Daily Archives: December 2, 2014

মিরপুর বাজারে দুস্থ ও অসচ্ছল লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন সমাজসেবক গিয়াস উদ্দিন লন্ডনী

প্রথম সেবা রির্পোটার॥ বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুস্থ ও অসচ্ছল লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুর মধ্য বাজারে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: আজগর আলী, মো: তাউস মিয়া, মো: আব্দুর রউফ (সবুজ) মিয়া, মো: আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, মো: আরব আলী, হাফিজুর রহমান, মো: ফজলু মিয়া, মাওলানা আলহাজ্ব আব্দুস সালাম, পুলিশের এসআই জিতু মিয়া, মোঃ আজিজুর রহমান তালুকদার প্রমুখ। উল্লেখ্য, ইতিমধ্যে তিনি গুণীদের সম্মানে সংবর্ধনা, চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের নিজ বাড়ীতে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শাড়ী ও লুঙ্গী বিতরণ ও হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড ...

ট্রাক্টর সমিতির পরার্মশ সভার আল্টিমেডাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি ১০ ডিসেম্বরের নিষেধাঙ্গ প্রত্যাহার না হলে ১২ ডিসেম্বর মহাসড়ক অবরোধ

মোঃ ফারুক মিয়া ॥ মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক্টর চলাচলে প্রশাসনের নিষেধাঙ্গার ফলস্মতিতে গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড়ে জেলার সকল ট্রাক্টর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এক পরামশ সভা করেছে। জেলা ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক ময়না মিয়ার(মেম্বর) সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় বক্তব্য রাখেন ট্রাক্টর আঃ সামাদ মেম্বার হেলাল মেম্বার আওয়ামীলীগের নেতা হেলাল, বাহুবল উপজেলা আওয়ামিলীগ পচার সম্পাদক ইলিয়াছ আকজী,ছাত্রদল নেতা শাহিন, ইউপি সদস্য চাঁন্দ আলী, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রজব আলী , যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, রফিক মিয়া, জামাল মেম্বার, দিদার হোসেন মেম্বার,আব্দুস শহিদসহ অনেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৪ ডিসেম্বর জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপির সাথে যোগাযোগ সাপেে জেলা ...

চুনারুঘাটে তক্ষকসহ আটক ১

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে মঙ্গলবার দুপুরে একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। সিএমসির সহ-সভাপতি ও চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাতছড়ি বিট কর্মকর্তা মাসুদ মোস্তফা এ তক্ষকটি অবমুক্ত করেন। এসময উপস্থিত ছিলেন ক্রেল প্রকল্পের সাইট ফ্যাসিলেটেটর অর্জুন দাশ,  উদ্যানের একাউন্টেন্ড জসিম উদ্দিন, ঠিকাদার মাসুম বিল্লাহ প্রমুখ। উল্লেখ্য, সোমবার দুপুরে একটি ১৩ ইঞ্চি লম্বা তক্ষকসহ এক পাচারকারীকে সাতছড়ি বিট কর্মকর্তা উদ্যান এলাকা থেকে আটক করেন। আটককৃত পাচারকারী অরুন দাস(৩০) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিজয় দাসের ছেলে। ঐদিন তাকে হবিগঞ্জ আদালতে পাঠালে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জ্যুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের নির্দেশে গতকাল তক্ষকটি সাতছড়ি বনে অবমুক্ত করা হয়।

সামাজিক মিডিয়ার নিয়ম ও শর্তাবলি সহজ করার নির্দেশ

সামাজিক মিডিয়া ফেসবুক ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো কীভাবে গ্রাহকের তথ্য সংগ্রহ ও ব্যবহার করে, সেটি আরও স্বচ্ছভাবে তুলে ধরার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সংসদের ‘কমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট কমিটি’। ওই কমিটি মনে করে, এ প্রতিষ্ঠানগুলোর নিয়ম ও শর্ত সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট বড় ও জটিল। এসব সামাজিক মিডিয়ার শর্ত ও নীতিমালা সাধারণ ব্যবহারকারীর কাছে শেক্সপিয়ারের লেখার মতোই কঠিন বলে মন্তব্য করেছেন কমিটির সদস্যরা। এ নীতিমালাগুলো তথ্য সরবরাহের জন্য নয়, বরং প্রতিষ্ঠানকে আদালতের আইনি জটিলতা থেকে রক্ষার্থে লেখা হয়েছে বলে মনে করেন তারা। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, সেবা দেয়ার জন্য প্রায়ই অ্যাপের মাধ্যমে গ্রাহকের এমনসব তথ্য সংগ্রহ করা হয়, যেগুলোর কোনো প্রয়োজন নেই। তাদের মতে, কী কারণে তথ্য ...

ইমরান-ঝিলিকের ‘বেসামাল’

গেল কোরবানির ঈদে ফয়সাল রাব্বিকীনের কথা-আয়োজনে লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হয় চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার প্রথম আসরের বিজয়ী ঝিলিকের তৃতীয় একক অ্যালবাম 'প্রথম প্রেম'। অ্যালবামের সুর-সঙ্গীতায়োজন করেন শফিক তুহিন, ইমরান, জুয়েল মোর্শেদ, প্রত্যয় খান, সজীব দাস, ফাজবির তাজ ও মশিউর বাপ্পি। আটটি গান দিয়ে সাজানো এ অ্যালবামটি থেকে বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ইমরানের সঙ্গে গাওয়া ঝিলিকের 'বেসামাল' শিরোনামের গানটি এরই মধ্যে শ্রোতামহলে প্রশংসিত। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এ গানটির মিউজিক ভিডিও নির্মিত হলো। নতুন বছরে তারা বেসামাল গানটি ভিডিও আকারে প্রকাশ করতে যাচ্ছেন। এটি নির্মাণ করেছেন চন্দন চৌধুরী। গানটির শিল্পী-কাম-মডেল হিসেবে ইমরান-ঝিলিককেই দেখতে পাবেন দর্শক। এদিকে এ মিউজিক ভিডিওটি কিছু দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হতে ...

শ্রদ্ধার বাবাকে নিয়ে বাড়াবাড়ি

বাবার প্রতি সন্তানের ভালোবাসা থাকবে। কিন্তু তাই বলে ব্যক্তিগত সেই ভালোবাসা জাহির করার মতো বিষয়ে নিয়ে দাঁড় করালেই যত বিভ্রাট। আর তেমনি এক বিভ্রাটের জন্ম দিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। বাবার প্রতি শ্রদ্ধার ন্যাওটাপনার বিষয়টা এরই মধ্যে সবারই জানা। কিন্তু হালে এটা নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন শ্রদ্ধা। বলিউড কমেডিয়ানবিষয়ক এক আলোচনায় সেদিন উপস্থিত ছিলেন শ্রদ্ধা। প্রসঙ্গত বলিউড কমেডিয়ান প্রসঙ্গে শক্তি কাপুরের নামও উঠে এলো সেখানে। আর তখনই প্রায় সাত শতাধিক ছবিতে একচেটিয়া কমেডিয়ান চরিত্রে অভিনয় করা শক্তি কাপুরকে গিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার যৌক্তিকতা নিয়ে কথা তোলেন শ্রদ্ধা। খুব শিগগির বিষয়টি নিয়ে গিনিজের কাছে আবেদন করবেন বলেও জানান শ্রদ্ধা। শ্রদ্ধা ভক্তদের কাছে বিষয়টি যথেষ্ট যৌক্তিক ঠেকলেও, বাবাকে ...

জিম্বাবুয়েকে আবারও বাংলাওয়াশ

প্রথম সেবা ডেস্ক॥ বিজয়ের মাসের শুরুতে আরেকটি হোয়াইটওয়াশ সাফল্য পেল বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ করলো টাইগাররা। এর আগে ৪-০তে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। টেস্টেও বাংলাওয়াশ করে জিম্বাবুয়েকে। অভিষেকে হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন তাইজুল ইসলাম। আর সিরিজ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। টাইগারদের এ জয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া অভিনন্দন জানিয়েছেন। সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। ৩০ ওভারে সব উইকেট হারিয়ে ১২৮ রান করে জিম্বাবুয়ে। মাসাকাদজা ও সিবান্দা ছাড়া আর কোন ব্যাটসম্যান দুই অংকের ঘরে পৌছতে পারেনি। ম্যাচের শুরুতে দলীয় ১৬ রানে আঘাত হানেন মাশরাফি। তারপর মাসাকাদজার সঙ্গে ...

মহাসড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা ফুঁসে উঠেছে মালিক-শ্রমিক

স্টাফ রিপোর্টার॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক্টর চলাচলে নিষেধাজ্ঞা কারনে ট্রাক্টর শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ ফুঁসে উঠেছে। অনতিবিলম্বে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে হাজার হাজার শ্রমিক ও মালিক আন্দোলনে যাবে। নিষেধাজ্ঞার ফলে ট্রাক্টরের সাথে নিয়োজিত হাজারও শ্রমিক বেকার হয়ে পড়বে। ফলে ওই সকল শ্রমিক অপরাধ কর্মকান্ডে  জড়িত হয়ে পড়ার সমূহ সম্ববনা থেকে যাবে। গত ৩১ নভেম্বর মাইকযোগে পুলিশ প্রশাসনের উদ্বৃতি দিয়ে মহাসড়কে গতকঅর ১ ডিসেম্বর থেকে অনির্দিষ্ট কালের জন্য ট্রাক্টর চলাচলের জন্য নিষেধ প্রদান করেছে প্রশাসন। ট্রাক্টর সমিতির সাধারন সম্পাদক ময়না মিয়া এক যৌথ বিবৃতিতে জানান, সরকার সাধারণ বালু মহাল খোয়াই ৬০ লাখ, উবাহাটা অংশ ৬২ লাখ ১৭ হাজার, নরপতিতে ১১ লাখ ৩৩ হাজার, রাজার বাজার ১ লাখ ৩৪ হাজার, পাকুরিয়া অংশ ...

সুনামগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, আটক ১

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ থেকে অপহৃত শিশু মাহি (৮) কে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আবিদ উল্লাহ (২৬) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রাম থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। অপহৃত শিশু মাহি জগন্নাথপুর উপজেলার মিরপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। আটক অপহরণকারী আবিদ উল্লাহ দক্ষিণ সুনামগঞ্জের শ্রীনাথপুর গ্রামের নুর আলীর ছেলে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক অপহরণকারীর বিরুদ্ধে উদ্ধারকৃত মাহির পিতা বাদি হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মিরপুর এআর চৌধুরী একাডেমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুপুর ২টার দিকে অপহৃত হয় মাহি। সে ওই স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।

নিউফিল্ডে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাহবিগঞ্জে মেডিকেল কলেজ এবং কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যবস্থা করব

হবিগঞ্জ প্রতিনিধি ... প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হারবে বলে গত নির্বাচনে বিএনপি আসেনি। এতে ভালই হয়েছে। বর্তমানে সংসদে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। তারা শান্তি চায় না। নির্বাচন চায়নি। কিন্তু বোমা মেরে মানুষ হত্যা করেছে। প্রিসাইডিং অফিসারদের বোমা মেরে হত্যা করেছে। আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তারা পবিত্র কোরআন পুড়িয়েছে। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপি-জামায়াত গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছে। এ হত্যার চার্জশিট দেয়া হয়েছে। আশা করি বিচারও আমরা করতে পারব। তারা দেশে গ্রেনেড হামলার রাজত্ব কায়েম করেছিল। তারা  বোমা, দুর্নীতি, মানি লন্ডারিংয়ের উন্নয়ন করেছে। শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই দেশে শিক্ষার হার ৯৮ শতাংশ হোক। এজন্য আমরা বিনামূল্যে বই বিতরণ, বিনা বেতনে পড়ার সুযোগ ...

প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যু.পাঁচ সদস্যের তদন্ত কমিটিপাঁচ সদস্যের তদন্ত কমিটি

প্রথম সেবা রিপোর্ট .. সড়ক দুর্ঘটনায় প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। বিআরটিএ পরিচালক (প্রশাসন) মশিউর রহমানকে প্রধান করে গঠিক এই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রোববার মানিক মিয়া অ্যভিনিউয়ে সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন নিয়ে জনসচেতনামূলক কর্যক্রম পরিদর্শন শেষে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক জগলুল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন মন্ত্রী। কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডিএমপি ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান এবং ঢাকা উত্তর সিটি ...

পুত্রের হাতে মা খুন

ইসমাইল হোসেন বাচ্চু...চুনারুঘাটের পল্লীতে জমি জমা ভাটোয়ারাকে কেন্দ্র করে বৃদ্ধ মাকে কাস্তে দিয়ে ভুড়ি কেটে হত্যা করেছে পাষন্ড পুত্র। গত মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ লোমহর্ষক ঘটনাটি ঘটেছে চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের মিরাশী রাজাকোনা গ্রামে। পুত্রের হাতে খুন হওয়া নিহত বৃদ্ধা হালিমা বানু (৬০) এর লাশ চুনারুঘাট থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তবে ঘাতকপুত্র শফিক (৪৫) মাকে হত্যার পর পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মিরাশী রাজাকোনা গ্রামের মরম আলী প্রকাশ ডুপি শিকারীর পুত্র শফিক (৪৫) তার মায়ের সম্পত্তি নেওয়ার জন্য প্রায়ই পরিবারে ঝগড়া বিবাদে লিপ্ত ছিল। জমিজমা ভাটোয়ারা করে নেয়ার জন্য চাপ দিলে মা তাতে জীবিত থাকা অবস্থায় জমিজমা দেওয়া যাবেনা বলে জানিয়ে দিলে এতে মায়ের প্রতি পুত্র শফিক ...

মাধবপুরে চাল ব্যবসার আড়ালে জমজমাট মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার.. মাধবপুরে সীমান্তবর্তী এলাকার কাটাতারের ভেড়া ভেদ করে অবাধে আসছে ভারতীয় মরণ নেশা মাদক দ্রব্য ফেনসিডিল, গাঁজা ,মদ ও বিভিন্ন ধরনের নেশা দ্রব্য। প্রশাসনের সহযোগীতায় এসব মাদক দ্রব্য উপজেলার মুক্তিযোদ্ধা চত্তর হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। ফলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। হাতে গোনা ২/১ জন কে পুলিশ ধরলেও গডফাদারা রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে এরাই মোবাইল ফোনের মাধ্যমে বডার গার্ড ও পুলিশ প্রশাসনকে ম্যনেজ করে নিরাপদে তাদের মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কথিত বডার র্গাড ও পুলিশের  ক্যাশিয়াররা এ ধরণের অবৈধ লেনদেনের সাথে জড়িত। তাদের দিক নির্দেশনায়েই চলে ব্যবসার কলখাটি। গ্রীণ সিগন্যাল পেলেই রোডে তাদের পাচার কার্য চলে। আবার রেড সিগন্যাল পেলে থেমে যায়। জানা যায় সীমান্তবর্তী এলাকা হরষপুর, ধর্মঘর, চৌমূহনী ...

মাধবপুরে সাত দিন পর যুবকের গলিত লাশ উদ্ধার

আবুল হাসান ফায়েজ . মাধবপুর উপজেলার নিখোঁজের সাতদিন পর আরজু উরফে রমজান মিয়া(৩৮) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার  দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর গেইটের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার জগদিশপুর চা বাগানের  আব্দুল আওয়ালের ছেলে। রমজান মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।এলাকাবাসী জানান, গত ২১ নভেম্বর  সকালে  প্রতিদিনের মতো মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জ শহরে আসেন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শায়েস্থাগজ্ঞ হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহম্মেদ এই প্রতিনিধিকে জানান,উল্লেখিত স্থানে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে তার পরিবার ও স্বজনরা লাশটি রমজানের  বলে সনাক্ত করেন। লাশ সনাক্তের পর বিকেলে ময়নাতদন্তের ...

গউছের অব্যাহতি কামনায় সৌদিতে ওমরা

এস এইচ টিটু,সৌদিআরব থেকে: সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার ৩য় দফা চার্জশীট থেকে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের অব্যাহতি কামনা করে সৌদিআরবে মক্কায় হবিগঞ্জ প্রবাসীদের পক্ষ থেকে ওমরা ও তুয়াফ করা হয়। হবিগঞ্জ প্রবাসীদের সঙ্গে আলাপ করলে তাদের পক্ষ থেকে নজরুল ইসলাম কাউসার জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টানত্মমূলক শাসিত্ম হোক এটাই আমাদের প্রত্যাশা। তিনি আর ও বলেন, আমরা বিশ্বাস করি মেয়র আলহাজ্ব জি কে গউছকে এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়িত করা হয়েছে।এ মামলা থেকে মেয়র আলহাজ্ব জি কে গউছের অব্যাহতি কামনায় সকলের কাছে তিনি দোয়া কামনা করেন।এবং সকল হয়রানীর কবল থেকে মুক্ত হয়ে মেয়র আলহাজ্ব জি, গউছ যাতে জনগনের সেবায় আত্মনিয়োগ করতে পারেন সেজন্য আমরা ...

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোয়নপত্র বৈধ

স্টাফ রিপোর্টার. চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলা সভাকক্ষে উপ-নিবাচনে রিটানিং অফিসার ও উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর যাচাই বাচাই শেষে ৭ প্রাথীকে বৈধ ঘোষণা করেন। প্রাথীরা হলেন চুনারুঘাটে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন ,বিএনপি সমর্থিত প্রাথী নাজিম উদ্দিন সামছু, এসকে  ইফতেখারুল গনি খায়রু পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহআল মামুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সাংগঠনিক সম্পাদক ইসলাম রুবেল , সাংগঠনিক সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, সাবেক ছাত্রলীগ নেতা আফছার মিয়া চৌধুরী। আগামী ৮ ডিসেম্বর মেয়র প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ২৩ ডিসেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ...

বিলুপ্তির পথে প্রাচীন প্রযুক্তির চাল কল ‘ঢেঁকি’

মোঃ রহমত আলী .. তথ্যপ্রযুক্তির আদলে গ্রাম গঞ্জের বাঙালীর ঐতিহ্যেপূর্ণ প্রাচীন প্রযুক্তির তৈরী ধান ভানার পা চালিত যন্ত্র ঢেঁকির সোনালী দিনগলো এখন কালের আবর্তে হারিয়ে গেছে। প্রায় এক দশক আগেও গ্রামীন জনগোষ্টির প্রতিটি ঘরে ঘরে ছিল অনন্তত একটি করে ধান ভানার ঢেঁকি। তখনকার সময়ে খাদ্য শস্য ধান থেকে আলাদা করতে চাল কল খ্যাত ঢেঁকির সোনাম ছিল শীর্ষে। তখন ঢেঁকিওয়ালা বাড়ির পরিবারদের অনেক কদর ছিল ঢেঁকি বিহিন পরিবারের  লোকজনের কাছে। শুধু তাই নয়, যে পরিবারের একখানা ঢেঁকি রাখতেন তখন তারাই এক মাত্র ওই সমাজের ধনী পরিবার হিসেবে পরিচিত ছিলেন। দুপর রাত পর্যন্ত গ্রামের কৃষক-কৃষাণিদের ধান ভানার গুরোম গুরোম শব্দে পাড়ায় পাড়ায় রব রব আওয়াজ পরে যেত। কষ্ট হলেও ধান ভানার কাজে ...

শেখ হাসিনা হবিগঞ্জ আগমন উপলক্ষে চুনারুঘাটে স্বেচ্ছাসেবকলীগের প্রচার মিছিল

স্টাফ রিপোর্টার .. গত ২৯ শে নভেম্বর হবিগঞ্জে শেখ হাসিনার আগমন উপলক্ষে চুনারুঘাট উপজেলা স্বোচ্ছা সেবকলীগ ও পৌর শাখার উদ্যোগে বিশাল এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টায় চুনারুঘাট পৌর শহরে প্রচার মিছিল শেষে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর পরিচালনায় মধ্য বাজারে  পথ সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অথিতি হিসেবে চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার। এতে অনন্যানদের মধ্যে উপস্থিত ছিলন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কমান্ডার আঃ রশিদ মাষ্টার, মিরাশী ইউপির আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার আঃ ছামাদ,  পৌর যুবলীগের সভাপতি ...