Daily Archives: November 23, 2014

বাহুবলে শিবিরের বিক্ষোভ মিছিল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য এবং বিসিএসকে দলীয়করণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হবিগঞ্জের বাহুবল উপজেলা ইসলামী ছাত্রশিবির । রবিবার মাগরিব বাদ মিরপুর বাজারে মিছিলটি মিরপুর মসজিদ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর চৌমুহনীতে এসে সমাবেশে মিলিত হয়। বাহুবল উপজেলা শিবিরের সভাপতি আজহারুল ইসলাম মোয়াজের সভাপতিত্বে সেক্রেটারী শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি মির জমিলুন্নবী ফয়সল। বিশেষ অতিথি ছিলেন বাহুবল উপজেলা জামায়াতের সভাপতি কাজী আব্দুর রউফ বাহার, সেক্রেটারী অ্যাডভোকেট জালাল উদ্দিন আখঞ্জী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হোসাইন মোহাম্মদ শামীম, জামায়াতের রুকন আব্দুল আহাদ্ মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, অথ সম্পাদক মাহমুদ, মিরপুর ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান, আলিফ সোবহান ...

নবীগঞ্জের পাহাড়ের রহস্যময় কালোপাথর

এটিএম সালাম,নবীগঞ্জ (হবিগঞ্জ): ৩৬০ আউলিযার পুণ্যভুমি বৃহত্তর সিলেটের এক কোণে অবস্থিত নবীর নামানুসারে ঐতিহ্যবাহী নবীগঞ্জ উপজেলা। অসংখ্য পীর,গাউস,কুতুব,আউলিয়া এবং বহু গুণীজনের জন্ম হয়েছিল এ উপজেলায়। পাশ্ববর্তী জেলা মৌলভীবাজারের সীমান্ত ঘেষে উপজেলার এক প্রান্তে অবস্থিত নবীগঞ্জের দিনারপুর পরগনা। অসংখ্য বাশ,গাছ ঘেরা এ পরগনার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট পূর্ব দেবপাড়া গ্রামে অবস্থিত সুউচ্চ একটি পাহাড়। এ পাহাড়ের দক্ষিনে রয়েছে আরো একটি উচু পাহাড় নাম মীর টিলা। এছাড়া উচু-নিচু আরো অনেক টিলা এখানে বিদ্যমান। এরমধ্যে সবচেয়ে উচুঁ পাহাড় হচ্ছে ‘কুড়িটিলা’। আর এ কুড়িটিলাতে অবস্থিত হাজার বছরের ইতিহাস,কালের স্বাক্ষী নিখুঁত এক কালো পাথর। রহস্যময় এ পাথরটি আজো উৎসুক মানুষের মনের খোরাক যোগায়। এ পাথরটিকে এক নজর দেখার জন্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ছুটে আসেন দিনারপুর ...