Daily Archives: November 26, 2014

টাইগারদের সিরিজ জয়

প্রথম সেবা ডেস্ক॥  ৫ ম্যাচ ওযানডে সিরিজের এখনও বাকি ২ ম্যাচ। তাতে কি? দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশ এরই মধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে। বুধাবার তৃতীয় ওয়ানডেতে তারা ১২৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়েকে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল সফরকারী জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। জুটি ভেঙেছে দলীয় ১২১ রানের মধ্য। উইকেটের প্রান্ত বদল করতে গিয়ে আউট হয়েছেন ওপেনার তামিম ইকবাল। সাজঘরে ফেরার আগে ৪০ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার। এনামুলকে যথাযখ সঙ্গ দিতে পারেননি মুমিনুল হক। নিজের নামের পাশে ১৫ রান যোগ হতেই মাসাকাদজার বলে ক্যাচ আউট হয়েছেন তিনি। আর ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন এনামুল হক। ব্যক্তিগত ৯৫ রানে আউট ...

কাঠমাণ্ডুতে সার্ক শীর্ষ সম্মেলন শুরু

নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় নেপালের রাষ্ট্রীয় সভাগৃহ সিটি হলে সার্কের সদস্য দেশসমূহের সরকার প্রধানদের পক্ষে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। এর আগে মালদ্বীপের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ ইয়ামীন সূচনা বক্তব্য দেন। পরে নেপালের প্রধানমন্ত্রীকে আহ্বান জানান প্রদীপ জ্বালানোর জন্য। এর পরই নেপালের প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে স্বাগত বক্তব্য দেন। ২০১১ সালের নভেম্বরে মালদ্বীপের আদ্দু দ্বীপে সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলনের তিন বছর পর আজ আবারও সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ সুবাদে দক্ষিণ এশিয়ার ১৭০ কোটি মানুষের কল্যাণের লক্ষ্যে আজ সকালে কাঠমাণ্ডুর সিটি হলে একমঞ্চে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল ...

মেসির হ্যাটট্রিকে বার্সার জয়

বার্সেলোনার জয়ের প্রতীক হয়ে ওঠা আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আবারও জয় উপহার দিলেন। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ৪-০ গোলে এ্যাপোয়েলকে হারিয়েছে মেসির বার্সেলোনা। চার ম্যাচের তিনটিতে জিতে আগেই নক আউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। ম্যাচে বার্সা অধিনায়ক লিওনেল মেসি হ্যাটট্রিক করেন। ৩৮তম মিনিটে রাফিনার বাড়ানো বল ডান পায়ের টোকায় দিক পাল্টে জালে ঠেলে দেন আর্জেন্টিনা অধিনায়ক। ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বার্সেলোনার সহজ জয় নিশ্চিত করেন মেসি। দানি আলভেস ডি বক্সের ভেতরে থাকা মেসিকে নিখুঁত পাস দিয়েছিলেন। ডান পায়ের আলতো টোকায় এগিয়ে আসা গোলরক্ষককে ফাঁকি দেন বার্সেলোনা অধিনায়ক। ম্যাচের ৮৭তম মিনিটে অনন্য হ্যাটট্রিকটি পূর্ণ করেন মেসি। বাঁ দিকে থেকে পেদ্রোর পাসে আবারও ডান পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন ফাঁকায় দাড়িয়ে থাকা ...