Monthly Archives: December 2014

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৩০

নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ :হবিগঞ্জের নয়টি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২৬ জন ও নিয়মিত মামলার চারজন আসামি রয়েছেন।

বাহুবলে ছাত্রদলের দুই নেতার জামিন

হাফিজুর রহমান মাসুক, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবল উপজেলার ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শাহিন ও ছাত্রদল নেতা নজরুল ইসলামের জামিন মঞ্জুর করা হয়েছে। বুধবার বেলা আড়াইটায় হবিগঞ্জ আমল আদালত-৯এর বিচারক কামাল হোসাইন দুই নেতার জামিন আবেদন মঞ্জুর করেন। বিবাদী পক্ষের অ্যাডভোকেট রমিজ আলীর নেতৃত্বে জামিন আবেদনে উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি আশরাফুল বারী নোমান, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, অ্যাভোকেট শাসুর রহমান চৌধুরী প্রমূখ। উল্লেখ্য, গত সোমবার ২০ দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় শাহিন ও নজরুলকে আটক করে বাহুবল মডেল থানার পুলিশ। সোমবার রাতে থানার সেকেন্ড অফিসার খাইরুজ্জামান বাদী হয়ে বিএনপি ছাত্রদল যুবদল জামায়াত শিবিরের ২১ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। অঞ্জাত রাখে আরও ৫০/৬০ জন। পুলিশ এসল্ট মামলা করায় ২০ দলের নেতাকর্মীরা গা ...

চুনারুঘাটে প্রত্যয় সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প

খন্দকার আলাউদ্দিন ॥ চুনারুঘাট উপজেলা সটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামে ‘প্রত্যয়’ মানব কল্যাণমূলক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত ৮৫ জন গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন ও ১০০ জন রোগীকে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরীা করানো হয়। বীর মুক্তিযোদ্ধা আঃ মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত বিতরন ও ফি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন সাটিয়াজুরী ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার, ইউপি সদস্য জহুর আলী, বিশিষ্ঠ মুরব্বি আলহাজ মিয়া, সাটিয়াজুরী ...

বর্নিও দ্বীপের উপকূলে ভাসছে বিমান যাত্রীদের মরদেহ

১৬২ আরোহী নিয়ে নিখোঁজ এয়ার এশিয়ার যাত্রীবাহী বিমান কিউজেড ৮৫০১ এর কয়েকজন যাত্রীর মরদেহ জাসভা সাগরের বর্নিও দ্বীপের উপকূলে পাওয়ার কথা জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর রয়টার্সের। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ও উদ্ধার বিভাগের পরিচালক এসবি সুপ্রিয়াদি বলেছেন, মরদেহগুলো এখনো অক্ষত রয়েছে। নৌবাহিনীর একটি জাহাজে করে এগুলো নিয়ে আসা হচ্ছে। ভাসমান মরদেহের ছবি টেলিভিশন চ্যানেলে দেখানো হচ্ছে। হতভাগ্য যাত্রীদের স্বজনরা সুরাবায়া বিমানবন্দরের ক্রাইসিস সেন্টারে সমবেত হচ্ছেন। তাদেরকে কান্না করতে দেখা গেছে। অনেকে মাথায় হাত দিয়ে কাঁদছেন। জাভা সাগরে যেসব ভাসমনা বস্তু সনাক্ত করা হয় তার মধ্যে মরদেহ, লাগেজ ও লাইফ ভেস্ট রয়েছে। ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর ফার্স্ট লেফটেন্যান্ট টি উইবোয়ো বলেছেন, তিনি ৯৫% নিশ্চিত যে ধ্বংসাবশেষগুলো নিখোঁজ বিমানের। নৌবাহিনী কর্মকর্তা মানাহান সিমোরাঙকিংর টিভিওয়ানকে বলেন, ...

বাহুবলে স্কুল ছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইউপি চেয়ারম্যানের দেয়া জন্ম নিবন্ধন সনদে স্কুলছাত্রীর বাল্য বিয়ে সম্পন্ন হওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এমনকি স্কুলছাত্রীর ওই বিয়েতে বরের হাতে যৌতুক বাবদ দেয়া হয়েছে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া জেডিসি পরিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তিকালীন জন্ম নিবন্ধন সনদ থাকলেও বিয়ে উপলেক্ষ্যে ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মত্তাচ্ছির মিয়া উৎকুচের বিনিময়ে দ্বিতীয় দফায় নয়া নিবন্ধন সনদ ইস্যু করেন। ওই সনদে স্থানীয় ইউপি সদস্যের অনুমোদন বা স্বাক্ষর না থাকলেও চেয়ারম্যান অসদুপায়ের মাধ্যমে তা সম্পাদন করেন। জানা যায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খোজার গাঁও গ্রামের মোঃ রমজান আলীর কন্যা ও মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের জেডিসি পরিক্ষার্থী শিল্পী আক্তার (১৫) কে বিয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়। কিন্তু বিদ্যালয়ে দাখিলকূত জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার প্রকৃত জন্ম তারিখ ০১/০২/১৯৯৯ ...

প্যানেল মেয়র-২ কে দায়িত্ব দিলেন আরিফ

নিজস্ব প্রতিনিধি, সিলেট: ভারপ্রাপ্ত মেয়র নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছেনা সিলেট সিটি করপোরেশনের। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে যাওয়ায় আগেই সিটি করপোরেশনের আইন লঙ্ঘন করে প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব হস্তান্তর করা নিয়ে আবারো বিতর্কের সৃষ্টি হয়েছে। শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় মেয়র আরিফুল হক চৌধুরী মঙ্গলবার সকালে হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এদিকে, সোমবার রাতেই মেয়র আরিফ জামিন না পাওয়ার বিষয়টি আঁচ করতে পেরে তার অনুপস্থিতিতে প্যানেল মেয়র-২ সালেহ আহমদ চৌধুরী ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন মর্মে একটি চিঠি ইস্যু করেন। আর এতে করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। সিটি করপোরেশনের বিদ্যমান আইন অনুযায়ী মেয়রের অনুপস্থিতিতে প্যানেলের ...

চুনারুঘাটে ধর্ষন চেষ্টায় যুবকের কারাদন্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পারকুল বস্তিতে এক যুবতীকে ধর্ষনের চেষ্টায় এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত দুইটার দিকে একই বস্তির এক যুবতীকে ধর্ষনের চেষ্টা করলে সবিনয় তাতীর পুত্র সুজন তাতী (২০) কে আটক করে পুলিশ। চুনারুঘাট থানার এস আই খন্দকার আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ সুজন তাতীর বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

চুনারুঘাটে জেএসসি ও জেডিসিতে জিপিএ ৫- ৯৮টি

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৯৮ শিক্ষার্থী জিপিএ-৫পেয়েছে। জেএসসি পরীক্ষায় ৩হাজার ১শ ৫৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ৭৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । চুনারুঘাট পৌর শহরের পশ্চিম পাকুরিয়া গ্রামের ডিসিপি হাই স্কুল থেকে সর্বাধিক ২৮জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার শতকরা ৯১.৭৩। এ দিকে জেডিসি পরীক্ষায় ৯৬৮জন শিক্ষার্থী অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ২১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৭.৭২

৬০ মন মাছসহ ছিনতাইকারী আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক মৎস ব্যবসায়ী ও মৎস খামার ইজারাদারের ৬০ মন মাছ লুট করার চেষ্টা করে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ। ঘটনাস্থল থেকে মাছ ও জাল সমেত একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের শিরিকান্দি গ্রামের মৃত আঃ করিমের পুত্র আঃ হক মাস্টারের বসতবাড়ী সংলগ্ন পুকুর পাঁচ বছরের জন্য তিন লক্ষ টাকায় ভাড়া নেন। উপজেলার উবাহাটা ইউনিয়নে মোঃ রমিজ আলীর পুত্র মোঃ আরজু মিয়া। উক্ত পুকুরে এক বছর ধরে চাষ করা মাছ বিক্রি করার জন্য মঙ্গলবার ভোরে ৬০ মন মাছ তুলেন। মাছ তোলার পর সকাল ৭টার দিকে একদল সন্ত্রাসী জোরপূর্বক মাছগুলো লুট করে গাড়ীতে তুলে নেয়। এসময় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র সস্ত্র সহ লুট পাটের সময় ইজারাদার আরজু মিয়া(৪৫) ...

জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল চলছে

যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদন্ডের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী প্রথম দিনের হরতাল শুরু হয়েছে। বুধবার সকাল ৬ টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত তাদের এ হরতাল চলবে। মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে শান্তিপূর্ণভাবে হরতাল সফল করে তোলার জন্য জামায়াতের সকল শাখা, কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণী-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি আহবান জানিয়েছেন। এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ী হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে জামায়াত। এদিকে জামায়াতের ডাকা দুই দিনের হরতালে নৈতিক সমর্থন দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। মঙ্গলবার দলের সভাপতি শফিউল আলম প্রধান এক বিবৃতিতে এ সমর্থনের কথা জানান। জামায়াতের ...

চুনারুঘাটে শিবির সভাপতিসহ আটক ২

আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট (হবিগঞ্জ): পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শিবিরের সভাপতি হাফেজ নাজমুল হাসান জাবেদসহ  দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যজন হলেন চুনারুঘাট পৌর এলাকার আমকান্দি গ্রামের তাহির আলী মিরের ছেলে নাজিম আলী মির(২২)। বুধবার সকাল ১০টার দিকে শহরে পিকেটিং থেকে তাদের আটক করা হয়। আটক শিবির সভাপতি জাবেদ উপজেলার ১০ নং মিরাশি ইউনিয়নের গোয়াছপুর গ্রামের হাফেজ আব্দুল কাইয়ূমের ছেলে। সে শায়েস্তাগঞ্জ কালিম মাদ্রাসায় ফাজিল(বিএ) দ্বিতীয় বর্ষের ছাত্র। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )অমূল্য কুমার চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিকেটিংকালে নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। উল্লেখ্য, জামায়াতে ইসলামী সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা দুই দিনের হরতালের ১ম দিন আজ।

ফুলবাড়ীতে মুরগী খেকো বন বিড়ালকে ধরতে গিয়ে ৪ ব্যক্তি আহত

মুরগী ও হাঁস খেকো একটি বন বিড়াল(গারোয়া) ২৯ ডিসেম্বর সোমবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের চেয়ারম্যান পাড়ায় জনতার হাতে ধরা পড়েছে। এই বন্য প্রাণী বন বিড়ালটিকে ধরতে গিয়ে তার হিং¯্র থাবায় আহত হয়েছে ৪ ব্যক্তি। এরা হলেন- চেয়ারম্যান পাড়ার মাহাবুল হক(৫০), ফারুক হোসেন(২৮), টুকু মিয়া (২৪) ও তুহিন মিয়া (২৩)। এরা সকলে বন বিড়ালটির কামড়ের শিকার ও নক দ্বারা আচঁড়ে রক্তাক্ত হয়েছে। এদের মধ্যে মাহাবুল হাকের ডান হাতের একটি আঙ্গুল মারাত্বক ক্ষতিগ্রস্থ হয়। আহতদের ডাক্তারী ও কবিরাজী চিকিৎসা দেয়া হচ্ছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পাড়াবাসীর হাঁস ও মুরগী শিকার করত বন বিড়ালটি। ২৯ ডিসেম্বর সোমবার ভোর সকালে চেয়ারম্যান পাড়ার মাহাবুল হক বন বিড়ালটির আশ্রয়স্থল হিসেবে বন বিড়ালটিকে দেখতে পান ...

মডেল ও অভিনেতা নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা

মডেল ও অভিনেতা নিরবের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। গত ২৭ ডিসেম্বর উত্তরা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন নিরবের সদ্য বিবাহিত স্ত্রী তাশফিয়া তাহের এর বাবা এম এ তাহের চৌধুরী। মামলা নং : ১৫। উত্তরা মডেল থানার ওসি মোঃ আলী হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। এই নিরব যে মডেল নিরব তা জানা ছিলনা। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিয়ে করলেও তা গোপন রাখেন নিরব। সোমবার নীরবে বিয়ের খবরটি গণমাধ্যমকে জানান তিনি। নিরবের স্ত্রীর নাম তাশফিয়া তাহের। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বরিশালের মেয়ে তাশফিয়া ঢাকার উত্তরায় থাকেন। এম এ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে তিনি।

শায়েস্তাগঞ্জে হোটেল সহ ৪দোকানে জরিমানা

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): সদর উপজেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্লাটফর্মে দোকান গুলোতে বিভিন্ন খাবার উর্ত্তীণ পন্য রেখে বিক্রি ও লাইসেন্স বিহীন ছাড়াই পঁচা বাসি খাবার বিক্রির দায়ে নারিকেলপাতা হোটেল এন্ড রেষ্ঠুরেন্ট সহ ৪ দোকান, ১ টি প্রাইভেট কার চালক কে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৭ হাজার৭ টাকা জরিমানা আদায় করেছে। এসময় আদালতের অভিযান চলাকালে ১নং প্লাটফর্মে বেশ কয়েকটি দোকানদার টের পেয়ে দোকানগুলো বন্ধ করে পালিয়ে যায়। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান, মোঃ তানভীর হাসান রুমান, উম্মে কুলসুম এর নেতৃত্বে একদল বাংলাদেশ বর্ডার গার্ড , শায়েস্তাগঞ্জ থানা ও রেলওয়ে পুলিশকে নিয়ে প্রথমে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস স্টেশনে পৌঁছলে এসময় যাত্রীবাহী বগিতে প্রায় ...

বুধ-বৃহস্পতিবার জামায়াতের হরতাল

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে ফাঁসির রায়ের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার জামায়াতে ইসলামীর সহকারী প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সম্পর্ক বিস্তারিত জানানো হবে।

বাহুবলে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১০

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে বিএনপি’র নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের হরতাল চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহীন মিয়া (৩০) কে পুলিশ আটক করে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করলেও পুলিশী বাধায় ছাত্রভঙ্গ হয়েছে যায়। পরে পুলিশ উপজেলা বিএনপি সভাপতি ও ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ককে গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ অবস্থায় বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে জবাব দেয়। এ সুযোগে আটককৃতরা পালিয়ে যান। জবাবে পুলিশও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় ব্যবসায়ীসহ ১০ জন আহত হয়েছে। সোমবার ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সফল করার উদ্দেশ্যে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আকাদ্দছ মিয়া বাবুলের নেতৃত্বে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  সকাল ৯টায় ...

আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ॥ চুনারুঘাটে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :সারাদেশে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিকেলে ২০ দলীয় জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল। এরই অংশ হিসেবে চুনারুঘাট উপজেলা সদরে বিএনপি ও অংগ সংগঠনের নেতৃত্বে গতকাল রোববার বিকেলে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় মধ্যবাজারে পথসভায় ...

জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ শহরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হবিগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার সাড়ে ১১টায় জি কে গউছ হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া আক্তারের আদালতে আত্মসমর্পণ করেন। দীর্ঘ ৫৫ মিনিট শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামি জি কে গউছের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে বাদীপক্ষে সরকারী কৌসুলী (পিপি) এম আকবর হোসেন জিতু, চৌধুরী আবু বকর সিদ্দিকী, নিলাদ্রী শেখর পুর কায়স্ত টিটো, সুলতান মাহমুদ, শাহ ফখরুজ্জামান ও বিবাদী পক্ষে আরিফ চৌধুরী, খালেকুজ্জামান চৌধুরী, সালেহ আহমেদ, সামসু মিয়া চৌধুরী, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, কামাল উদ্দিন আহমেদ সেলিম এবং এম এ মজিদসহ ...