে এবং ড্রাগলাইসেন্সএবং হাকিমের অভিজ্ঞতা সনদপত্র সহ জেলা সিভিল সার্জন এর অনুমতি পত্র না থাকায় পৌরসভার ভূয়া ট্রেড লাইসেন্স নিয়ে দীর্ঘ দিন যাবত যেখানে সেখানে কুরুচিপূর্ণ পোষ্টার লাগানো,প্রচার পত্র বিলি, স্টিকার, হ্যান্ডবিল সহ স্থানীয় পত্রিকায় চটকদার বিজ্ঞাপন প্রকাশ করে অপ-চিকিৎসা চালিয়ে যাওয়ায় ভূয়া হাকিম সাইদুর রহমান (৩৮) কে ৬ মাস ...

চুনারুঘাটে বিষধর সাপের কামড়ে যুবতি আহত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাম শ্রী গ্রামে বিষধর সাপের কামড়ে নুরুন্নাহার (১৭) নামে এক যুবতি আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল ৫ টায় ঘর থেকে উঠানে বাহির হলে হঠাৎ একটি বিষধর সাপ তাতে ধ্বংশন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।  

বাহুবলে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে পিতা-পুত্রসহ ৫ নির্মাণ শ্রমিক নিহত

ঢাকা-সিলেট পুরাতন সড়কের বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায়  ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পিতা পুত্রসহ ৫ নির্মান শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। গুরুতর আহত অবস্থায় আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার পাহাড়ি এলাকা কামাইছড়ায় মোড় অতিক্রমের সময় শ্রীমঙ্গলগামী একটি ট্রাকের সঙ্গে মিরপুরগামী নির্মাণ শ্রমিকদের পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু জাহের (৬০) নামে একজন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আহতদের বাহুবল হাসপাতালে নেয়ার পর নায়েব আলীর ছেলে বেনু মিয়া (৩৪) ও আরব আলীর ছেলে ফারুক মিয়া (২২), সিলেট নেয়ার পথে ফারুক মিয়ার বাবা আরব আলী (৬০) এবং মৌলভীবাজার হাসপাতালে নাহিদুল ইসলাম (১৫) মারা যায়। দুর্ঘটনায় গাড়ি ...

অনৈতিক কাজের জন্য গণধোলাই ॥ মীরপুরে রাতের আধাঁরে যুবতির ঘরে যুবক আটক ॥ মুচলেকায় মুক্তি

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের ফদ্রখলা গ্রামের আকবর আলী নামে এক প্রবাসীর যুবতি কন্যার ঘরে রাতের আধাঁরে যুবককে আটক করেছে জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে মুচলেকার বিনিময়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১টায় ওই প্রবাসীর যুবতি কন্যা আছমার ঘরে প্রবেশ করে উপজেলার মীরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নামে এক যুবক। বিষয়টি আঁচ করতে পেরে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রতিবেশীরা ঘরটি ঘেরাও করে তাকে আটক করে। রাতভর গণধোলাই দিয়ে পরদিন সকালে মুচলেকার বিনিময়ে  অভিভাবকদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। গণধোলাইয়ের শিকার আব্দুল ওয়াদুদ মীরপুর বাজারের ধুলিয়াখাল রোডস্থ নাঈমা টেলিকম এন্ড সাজ ঘরের মালিক। তার বাড়ি উপজেলার চিচিরকোর্ট গ্রামে। স্থানীয়রা জানান, এক সন্তানের জনক পরকিয়া প্রেমিক ...

নবীগঞ্জে টাকা বহনকারী শাহীন গ্রেফতার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে চাঞ্চল্যকর আলোচিত ৭৫ লাখ টাকা বহনকারী আত্মগোপনে থাকা কথিত শাহীন মিয়া (৩৫)কে সোমবার সকালে শশুড়বাড়ি থেকে আটক করে পুলিশের হাতে সোর্পদ করেছেন এলাকাবাসী। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে। আটককৃত শাহীন মিয়া বানিয়াচং উপজেলার রতনপুর গ্রামের উজির মিয়ার ছেলে। এছাড়া উক্ত টাকার ঘটনা নিয়ে বর্ণনা দিয়েছেন বলে গ্রামবাসী জানিয়েছেন। গ্রামবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানাযায়, রবিবার গভীর রাতে গোপনে শাহীন মিয়া তার শশুড় আব্দুর রাজ্জাকের বাড়ি নবীগঞ্জে গহরপুর গ্রামে আসলে রাত ২ টার দিকে গ্রামবাসী তাকে আটক করে। এবং সোমবার সকালে থানায় খবর দিলে এসআই শাহজান সিরাজের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থ গেলে গ্রামবাসী পুলিশের হাতে সোর্পদ করেছে। আটককৃত শাহীন মিয়া গ্রামবাসীর জিজ্ঞাসাবাদকালে জানায়, লাখাই এলাকার ...

নবীগঞ্জে গ্যাসের দাবিতে কর্মসুচী আসছে

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের দীঘলবাকে অবস্থিত এশিয়ার বৃহত্তম বিবিয়ানা গ্যাস কুপ থেকে ঘরে ঘরে গ্যাসের দাবীতে ফুসে উঠেছে ইউনিয়নবাসী। এক দফা দাবী নিয়ে দীঘলবাক ইউনিয়নবাসী ঐক্য বদ্ধ ভাবে আন্দোলন নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষনা দিয়েছেন। এ ব্যাপারে গঠিত হয়েছে বিবিয়ানা নাগরিক সমাজ। গতকাল সোমবার বিকালে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও সাইন বোর্ড বাজারে বিবিয়ানা নাগরিক সমাজের উদ্যোগে বিশাল জনসমাবেশ অনুষ্টিত হয়েছে। নাগরিক সমাজের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি ও সুজাত মিয়া চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিবিয়ানায় গ্যাস বাস্তবায়ন কমিটির সভাপতি এডভোকেট শাহাজান সিরাজ,নুরগাওঁ মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ ...

সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

আজ মঙ্গলবার সকাল থেকে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগের চারটি জেলার সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আজ থেকে হবিগঞ্জ-সিলেট সড়কে এবং হবিগঞ্জ জেলার অভ্যন্তরীন রুটে কোন ধরণের বাস চলাচল করবে না। সিএনজিচালিত অটোরিকশা, নছিমন, করিমন, বটবটি, হিউম্যান হলার, ট্রাক্টরসহ রোড পারমিটবিহীন বিভিন্ন অবৈধ পরিবহন বন্ধের দাবিতে এই ধর্মঘট আহবান করা হয়। এদিকে, সিলেট জেলা অটোরিক্সা-অটোটেম্পো চালক-শ্রমিক জোট (রেজিঃ নং-২০৯৭) আজ মঙ্গলবার থেকে নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট গন্তব্যে গাড়ি চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সংগঠনের এক জরুরী সভায় তারা এ সিদ্ধান্ত নেন।

মোবাইলে ভাঙছে সংসার!

প্রথম সেবা ডেস্ক ... মাঝ রাতে অতিরিক্ত সময় মোবাইল ফোন ব্যবহারে সম্পর্কের ঘনিষ্ঠতা কমে যাচ্ছে। এতে অনেক সম্পর্কে ভাঙন দেখা দেয়। আজকাল প্রতারণা ও ডিভোর্সের ঘটনাও ঘটাচ্ছে মোবাইল ফোন। সম্প্রতি ব্রিটেনে পরিচালিত এক গবেষণার ফলে এ তথ্য জানা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ২৪ হাজার ইউরোপিয়ান দম্পতিকে নিয়ে এ গবেষণা করেছেন। গবেষণায় তারা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ব্যবহার ও বৈবাহিক জীবনের তুষ্টির মধ্যে সরাসরি সম্পর্কের বিষয়টি ধরতে পেরেছেন বলে দাবি করেছেন। গবেষকরা জানান, সাম্প্রতিক এ গবেষণায় একটি বিষয় ফুটে উঠেছে, আর তা হচ্ছে শারীরিক সম্পর্কের বিষয়টিকে হালকা করে দিচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। এছাড়া পরস্পরের কাছ থেকে চাওয়া-পাওয়ার বিষয়টিও বেশি গুরুত্ব পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ১৮ থেকে ৩২ বছর বয়সীদের নিয়ে ...

নিরবে-নিভৃতে বইছে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনের হাওয়া

আওয়ামীলীগ-বিএনপি’র দলীয় প্রার্থী নেই ॥ প্রার্থী হচ্ছেন প্রয়াত মেয়রের ভাই নাজিম উদ্দিন সামছু স্টাফ রিপোর্টার ... চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনের আমেজ অত্যান্ত নিরবে নিভৃতে বইছে। জন নন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুর পর কে হবেন পৌর পিতা এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। সাধারণ মানুষ জনপ্রিয় মেয়র হারানোর বেদনা ভুলতে না পারলেও নির্বাচন হবে গণতান্ত্রিত প্রক্রিয়ায়। স্থানীয় প্রশাসন নির্বাচনকে ঘিরে নতুনভাবে পৌরসভা সাজাচ্ছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর প্রথম সেবা'কে জানিয়েছেন, যে কোন আসন শূন্যের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। আমরা উপ-নির্বাচনের লক্ষে সকল কাগজ পত্র জেলা প্রশাসন বরাবরে পাঠিয়েছি। অতি শ্রীঘ্রই হাতে পৌছুবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেয়র মেহাম্মদ আলীর আকস্মিক মৃত্যুর পর শূন্য পদে পৌরবাসী অত্যন্ত ...

রাস্তা নিয়ে কথা কাটাকাটির জের স্বামীসহ অন্তসত্ত্বা গৃহবধু আহত

স্টাফ রিপোর্টার .. মোঃ মুহিবুল ইসলাম (মুহিব) ॥ চুনারুঘাটে রাস্তা চলাচলের জের ধরে স্বামী সহ অন্তসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে ৭নং উবাহাটা ইউনিয়নের গোপালপুর গ্রামে। জানা যায়, গতকাল দুপুর ১:০০ ঘটিকার সময় রাস্তা চলাচলের জের ধরে পাশের বাড়ির মোঃ নূর হোসেন (৫৫), মোঃ আঃ মনাফ (৪৫) ও মোঃ সোহেল মিয়া (২৪) পাশের বাড়ির মিছির আলীর ছেলে মোঃ গিয়াস উদ্দিন (২৫) ও তারই ৯ মাসের অন্তসত্ত্বা স্ত্রী মোছাঃ রোকেয়া খাতুন (১৯) কে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় অন্তসত্ত্বা গৃহবধুকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা করা হয় নাই।