ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ, ওসি (তদন্ত) আজমিরুজ্জামানসহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে গুলি বর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় স্থানীয় আরো ১০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদ বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকীর আদালতে এ মামলা দায়ের করেন।

মামলার অন্য আসামিরা হলেন- মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকার স্কয়ার টেক্সটাইল লিমিটেডের ডেপুটি ম্যানাজার ইফতেখার সোয়াইব (৩৬), নির্বাহী আশরাফুল আলম (৩৭), সিকিউরিটি অফিসার মোশারফ হোসেন (৪০), সিকিউরিটি অফিসার এমদাদুল হক (৩৫), সিকিউরিটি সুপারভাইজার ফারুক হোসেন (৪০), প্রজেক্ট ম্যানেজার সাব্বির আহমেদ (৩৮), একাউন্টেন্ট কবির আহমেদ (৩৪), মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মধু মিয়া (৫০), রিপন মিয়া (৩২), আব্দাল মিয়া (৪০), মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর হোসেন, আব্দুল আউয়াল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শেখ শিবলু, শাহেদ আলী এবং কনস্টেবল আওলাদ, সাইদুল, জাহাঙ্গীর, খায়রুল, রাশেদ, আব্দুল করিম, আব্দুল আলীম, নাসির ও হাসান।

মামলায় উল্লেখ করা হয়- আসামিরা একে অপরের যোগসাজসে ১৮ নভেম্বর দুপুর আড়াইটায় বাদীর মালিকানাধীন ভূমি দখলের চেষ্টা করেন। এতে বাধা দিলে মাধবপুর থানার ওসি আব্দুল বাছেদের নেতৃত্বে পুলিশের লোকজন মামলার সাক্ষীদের হত্যার উদ্দেশে শটগান দিয়ে গুলি করেন। এতে অনেক সাক্ষী গুলিবিদ্ধ হন।

ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান ছিদ্দিকী মামলাটি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্তের নির্দেশ দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *