Daily Archives: November 4, 2014

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমিকদের আসার প্রক্রিয়া আরো সহজতর করার লক্ষ্যে ঢাকায় আরব আমিরাত দূতাবাসে একজন লেবার অ্যাটাচে নিয়োগ দেয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে একথা বলেন।আবুধাবির সেন্ট রেগিস হোটেলে রোববার দুপুরে এই দ্বিপাক্ষিক বেঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, “বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে আরব আমিরাতের দূতাবাসে ...

আসছে নতুন বছরে মোট ২৩ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে ২০১৫ সালের সরকারি ছুটির এই তালিকা অনুমোদন করা হয়।  এই ২৩ দিনের ছুটির মধ্যে ১২ দিনই থাকছে শুক্র ও শনিবার। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, “সাধারণ ছুটি থাকবে ১৫ দিন। এর মধ্যে ৯ দিন সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। নিট ছুটি হচ্ছে ৬ দিন।” এর বাইরে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে ৮ দিন, যাতে শুক্র বা শনিবার পড়বে ৩ দিন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলা পঞ্জিকা, ধর্ম মন্ত্রণালয়, আবহাওয়া অধিদপ্তর এবং চলতি বছরের ছুটির তালিকা হিসাব করেই নতুন বছরের জন্য ছুটির এ তালিকা করা হয়। চলতি ২০১৪ সালের তালিকা অনুযায়ী সরকারি ছুটি রয়েছে মোট ২২ দিন। নিয়ম অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তিন দিন ঐচ্ছিক ছুটি ...

মেসিকে এনরিকের পরামর্শ, ইনজেকশন নয়!

এল ক্লাসিকো খেলার আগে লিওনেল মেসি পুরোপুরি সুস্থ ছিলেন কি, স্প্যানিশ মিডিয়ার আকাশে-বাতাসে এখন এই গুঞ্জরণ। বিষেশত রিয়াল মাদ্রিদের বিপক্ষে এমএলটেনের খেলা দেখে এই প্রশ্নটা বারবার উঁকি দিচ্ছে সন্দেহবাদীদের মনে। অবশ্য বার্সেলোনা ফুটবল ক্লাব বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে বার্সার স্প্যানিশ কোচ লুইস এনরিকে কিছু খোলাসা না করেও, ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছেন। মেসিসহ তার বাকি খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন ব্যথা প্রশমনে ইনজেকশন নয়। কারণ, অনেকে বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামার আগে নাকি ইনজেকশন নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। মঙ্গলবার এক সাক্ষাৎকারে সাবেক রোমা কোচ স্বীকার করেন মেসি অ্যাঙ্কেলের চোট সমস্যায় ভুগছে। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণভাবে চিকিৎসক ও খেলোয়াড়দের বিষয়। তবে আমার পরামর্শ ইনজেকশন পরিহার করা। আরেকটি বিষয় খোলাসা করা উচিত। সেটা হলো, ...

মৌলভীবাজারে বিওএসকেইউ’র বিশেষ সভা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :মৌলভীবাজারে বিওএসকেইউ (বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন) এর বিশেষ সভা ও পরিচয় পত্র হস্থান্তর অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল ৩টায়। বিওএসকেইউ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক  শ. ই. সরকার জবলুর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মশাহিদ আহমদে’র পরিচালনায় উক্ত বিশেষ সভা ও পরিচয় পত্র হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বকসী ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন- লেখক, গবেষক, সাংবাদিক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক পাতাকুঁড়ির দেশ পত্রিকার সম্পাদক এড. নুরুল ইসলাম শেফুল, বিওএসকেইউ মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা) মৌলভীবাজার জেলা শাখার ...

মারাদোনার বিরুদ্ধে বান্ধবীকে মারার অভিযোগ

মাঝে মধ্যেই উল্টো-পাল্টা কাজ করে খবরের শিরোনাম হওয়া দিয়েগো মারাদোনার বিরুদ্ধে এবার বান্ধবীর গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে প্রচারিত ৩০ সেকেন্ডের একটি ভিডিওতে মারাদোনাকে ফোনে ভিডিও করতে থাকা বান্ধবী রোসিও অলিভিয়ার কাছে এসে হাত তুলতে দেখা যায়। তবে মারাদোনার দাবি, তিনি তার বান্ধবীর গায়ে নয়, ফোনে মেরেছেন। ভিডিওতে মারাদোনাকে বলতে শোনা যায়, ‘এখনও তুমি তোমার ফোন দেখছো?’ এরপরই অলিভিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কি এটা দেখতে পারি না?’ তারপরেই মারাদোনা দুই বার তার ডান হাত তোলে। ওই সময় অলিভিয়া বলতে থাকে, ‘থামো দিয়েগো, শান্ত হও, আঘাত করা বন্ধ করো।” ভিডিওটি প্রচার হওয়ার পর আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি এক সাংবাদিককে বলেন, “আমি ফোনটাকে ছুড়ে ফেলে দেই, কিন্তু কসম খেয়ে বলছি, আমি কখনই কোনো মেয়েকে ...

‘ভারতের হয়ে খেলার সুযোগ আর পাবো না’

ক্যান্সার জয় করার পর আবার ক্রিকেটে ফিরে এসেছেন বেশ অনেক দিন হলো। দেশের জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলে ফেললেও দর্শকদের কাছে সেই পুরনো যুবরাজ সিং কিন্তু মিসিং। যুবরাজ নিজেও তেমনটাই মনে করেন। তার মনে হচ্ছে, নিজের সেই সেরা ফর্মটা যেন আর তার নেই। বয়স বাড়তে থাকায় শরীরটাও আর তেমন ফিট নেই। নিজেকে প্রমাণ করারও হয়তো আর বেশি সুযোগ তিনি পাবেন না। তাই ভারতের হয়ে শেষ ম্যাচটাও হয়তো খেলা হয়ে গেছে তার। দোর্দণ্ড প্রতাপ সেই যুবি যেন এখন নিজেকে নিয়ে কেমন একটা নেগেটিভ চিন্তাভাবনায় ডুবে রয়েছেন। আর ৩ মাস পরই অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে শুরু বিশ্বকাপ। সেখানে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন টিমের অন্যতম নায়ক বিশ্বকাপ দলেই নিজের সুযোগ পাওয়ার বিষয় ঘোরতর অনিশ্চিত। যুবি নিজেই বলেছেন, আমি ...

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

সিলেট: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় সীমান্তবর্তী বাংলাদেশ সীমানার ১৩২৯নং মেইন পিলারের অভ্যন্তরে প্রবেশ করে রোববার  আব্দুল খালিক (২০) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় অস্ত্রধারী খাসিয়ারা। নিহত আব্দুল খালিকের লাশ বর্তমানে ভারতের সীমান্ত রক্ষী লামাছাকী বিএসএফ ক্যাম্পের হেফাজতে রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন। লাশ হস্তান্তর নিয়ে সোমবার সীমান্তের ১৩২৯নং মেইন পিলারের পাশে বিএসএফ ও বিজিবি জোয়ানদের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতীয় পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের পক্ষে কোম্পানি কমান্ডার এসি ইয়াদব এবং বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন ডনা ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মামুনুর রশিদ। জানা যায়, ভারতীয় বিএসএফ আইনী প্রক্রিয়া শেষে নিহত আব্দুল খালিকের লাশ ডনা বিজিবি ক্যাম্পের জোয়ানদের কাছে হস্তান্তর করবে ...

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা ৫ জেএমবি সদস্যের আদালতে হাজিরা

হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের ছেলে জেএমবি’র আইটি বিশেষজ্ঞ এএইচএম শামীমসহ ৫ আসামীকে আদালতে হাজির করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় তাদেরকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালে-২ এর বিচারক মোঃ হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। তবে জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানকে হাজির না করায় সাক্ষ্য গ্রহণ করেননি আদালত। আদালতে হাজির আসামীরা হলো জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের ছেলে এএইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন ওরফে সালেহীন। মামলার পরবর্তী তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৫ ধার্য্য করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশের ন্যায় হবিগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ ৫টি স্থানে একযোগে সিরিজ বোমা ...

দুই জেলায় ৭ কারখানাকে ১ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা

পরিবেশ, প্রতিবেশ ও জলজ জীববৈচিত্র্যের ক্ষতি সাধনের অভিযোগে গাজীপুর এবং নারায়ণগঞ্জের সাতটি কারখানাকে সোমবার ১ কোটি ৫৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। সংবাদদাতাদের পাঠানো খবর-   গাজীপুর : পরিবেশদূষণের দায়ে গাজীপুর জেলার চারটি ডায়িং ও ওয়াশিং কারখানাকে ১ কোটি ২৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট উইং। পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, তাদের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর নদী এবং বায়ুদূষণের দায়ে গাজীপুর জেলার চারটি ডায়িং ও ওয়াশিং কারখানার মালিক এবং প্রতিনিধিকে অধিদফতরের এনফোর্সমেন্ট উইংয়ে তলব করে শুনানি গ্রহণ করেন। পরে গাজীপুর জেলার পূর্বাণী নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ৬৪ লাখ টাকা, উত্তরা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ২৩ লাখ, মনট্রিমস লিমিটেডকে ৫ লাখ এবং টাওয়েল ...

বাংলাদেশ থেকে আলু নিতে চায় ভারত

এবার বাংলাদেশ থেকে আলু নিতে আগ্রহ প্রকাশ করেছে ভারত। আগামী আলুর মৌসুমে দেড় থেকে দুই লাখ টন আলু নিতে চায় তারা। ২৮ অক্টোবর ভারতীয় দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে চিঠি দিয়েছে। সোমবার আলু রফতানি সংক্রান্ত এ চিঠি কৃষি মন্ত্রণালয়ে পৌঁছে। বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় আলু রফতানি হচ্ছে। চলতি বছর রাশিয়ায় (টনপ্রতি প্রায় ২৮০ ডলার) এক লাখ ১৬ হাজার টন আলু রফতানি করা হয়। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক বলেন, বছরে প্রায় ৮৫ লাখ টন আলু উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ আলু উৎপাদনকারী শীর্ষ ১০ দেশের তালিকায় উঠেছে। আলু রফতানির নতুন নতুন বাজার তৈরি হলে কৃষকরা আলু চাষে লাভবান হবেন।

চার বাংলাদেশিসহ ১২ জঙ্গিকে ধরতে ভারতের পুরস্কার ঘোষণা

পশ্চিমবঙ্গের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজন ১২ জঙ্গিকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ। এদের মধ্যে চার জন বাংলাদেশি বলে ধারণা এনআইএ কর্মকর্তাদের। বর্ধমান বিস্ফোরণের ঘটনা তদন্তের দায়িত্বে থাকা এনআই গত শুক্রবার ১২ জনের তথ্য পেতে পুরস্কারের ঘোষণা দিয়ে ওয়েবসাইটে তাদের নাম, ভারতে অবস্থানের ঠিকানা এবং কারো কারো ছবি প্রকাশ করেছে। গত ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে ওই বিস্ফোরণে দুইজন নিহত হন, যারা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে ভারতীয় গোয়েন্দোদের সন্দেহ। ওই ঘটনায় গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা বলছেন, জেএমবি, ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) ও আল জিহাদের সমন্বয়ে ‘আন্তঃদেশীয় সন্ত্রাসী নেটওয়ার্ক’ গড়ে তোলা হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর বর্ধমান শাখার হোতা হিসেবে সাজিদ ...

মৃত্যুর তারিখ জানাবে মোবাইল অ্যাপস

বিচিত্র্য এই পৃথিবীতে কত কিছুই না সম্ভব । অসম্ভবকে প্রতিনিয়তই সম্ভব করে দিচ্ছে বিজ্ঞান । এবার তেমনিই একটি ঘটনা ঘটতে যাচ্ছে মোবাইল ফোনের অ্যাপসের মাধ্যমে । মানুষের মৃত্যুর তারিখ জানা যাবে সহজেই ।  সম্প্রতি নতুন এই মোবাইল অ্যাপটি সংযোজিত হয়েছে আইফোনে। এই অ্যাপের নাম ডেডলাইন। এটি আপনার আইফোনের হেল্থকিট টুলকে বিশ্লেষণ করে আপনাকে জানাবে আপনি কত দিন বেঁচে থাকবেন। আইফোনের হেল্থকিট টুল আপনার উচ্চতা, রক্তচাপ, ঘুমের পরিমাণ ও গোটা দিনে আপনার শারীরিক গতিবিধিকে রেকর্ড করে রাখে। ডেডলাইন অ্যাপ এই রেকর্ড ডাটাকে ব্যবহার করেই আপনির জীবনশৈলির সম্পর্কে কিছু উত্তরের ভিত্তিতে আপনার মৃত্যুর দিন নির্ধারণ করতে পারে। অ্যাপসের নির্মাতা গিস্ট এলএলসি অ্যাপেলের আইট্যুউন পেজে লিখেছেন, কোনও অ্যাপই আপনার মৃত্যুর দিন ও সময় একেবারেই সঠিক করে ...

বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা চিহ্নিত করা কঠিন

মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউস সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ব্যবস্থার সমস্য চিহ্নিত করা কঠিন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হাইওয়ের মতো। বিদ্যুৎ আসছে এবং বিভিন্ন জায়গায় নামানো হচ্ছে। দেখা যায় না। এখানে সমস্যা চিহ্নিত করা কঠিন। বিদ্যুৎ ব্যবস্থার সব কিছুই কম্পিউটারাইজড। বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা চিহ্নিত করা কঠিন। তিনি আরো বলেন, ‘ব্ল্যাক আউট’ উন্নত অনেক দেশেও হয়েছে। বহু দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু বাংলাদেশে ব্ল্যাক আউটের সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ভালোভাবেই দুর্যোগ কাটিয়ে উঠেছি।’ বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত এই সচিব আরও বলেন, ‘পাওয়ার সিস্টেমে প্রতি মিলি সেকেন্ডও রেকর্ড করা হয়। এ ব্যবস্থার কোথায় সমস্যা ছিল ...

১০টি হলে মুক্তি পাচ্ছে ‘হরিজন’(ট্রেইলার)

হরিজন সম্প্রদায়ের নানা অপ্রাপ্তির গল্প নিয়ে সরকারি অনুদানে নির্মিত হয়েছে ‘হরিজন’ সিনেমাটি। মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত সিনেমাটি শুক্রবার মুক্তি পাচ্ছে। মঞ্চের অভিনেতা সাখাওয়াত বেশ কয়েকটি টিভি নাটক নির্মাণের পর এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। সাখাওয়াত জানান, ১৯৯০ সাল থেকে তিনি হরিজন সম্প্রদায়ের কাহিনি নিয়ে একটি নাটক বা চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছিলেন। সে জন্য ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে, মিশেছেন হরিজনদের সঙ্গে। খুব কাছ থেকে দেখে এসেছেন তাদের না পাওয়াগুলো। তিনি বলেন, “হরিজন সম্প্রদায় নিয়ে সভ্য সমাজ খুব কমই জানে। শহরের সভ্যরা তাদের তো অস্পৃশ্য আর অছ্যুৎ মনে করছে। আমি তাদের সেই ভুল ধারণাটি ভাঙ্গতে চাই। তাদের জীবনধারা খুব সহজ সরল, খুব সহজেই ...

অ্যানাকোন্ডার লেজ টেনে বিপাকে ব্রাজিলিয়ান

দক্ষিণ আমেরিকার বিপজ্জনক সরিসৃপ অ্যানাকোন্ডা দেখলে কার না ভয় লাগে। এ সাপ তার শিকারকে চূর্ণ করে তারপর গলাধঃকরণ করে। আর এ সাপেরই যদি লেজ টেনে ধরা হয় তাহলে কেমন হবে? সম্প্রতি এ কাজটিই করেছেন ব্রাজিলিয়ান এক ব্যক্তি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য টেলিগ্রাফ। বিশ্বের অন্যতম বড় এ সাপ মূলত বিষাক্ত নয়। তবে এর আকার এতই বিশাল যে তা যেকোনো ব্যক্তিকেই ভীত করার জন্য যথেষ্ট। এ সাপ নিয়ে বেশ কয়েকটি সিনেমাও করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ‌‌’অ্যানাকোন্ডা’। ব্রাজিলে সম্প্রতি তিন ব্যক্তি একটি নৌকায় করে যাওয়ার সময় এ সাপের দেখা পান এবং তাদের একজন সাপটির লেজ টেনে ধরেন। এ ঘটনাটি নৌকাতে থাকা তাদের এক সফরসঙ্গী ক্যামেরাবন্দি করেন। তবে এ বীরত্বপূর্ণ কাজ মোটেও সন্তুষ্ট করতে পারেনি ...

এবার পাহাড়ি তরুণীর সাজে আইটেম কন্যা প্রসূন

পাহাড়ি মেয়ের সাজে দর্শক মাতাতে এবার আইটেম গানে নাচলেন লাক্স তারকা মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ। এটাই প্রথমবারের মত কোনো চলচ্চিত্রের দৃশ্যে আইটেম গানে নিজেকে মেলে ধরলেন প্রসূন। আলভী আহমেদ পরিচালিত ‘ইউটার্ন’ চলচ্চিত্রে প্রসূন এর পারফর্ম করা এই আইটেম গানটির দৃশ্য ধারণ করা হয়েছে বান্দরবানে। এতে প্রসূনের সঙ্গে সহশিল্পী ছিলেন মিশা সওদাগর। একটি আদিবাসী গানের সঙ্গে নেচেছেন প্রসূন। গানটির বাংলা কথাগুলো অনেকটা এরকম ‘ফুল ফুটেছে ওই বনে, হুল ফুটেছে এই মনে’। বান্দরবানের আঞ্চলিক ভাষায় গানটি গেয়েছেন প্রয়াত জনপ্রিয় নাট্য ব্যক্তিত্ব খালেদ এবং জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক এর কন্যা জয়ীতা। উল্লেখ্য, ইউটার্ন চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছে ১০ অক্টোবর। ছবিটিতে আরও অভিনয় করেছেন- শিপন, সোনিয়া হোসেন, মৌটুসী বিশ্বাস, আইরিন, ইরফান সাজ্জাদ প্রমুখ।

থাইল্যান্ডে যাচ্ছে হবিগঞ্জের কুঁচিয়া

থাইল্যান্ডে যাচ্ছে হবিগঞ্জের কুঁচিয়া। শুধু থাইল্যান্ডই নয়, যাচ্ছে চীন হংকং ও জাপানেও। কুঁচিয়া রফতানি করে প্রতি বছর আয় হচ্ছে কোটি কোটি টাকা। হবিগঞ্জের হাওর ও পাহাড়ি এলাকার বিল, ডোবা, নদী, ছড়া, পুকুরসহ নানা জলাশয়ে বিপুল পরিমাণ কুঁচিয়া জন্মায়। কুঁচিয়া বাইন প্রজাতির মাছ। কুঁচিয়া শিকার করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষ। কিন্তু স্থানীয় বাজারে এর চাহিদা নেই। হবিগঞ্জের মানুষ কুঁচিয়া খায় না। জালে আটকা পড়লে অনেক জেলেরাই ছেড়ে দেন। তবে ওষুধ হিসেবে কেউ কেউ খেয়েও থাকেন। চা শ্রমিক ও সনাতন ধর্মাবলম্বী কিছু লোক বাইন মাছের মতই রান্না করে কুঁচিয়া খান। শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের লোকনাথ মৎস্য আড়তের মালিক নারদ চন্দ্র সরকার জানান, চুনারুঘাট, বানিয়াচং, আজমিরীগঞ্জ, লাখাই, নবীগঞ্জ, মাধবপুর উপজেলার হাওর ও পাহাড়ি এলাকায় ...

পানির নিচেও চলবে গাড়ি

পানির নিচেও চলবে গাড়ি। 'সাবমেরিন স্পোর্টস কার' নামের এ নতুন ডুবোগাড়ি বাজারে আনছে হ্যামশার ক্লেমার। কিছুদিন আগে জানা গিয়েছিল উড়ন্ত গাড়ির কথা। এ গাড়ি রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তেও সক্ষম। তবে এবার এ ডুবোগাড়ি চমকে দিয়েছে সবাইকে। জেমস বন্ডের ছবি 'দ্য স্পাই হু লাভস মি' থেকে অনুপ্রাণিত হয়ে গাড়িটি তৈরি করা হয়েছে বলে জানায় হ্যামশার ক্লেমার নামের সংস্থাটি। বৈদ্যুতিক মোটরচালিত এ গাড়িটি রাস্তায় চলার পাশাপাশি জলের তলায় ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে চলতে সক্ষম। গাড়িটির দাম ২০ লাখ মার্কিন ডলার। সূত্র : ডেইলি মেইল