নিরবে-নিভৃতে বইছে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনের হাওয়া

আওয়ামীলীগ-বিএনপি’র দলীয় প্রার্থী নেই ॥ প্রার্থী হচ্ছেন প্রয়াত মেয়রের ভাই নাজিম উদ্দিন সামছু

স্টাফ রিপোর্টার ... চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনের আমেজ অত্যান্ত নিরবে নিভৃতে বইছে। জন নন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুর পর কে হবেন পৌর পিতা এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষন। সাধারণ মানুষ জনপ্রিয় মেয়র হারানোর বেদনা ভুলতে না পারলেও নির্বাচন হবে গণতান্ত্রিত প্রক্রিয়ায়। স্থানীয় প্রশাসন নির্বাচনকে ঘিরে নতুনভাবে পৌরসভা সাজাচ্ছেন। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর প্রথম সেবা’কে জানিয়েছেন, যে কোন আসন শূন্যের ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। আমরা উপ-নির্বাচনের লক্ষে সকল কাগজ পত্র জেলা প্রশাসন বরাবরে পাঠিয়েছি। অতি শ্রীঘ্রই হাতে পৌছুবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেয়র মেহাম্মদ আলীর আকস্মিক মৃত্যুর পর শূন্য পদে পৌরবাসী অত্যন্ত বেদনা বিধুর হলেও প্রার্থীরা থেমে নেই। দলীয় প্রার্থীতা ছাড়া নিজস্ব পরিচয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয়পাটি এখনও কোন দলীয় প্রার্থী ঘোষণা করেনি। তারপরও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর-এর ছেলে আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক কাউসার-উল গনি’র ছোট ভাই ইফতেখারুল গনি খাইরু ভোট প্রার্থনা করছেন। এছাড়া প্রয়াত মেয়র মোহাম্মদ আলী’র চাচাতো ভাই আলহাজ্ব মরহুম মুসলিম উদ্দিনের বড় ছেলে নাজিমুদ্দিন সামছু মেয়র পদে প্রার্থী হচ্ছেন। মেয়রের অসামাপ্ত কাজ তারই ভাই নাজিমুদ্দিন সামছু সম্পন্ন করুন তাই চায় বড়াইলবাসী। এছাড়া বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের পরিবারের পক্ষ থেকে একজন এবং চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মহালদারের ছেলে সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন পৌর মেয়র প্রার্থী হওয়ার কথা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *