Daily Archives: November 19, 2014

মাধবপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারী চালিত রিক্সার দুই যাত্রীর মর্মান্তিক মৃত্যু

মোঃ ফারুক মিয়া,চুনারুঘাট (হবিগঞ্জ) চুনারুঘাট হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারী চালিত রিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের অনু মিয়ার পুত্র মহসিন মিয়া (৪০) ও মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মুনছব আলীর পুত্র মোহাম্মদ আলী (২৬)। প্রত্য দর্শীরা জানান, গতকাল দুপুরে ব্যাটারী চালিত রিক্সাযোগে ওই দুই যাত্রী মাধবপুর উপজেলার রতনপুর যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বেপরোয়া একটি কাভার্ড ভ্যান (যশোর-ট-১১-২২৩২) রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস'লে মহসিন মিয়া ও মোহাম্মদ আলী মারা যান। উত্তেজিত জনতা ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ...

মোহাম্মদ আলীর মৃত্যুর ৪৫দিনের মাথায় তারই বাড়ির সামনে পূর্ব বড়াইল ইট সলিং রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন ফলক কে বা কারা ভেঙ্গেঁ ফেলেছে

জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর মৃত্যুর ৪৫দিনের মাথায় তারই বাড়ির সামনে পূর্ব বড়াইল ইট সলিং রাস্তার ভিত্তি প্রস্থর স্থাপন ফলক কে বা কারা ভেঙ্গেঁ ফেলেছে। আমার ব্যক্তিগত ভাবে হার্ট লেগেছে।  স্থানীয় বাসিন্দা ওই রাস্তা দিয়ে চলাচল করছে সৃষ্টি আটছেন না। সময় যতই গড়াচ্ছে আমার বেদনা ততই বাড়ছে। পৌর কর্তৃপ বিষয়টি সুরার দিকে এগিয়ে আসবেন কি? শুধু এই ভিত্তি স্থাপন ..। পৌর শহরের সব গুলো ভিত্তি স্থাপন সুরা করবেন এমন প্রত্যাশা কি আমরা করতে পারি না ।

বানিয়াচঙ্গের ৪ ইউনিয়নের ৪ ওয়ার্ডে উপ-নির্বাচন

সুবিদপুরে রানী বালা দাশ পৈলারকান্দিতে আহাদ মিয়া দৌলতপুরে ননী গোপাল দাশ ও কাগাপাশা ইউনিয়নে আবুল কাশেম চৌধুরী মেম্বার নির্বাচিত তোফায়েল রেজা সোহেল, বানিয়াচঙ্গ থেকে ॥ বানিয়াচঙ্গে চার ওয়ার্ডে কড়া নিরাপত্তা ব্যবস্থায় উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। সংরক্ষিত মহিলা সদস্য একটি আসনসহ চার ওয়ার্ডে মোট ১০ প্রার্থী লড়েছেন। এসব ওয়ার্ডে সদস্যগণ মৃত্যুবরণ করায় নির্বাচন কমিশন উপ-নির্বাচন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজু আহমদ মঙ্গলবার রাত ৯টার দিকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সুবিদপুর ইউনিয়ন পরিষদের ২নং সংরক্ষিত আসনে ১ হাজার ৯২ ভোট পেয়ে জিতেছেন রানী বালা দাশ (পদ্মফুল)। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন রানী দাশ (কলস) পেয়েছেন ৬৬০ ভোট। ...

চুনারুঘাটে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সম্ভাব্য মেয়র প্রার্থী রুমন গ্রেফতার-

এক রাতে গ্রেফতার হয়েছে ৬২ আসামী স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলীর গাড়ি বহরে হামলা ভাংচুরের মামলায় গতরাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে ছাত্রদল সূত্র জানিয়েছে। মিথ্যা অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে দাবি করে এর নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ। সূত্র জানায়, চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে রুমন একজন প্রার্থী। অপরদিকে হবিগঞ্জের সহকারি পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ৬২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী ৫৮ জন ও নিয়মিত মামলার আসামী ৪ জন।

মেয়র জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলায় সম্পৃক্ত করায় নবীগঞ্জে বিক্ষোভ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীটে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং তার নাম প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠন। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে নতুন বাজারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপি সভাপতি প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবদল সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, কাউন্সিলর যুবরাজ গোপ, এম মজিদুর করিম মজিদ, মাওঃ মোস্তফা আল হাদী প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে হবিগঞ্জ বিএনপির কান্ডারী আলহাজ্ব জি কে গউছ এবং সিলেটের ...

নোয়াপাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইক চালক ও যাত্রী নিহত-

এস এম সুরুজ আলী ॥ ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া রতনপুর এলাকায় আল-আমিন হোটেলের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় ব্যাটারী চালিত ইজিবাইকের চালক ও যাত্রী নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মনসুর আলীর পুত্র ইজিবাইক চালক মোহাম্মদ আলী (২৬) ও ইজিবাইকের যাত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা গ্রামের অনু মিয়ার ছেলে মহসিন মিয়া (৩০)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইজিবাইকটি যাত্রী নিয়ে মাধবপুর থেকে রতনপুর যাচ্ছিল। পথে রতনপুর আল-আমিন হোটেলের সামনে পৌঁছামাত্র সাহেব আলী ট্রান্সপোর্ট এজেন্সির একটি পিকআপ ভ্যান (যশোর-ট ১১-২২২৫) পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মোহাম্মদ আলী ও এর যাত্রী মহসিন মারা যায়। আহত হয় ১ যাত্রী। ...

বিয়ের পিঁড়িতে বসা হলো না জোশেফের

নবীগঞ্জে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ কেড়ে নিল তার প্রাণ উত্তম কুমার পাল পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ-শেরপুর সড়কে পৌর এলাকার ছালামতপুরে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই জোশেফ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি নিহত ও ৩ জন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বানিয়াচঙ্গ উপজেলার বড়ইউড়ি গ্রামের জোশেফ মিয়া সিলেট থেকে নিজ বাড়ি ফিরছিলেন। বাসে আউশকান্দি এসে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। নবীগঞ্জ-শেরপুর সড়কের ছালামতপুর নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় সিএনজি যাত্রী জোশেফ মিয়াকে রক্তাক্ত আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা ...

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি

অবশেষে বিরতি দিয়েই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।আগামী ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে শেষ হবে ১০ মার্চ।আজ প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচিতে দুই পরীক্ষার মধ্যে বিরতিও রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার চূড়ান্ত সময়সূচি অনুমোদন করে ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর আগে গত ২৮ অক্টোবর প্রথমবারের মতো খসড়া সময়সূচি মতামতের জন্য প্রকাশ করে মন্ত্রণালয়। সময়সূচি চূড়ান্ত করতে ১ নভেম্বর পর্যন্ত মতামতও নেওয়া হয়। প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী দুই পরীক্ষার মধ্যে বন্ধ না দিয়ে দ্রুত পরীক্ষা শেষ করার কথা জানালেও, এবারও দুই পরীক্ষার মধ্যে বন্ধ থাকছে। বিরতি ছাড়া পাবলিক পরীক্ষা নেওয়ার কথা জানার পরই দেশের বিভিন্ন স্থানে এর বিরোধিতা করে বিক্ষোভ হয়। সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা ...

চুনারুঘাটে পিএস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিন নরপতি হাজী ইছাদ উল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পি.এস.সি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরন, বিদায় অনুষ্ঠান ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বাহার ও প্রধান শিক্ষক মোঃ সৈয়দ মিয়া সায়েদের পরিচালনায় বক্তব্য রাখেন- অ্যাডভোকেট মোস্তাক আহম্মদ বাহার, সহকারী শিক্ষক স্বদেশ রঞ্জন দেব, শিক্ষিকা হালিমা খাতুন, প্রণিত ভৌমিক, মোঃ আঃ মতিন, শ্হ্ ামোঃ হারুন মিয়া, সাংবাদিক এস আর রুবেল মিয়া ও খন্দকার আলাউদ্দিন প্রমূখ।

চেম্বার পরিচালকদের ব্যবসায়ীদের সংবর্ধনা

হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নব নির্বাচিত তিন পরিচালককে সংবর্ধনা দিয়েছে বগলাবাজারের ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত ৮টায় যাদেরকে সংবর্ধনা দেয়া হয় তারা হলেন চেম্বারের পরিচালক ও যুবলীগ সভাপতি  আতাউর রহমান সেলিম, চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  মিজানুর রহমান শামীম ও চেম্বার পরিচালক এবং জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলার জাহির উদ্দিন, উত্তম বণিক, শেফাল বণিক ও আজিজুর রহমান প্রমুখ। ব্যবসায়ী নেতৃবৃন্দ নব-নির্বাচিত তিন পরিচালককে অনুষ্ঠানের শুরুতেই ফুলেল শুভেচ্ছা জানান। তারা পরিচালকদের কাছে ব্যবাসয়ীদের সুখে-দুখে পাশে থাকার আহবান জানান। পরিচালক গন যে কোন প্রয়োজনে ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দেন।

নবীগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে কিবরীয়া হত্যা মামলার সম্পুরক চার্জশীটে সম্পৃক্ত করার প্রতিবাদে এবং তার নাম প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার বিকালে নবীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদলসহ সহযোগী সংগঠন। দলীয় কার্যালয় গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে স্থানীয় নতুন বাজার রাজা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সভাপতি এটিএম সালামের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুশফিকুজ্জামান চৌধুরী নোমান,কাউন্সিলর যুবরাজ গোপ,এম মজিদুর করিম মজিদ,মাওঃ মোস্তফা আল হাদী,আব্দুল বাকির চৌধুরী এমরান,হারুনুর রশীদ হারুন,সোহেল ...

প্রেমিকের বাসররাতে প্রেমিকার অনশন

আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জ জেলার বাহুবলে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে (অষ্টাদশী) প্রেমিকা অনশন করতে গিয়ে অমানষিক নির্যাতনের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৫টার দিকে বাহুবল উপজেলার সংকরপুর গ্রামে। এদিকে, সদ্য নববধু স্বামীর পরকীয়ার ঘটনা নিয়ে পড়ছেন চরম বিপাকে। বাসররাত কাটে তার এক দুশ্চিন্তার মাঝে। এ নিয়ে এলাকায় সর্বত্র তুলপাড় চলছে। জানা যায়, বাহুবল উপজেলার সংকরপুর গ্রামের সুন্দর আলীর পুত্র সমশর আলীর সাথে একই উপজেলার পশ্চিম বিজলী গ্রামের আঃ কাইয়ূমের অষ্টাদশী কন্যা আকলিমা আক্তারের মধ্যে দীর্ঘ ৫ বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। এরই মধ্যে তাদের মধ্যে দৈহিক সম্পর্কও গড়ে উঠে। দিন গনিয়ে যাওয়ার ফাঁেক আকলিমা সমশর আলীকে বিয়ের কাজ সম্পন্ন করার তাগিদ দেয়। কিন্তু বিয়ের নামে বরাবরই টালবাহানা করতে ...

চুনারুঘাট পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে পৌর আওয়ামীলীগের  বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে সফল করতে মঙ্গলবার বিকালে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি মো: আবু  তাহের মিয়া মহালদার। সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলীর পরিচালনায় এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারী আবু তাহের। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব রজব আলী, আয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুর রশীদ, জাহির মিয়া, সুবীর দেব, আব্দুল হাই, নুরুল ইসলাম মাষ্টার, বাহার মিয়া মেম্বার, উস্তার মিয়া তালুকদার, কালা মিয়া, আমির হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মো: জামাল হোসেন লিটন, পৌর ...

বাহুবলে শিকল দিয়ে বেঁধে নির্যাতন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে একটি ব্রিক ফিল্ডে শিকল দিয়ে বেঁধে শ্রমিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশে পুলিশ ৩ শ্রমিককে উদ্ধার করলেও অপর এক শ্রমিক নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় ভুলকোট এলাকার নিউ পদ্মা ব্রিক ফিল্ডে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার ব্রিক ফিল্ডগুলোতে ঠিকাদারদের মাধ্যমে শ্রমিক আনা হয়। এ সুবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বেড়তলা গ্রামের সুরুজ মিয়ার পুত্র আবুল কালাম বাহুবল উপজেলার ভুলকোটস্থ নিউ পদ্মা ব্রিক ফিল্ডে কাজ করার জন্য ১৪ জন শ্রমিক নিয়ে আসে। ওই শ্রমিকরা ২০ দিন ধরে ব্রিক ফিল্ডটিতে কাজ করছিল। গত সোমবার ঠিকাদার আবুল কালাম ওই শ্রমিকদের কাউকে ২ হাজার আবার কাউকে ৩ হাজার করে মজুরি পরিশোধ করে। এ মজুরির টাকা নিয়ে ...

সুনামগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার গোউরারং ইউনিয়নের ভেড়াজালি (ইসলামগঞ্জ) গ্রাম থেকে  নাসিমা (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের নূরুল ইসলামের স্ত্রী। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে  বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময় গৃহবধূ নাসিমা নিজ বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেই বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না বলেও জানান তিনি। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা জানান, ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।