সিসিক কাউন্সিলরদের দুই ঘণ্টা কর্মবিরতি

সিলেট প্রতিনিধি:সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিট থেকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাম প্রত্যাহারের দাবিতে কাউন্সিলররা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

পক্ষকালব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন সিসিক কাউন্সিলরা। সিটি কাউন্সিলর ও কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি চলাকালে কাউন্সিলরা নগর ভবনের প্রধান ফটকে অবস্থান করেন।

পরে তারা নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করলে তারাও সবধরনের কার্যক্রম থেকে বিরত থাকেন। ফলে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ থাকায় অচল হয়ে পড়ে।

কর্মবিরতি চলাকালে উপস্থিত ছিলেন— ১নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ২নং ওয়ার্ড কাউন্সিলর রাজিক মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ১০নং ওয়ার্ড কাউন্সিলর এ্যাডভোকেট ছালেহ আহমদ চৌধুরী, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মুহিত জাবেদ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসেন সজীব, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর দিনার খান হাসু, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল আহমদ রিপন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, সংরক্ষিত ৪ আসনের কাউন্সিলর আমেনা বেগম রুমি, সংরক্ষিত ৫ আসনের কাউন্সিলর দিবা রানী দে, সংরক্ষিত ৮ আসনের কাউন্সিলর সালেহা কবীর শেপী, সংরক্ষিত ৯ আসনের কাউন্সিলর এ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *