Daily Archives: November 24, 2014

বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বপাথ(সিলেট)প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছেন। সোমবার দুপুর আড়াইটায় উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক দেবানান্দ সিনহা। উপজেলা সদরের নতুন বাজারের রয়েল বেকারিকে ১৫ হাজার টাকা, ইলামিজ হোটেলকে তিন হাজার, আল-মদিনা রেস্টুরেন্টকে চার হাজার, আনন্দ মিষ্টি ঘরকে দুই হাজার, বিছমিল্লাহ হোটেলকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার আইন সংরক্ষণ অধিদফতর সিলেটের সহকারী পরিচালক এমদাদুল হক, বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মুক্তাকিম ও বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপন চন্দ্র সরকার।

এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সৌদি আরবের রিয়াদে গতকাল স্বস্থির বৃষ্টি হওয়াতে বদলে গেছে জীবন যাত্রা । অনেকদিন থেকে সৌদি আরবের রিয়াদে বৃষ্টি না হওয়াতে গত দুদিন আগে রিয়াদ জাতীয় মসজিদে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয় । তার দুদিন পরেই আজ হয়ে গেল এক ফোসলা বৃষ্টি , জন জীবনে ফিরে এসেছে সস্থি । যদিও অতি বৃষ্টির ফলে রাস্তায় গাড়ি , চলাচল তেমন ছিল না , কিছু কিছু জায়গাতে পানি জমে থাকতে দেখা যায় , অনেক জায়গাতে রাস্তার পাশের থাকা গাছ উপড়ে রাস্তায় পড়ে যান জোটের সৃষ্টি হয় ।শপিং মল, সহ ছোট বড় ব্যেবসা প্রতিষ্ঠান গুলি ছিল ক্রেতা শূন্য ।  

কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা কেন্দ্রের উদ্ধোধন

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে শিক্ষা বঞ্চিত শিশুদের শিশু শিক্ষায় আগ্রহী করে তুলার জন্য সোমবার সকাল ১১টায় রাজটিলা গ্রামে উদ্ধোধন করা হয় রাজটিলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের । এডুকেয়ার কেজি স্কুল এর চেয়ারম্যান ও সাপ্তাহিক দেশ ও মানুষ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  রাজটিলা প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শুভ উদ্ধোধন করেন বেসরকারী উন্নয়ন সংস্থা “নিজেরা শিখি” ঢাকা, এর নির্বাহী সচিব প্রফেসর সুরাইয়া সিদ্দিকি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংস্থার ইংল্যান্ড এর প্রতিনিধি লিটেল স্ট্যাপ বিগ ফিউচার এর ট্রাস্টি ডেবি রোজারস, নিজেরা শিখি এনজিও’র ভাইস চেয়ারম্যান ও ফাউন্ডার মেম্বার রেজিয়া সালাম, প্রোগ্রাম ম্যানেজার নিরঞ্জন সরকার, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোসাহিদ বক্স চৌধুরী, রেডিও পল্লীকণ্ঠ, মৌলভীবাজার এর সিনিয়র ...

লতিফকে গ্রেফতার করেই হবিগঞ্জে প্রধানমন্ত্রীকে পা দিতে হবে

আজিজুল হক সানু, বাহুবল (হবিগঞ্জ):বহিস্কৃত ও কুখ্যাত মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেই আগামী ২৯ নভেম্বর হবিগঞ্জের সমাবেশে প্রধানমন্ত্রীকে অংশ নিতে হবে। অন্যতায় সড়ক মহা-সড়ক অবরোধ সহ কঠোর সিদ্ধান্ত নিবে হবিগঞ্জের জনতা। এ রকম হুশিয়ারী উচ্চারণ ও গ্রেফতারের দাবী জানানো হয়েছে সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলা সদরে উপজেলা হেফাজত ইসলামের উদ্যেগে আয়োজিত প্রতিবাদ সভা থেকে। হেফাজতে ইসলাম বাহুবল শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে  ও কাসিমুল উলুম কওমী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিকের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল বারি আনসারী, মাওলানা আব্দুল বছির, মাওলানা রুহল আমীন কাশেমী, মাওলানা আব্দুল জলিল, আব্দুল নুর, আঃ আজাদ আজাদ, জয়নাল আবেদিন প্রমুখ।

ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ, ওসি (তদন্ত) আজমিরুজ্জামানসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় আরো ১০ জনকে আসামি করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদ বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ডেপুটি ম্যানাজার ইফতেখার সোয়াইব (৩৬), নির্বাহী আশরাফুল আলম (৩৭), সিকিউরিটি অফিসার মোশারফ হোসেন (৪০), সিকিউরিটি অফিসার এমদাদুল হক (৩৫), সিকিউরিটি সুপারভাইজার ফারুক হোসেন (৪০), প্রজেক্ট ম্যানেজার সাব্বির আহমেদ (৩৮), একাউন্টেন্ট কবির আহমেদ (৩৪), মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মধু মিয়া (৫০), রিপন মিয়া (৩২), আব্দাল মিয়া (৪০), মাধবপুর ...

হবিগঞ্জে গ্রেফতার ৪৫

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের ৯টি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৪৫ আসামিকে গ্রেফতার করেছে। রোববার রাত ১২টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৪২ ও নিয়মিত মামলার ৩ আসামি রয়েছে।

হবিগঞ্জে শিশু ছাত্রীকে ধর্ষণ, আজ সালিশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের কাটাখালী-জয়রামপুর গ্রামে কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেছে দুই লম্পট। মেয়েটির পারিবারিক সূত্র জানায়, গত শনিবার দুপুরে ওই গ্রামের আব্দুল হকের পুত্র অভি রহমান (১৮) ও তার সহযোগী আয়াত আলীর পুত্র কাজল মিয়া (১৭) মেয়েটিকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির শোর চিৎকারে এলাকার লোকজন এসে ধর্ষণের আলামত দেখতে পায়। পরবর্তীতে গ্রাম্য মাতব্বররা ঘটনাটি শালিসে নিষ্পত্তির জন্য মেয়েটির বাবার কাছে যান। মেয়েটির বাবা মান সম্মানের ভয়ে শালিসে সম্মতি দেন। এদিকে ধর্ষণের শিকার হয়ে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রবিবার সকালে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে এ খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল ...

একই নম্বরের দুটি অটোরিকশা জব্দ