Daily Archives: November 25, 2014

সিসিক কাউন্সিলরদের দুই ঘণ্টা কর্মবিরতি

সিলেট প্রতিনিধি:সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে কাউন্সিলররা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সিসিক কাউন্সিলরা। সিটি কাউন্সিলর ও কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে কাউন্সিলরা নগর ভবনের প্রধান ফটকে অবস্থান করেন। পরে তারা নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করলে তারাও সবধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন। ফলে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ থাকায় অচল হয়ে পড়ে। কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন— ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিক মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ড ...

কারাগারে লতিফ সিদ্দিকী

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের মামলায় মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে তাকে হাজির করা হলে লতিফ সিদ্দিকী জামিন আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার দুপুর  দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হয়। এডভোকেট এ এন এম আবেদ রেজার দায়ের করা রমনা থানার মামলার শুনানিতে হাকিম বলেন, ‘যেহেতু আসামি জামিন আবেদন করেননি, সেহেতু তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হলো।’ গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ্ব, মহানবী (স.) ও তাবলীগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেন। বাংলাদেশের গণমাধ্যমে তার ...

সিকৃবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

সিলেট প্রতিনিধি:সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদে স্নাতক (সম্মান) কোর্সে লেভেল-১ সেমিস্টার-১ এর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে। আগামী ১৯ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর শনিবার বেলা ২টায় থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর মধ্যে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড (DBBL) মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন করতে হবে। ২১ ডিসেম্বর ২০১৪ রোজ রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sau.ac.bd) ফলপ্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে বিভিন্ন অনুষদে ভর্তি করা হবে। আসন খালি থাকার শর্তে অপেক্ষমান তালিকা থেকে ২৮ ডিসেম্বর, রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ জানুয়ারি ...

তাহিরপুরে ভারতীয় বিড়ি জব্দ

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১০ হাজার প্যাকেট ভারতীয় নাসির উদ্দিন বিড়ি ও একটি ইঞ্জিন নৌকা জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মাটিয়াইন গ্রাম সংলগ্ন মাটিয়াইন হাওড় এলাকা থেকে এসব বিড়ি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এলাকাবাসী জানান, পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক সন্ত্রাসীর ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ও শ্রীপুর বাজারে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, নাসির উদ্দিন বিড়িসহ ভারতীয় বিভিন্ন পণ্য মজুদ রেখে অবাধে রমরমা ব্যবসা চালিয়ে আসছে। ওই চক্রটি একাধিকবার মাদকের চালান নিয়ে পুলিশ বিজিবি ও ভ্রাম্যমাণ আদালতের হাতে ধরা পড়লেও কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে বর্তমানে অনেকটা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে এ অবৈধ ব্যবসা। তাহিরপুর থানার ...

আরও ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের আরও দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- হুসাইন মো. সাগর ও জিয়াউর রহমান। তাঁরা দুজনই সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। পুলিশের উপর হামলা ও পুলিশের দায়িত্ব পালনে বাধা দেয়ার মামলায় তাঁদের আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান জানান। তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ৩২ জন, শাবি প্রশাসনের মামলায় ২২ জন এবং হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় চার মামলায় ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান।

মৌলভীবাজারে ২ জনের কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার শহরের আদালত এলাকায় প্রকাশ্যে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের ওষুধ বিক্রির অভিযোগে দুইজনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- শ্রীমঙ্গল উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মো. সাইফুল ইসলাম (৫০) ও রাজনগর উপজেলার মনসুরনগর এলাকার মো. শাহেদ মিয়া (৪৮)। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ জানান, প্রকাশ্যে আদালত এলাকায় বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারা মোতাবেক সাইফুল ইসলামকে দেড় বছর ও শাহেদ মিয়াকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে আদালত এলাকায় অবৈধ ওষুধ বিক্রি করে আসছিলেন।

চুনারুঘাটে পলাতক আসামী গ্রেফতার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা রাণীগাঁও ইউনিয়নের  পলাতক আসামী সিএজি চালক জামাল মিয়া(৪০) গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকাল ৮টায় দিকে দক্ষিণ রাণীগাও ঠিকাদার বাড়ি থেকে গ্রেফতার করে। ওই গ্রামে তোবারক উল্লার ছেলে জামাল মিয়া গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পুলিশ জানায়,জামাল মিয়ার বিরুদ্ধে বন মামলা,নারী শিশু মামলাসহ জড়িত রয়েছে পুলিশ জানায়। পরে দুপুর ১২টায় দিকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে।

সৌদি রেস্টুরেন্টে নারী নিষিদ্ধ!

সৌদি আরব প্রতিনিধি: শিরোনাম ঠিকই আছে। রেস্টুরেন্টে নারীরা নিষিদ্ধ, তবে একা। সহজে বললে, সৌদি আরবের রেস্টুরেন্টগুলোতে একা কোনো নারী ঢুকতে পারবেন না। মানে কোনো পুরুষের সঙ্গে যেতে হবে তাদের। সম্প্রতি সেদেশের রেস্টুরেন্ট মালিকরা এমন নিয়মই চালু করেছেন। তবে কোনো কোনো রেস্টুরেন্ট আবার এক কাঠি উপরে। তারা সরাসরি ‘ওমেন নট অ্যালাউ’ অর্থাৎ একেবারেই নারীদের নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড ঝুলিয়ে। কারণ হিসেবে রেস্টুরেন্ট মালিকরা মেয়েদের অস্বাভাবিক আচরণ, উচ্চৈঃস্বরে কথা বলা, মোবাইল ফোন ব্যবহারসহ নানা বিষয়কে সামনে আনছেন। শোনা যাক এক রেস্টুরেন্টের মালিকের মুখেই, প্রায় সময়ই নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ান নারীরা। এসব থেকে মুক্তি পেতেই সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে রেস্টুরেন্টে নারী নিষিদ্ধের এ নিয়মটি একেবারেই মানবাধিকার বিরোধী সিদ্ধান্ত বলে দাবি করছেন সৌদি আরবের ন্যাশনাল সোসাইটি ...

বাহুবলে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার শংকরপুর কাশিপুর গ্রামের নিকটবর্তী হওড়ে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্র জানায়, বাহুবল উপজেলার দুয়াইন্যা প্রকাশিত এ্যাইন্যা বিলটি প্রশাসন চলতি সনে লিজ প্রদান করে স্থানীয় ইজ্জতপুর করাঙ্গী সমবায় সমিতিকে। উক্ত সমিতি বিলটি লীজ গ্রহণের পর স্থানীয় আলাপুর মসজিদ কমিটিকে সাব-লীজ প্রদান করে। অপরদিকে, পার্শ্ববর্তী শংকরপুর ও আশপাশের গ্রামবাসীর দাবি উক্ত বিলগুলো যুগের পর যুগ ধরে উন্মুক্ত অবস্থায় উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন মাছ ধরে আসছে। সম্প্রতি কথিপয় স্বার্থপর লোক অন্যায় ভাবে বিলটি দখল করে ...

ছেলের হাতে মা খুন

মোঃ কামরুল ইসলাম ॥ চুনারুঘাট উপজেলার তারাসুল গ্রামে জমি সংক্রান্ত বিরুধ নিয়ে ছেলের উপর্যপরি কাচির আঘাতে গর্ভধারিনী মা আঘাতে মা হালিমা ভানু (৬০) খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তারাসুল গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মিরাশী গ্রামের হালিমা ভানু সঙ্গে পারিবারিক জমির ভাগভাটোয়ার নিয়ে তার ছেলে সফিক মিয়ার সাথে বিরোধ চলে আসছিল। সফিকের একাধিক নির্যাতনের ঘটনা স্থানীয় বাসিন্দা, চেয়ারম্যান ও ইউপি সদস্যদের জানা রয়েছে। সম্প্রতি ছেলে শফিকের মারমুখি অত্যাচার ও প্রানাশের হুমকির ভয়ে হালিমা ভানু একই উপজেলার রাজাকোনা গ্রামের দুরসর্ম্পকীয় এক আত্মীয় বাড়িতের আশ্রয় নেয়। গতকাল শীতের কাপড় চোপর নিয়ে আসার জন্য বাড়িতে যান। প্রতিমধ্যে ছেলে শফিকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়। জমি না পাওয়ার রাগ-ােভে শফিক হাতে থাকা ...

চুনারুঘাটে ছেলের হাতে মা খুন

চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তারাসুল গ্রামে ছেলে সফিক মিয়ার (৩২) কাঁচির আঘাতে মা হালিমা ভানু (৬০) খুন হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারাসুল গ্রামে  এ ঘটনা ঘটে। নিহত হালিমা ভানু চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের মিরাশী গ্রামের মহরম আলী ওরপে ডুপি লাগাউরার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাশী গ্রামের হালিমা বেগমের সঙ্গে পারিবারিক জমি নিয়ে তার ছেলে সফিক মিয়ার পূর্ববিরোধ ছিল। সফিকের নির্যাতন থেকে বাঁচতে হালিমা সাত দিন আগে একই উপজেলার রাজাকোণা গ্রামে দূরসম্পর্কের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে ছিলেন। সকালে তিনি বাড়িতে ফিরে আসার পথে বাড়ির প্রায় ১ কিলোমিটার দূরে তারাসুল গ্রামে ছেলে সফিকের সঙ্গে তার দেখা হয়। এ সময় সফিক তার হাতে থাকা ধান কাটার কাঁচি দিয়ে মায়ের পেটে কোপ দেন। এতে ঘটনাস্থলেই হালিমা ...