বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা চিহ্নিত করা কঠিন

মঙ্গলবার দুপুরে জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান করতে কুষ্টিয়ার ভেড়ামারায় বাংলাদেশ ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) ড. আহমেদ কায়কাউস সাংবাদিকদের জানান, বিদ্যুৎ ব্যবস্থার সমস্য চিহ্নিত করা কঠিন। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হাইওয়ের মতো। বিদ্যুৎ আসছে এবং বিভিন্ন জায়গায় নামানো হচ্ছে। দেখা যায় না। এখানে সমস্যা চিহ্নিত করা কঠিন। বিদ্যুৎ ব্যবস্থার সব কিছুই কম্পিউটারাইজড। বিদ্যুৎ ব্যবস্থার সমস্যা চিহ্নিত করা কঠিন।

তিনি আরো বলেন, ‘ব্ল্যাক আউট’ উন্নত অনেক দেশেও হয়েছে। বহু দুর্ঘটনাও ঘটেছে। কিন্তু বাংলাদেশে ব্ল্যাক আউটের সময় কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা ভালোভাবেই দুর্যোগ কাটিয়ে উঠেছি।’

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত এই সচিব আরও বলেন, ‘পাওয়ার সিস্টেমে প্রতি মিলি সেকেন্ডও রেকর্ড করা হয়। এ ব্যবস্থার কোথায় সমস্যা ছিল তা খতিয়ে দেখতেই আমরা উপকেন্দ্র এসেছি। শুধু এখানে নয় বিদ্যুৎ উৎপাদন, বিতরণ এবং সঞ্চালনের কাজ করে বিদ্যুৎ বিভাগ। তিন জায়গাতেই আমরা তদন্ত করবো।’

এটা নাশকতা না দুর্ঘটনা এমন প্রশ্নের জবাবে তদন্ত কমিটির প্রধান বলেন, ‘সব বিষয়ই সরকার শক্তভাবে মোকাবিলা করছে।’

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *