Daily Archives: December 24, 2014

চুনারুঘাটে মোটরসাইকেল ও ২ কেজি গাজাসহ আটক

খন্দকার আলাউদ্দিন: চুনারুঘাটে শায়েস্তাগঞ্জ সড়কে পুলিশ ফারি এলাকা থেকে মোটরসাইল ও ২ কেজি গাজা আটক ১ ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই হরিদাস এর নেতেৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ পুলিশ ফারি এলাকা থেকে আঃ মতিন (৫৫) কে গ্রেপ্তার করে। আঃ মতিন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামরে মৃত করিম উল্লার ছেলে। চুনারুঘাট থানায় মাদক আইনে আঃ মতিনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিটিভিতে ‘প্রতিভা অন্বেষণ’ প্রতিযোগীতায় নবীগঞ্জের মোহন ১ম

এটিএম সালাম, নবীগঞ্জ (হবিগঞ্জ): নবীগঞ্জ আনন্দ নিকেতনের খুদে শিশু নৃত্য শিল্পী মোহন মিয়া বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে “ প্রতিভা অন্বেষণ ” প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে দেশের সেরা নির্বাচিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর ঢাকাস্থ বিটিভি ভবন রামপুরায় এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছিল। খুঁদে শিল্পী মোহন নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের ব্যবসায়ী মন্টু মিয়া ও গৃহিনী আশিকুল বেগমের ৩ ছেলে-মেয়ের মাঝে সে ২য় ছেলে। বড় মেয়ে নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুল থেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে। ছোট ছেলে প্রাইমারী স্কুলে ১ম শ্রেণীতে পড়ে। সুজাপুর ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া উক্ত মোহন আনন্দ নিকেতনে নৃত্য বিভাগে ভর্তি হয়ে প্রশিক্ষক প্রবীর শীল এর মাধ্যমে তালিম গ্রহন করে। আগামী ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ...

শায়েস্তাগঞ্জে সোনার খনির সন্ধান!

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের তাহের আলীর হ্যাচারীতে গভীর নলকূপ বসাতে গিয়ে স্বর্ণের খনির সন্ধান পেয়েছেন টিউবওয়েলনির্মাণ ঠিকাদার। তিনি স্বর্ণের খনির চিহ্নিত স্থানটি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত আবেদন করেন। জেলা প্রশাসক বিষয়টি দেখার জন্য হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দিলেও অদ্যাবধি কোন ব্যবস্থা বা আবিস্কারকের সাথে কোন পরামর্শ করেননি। ঠিকাদার চুনারুঘাট উপজেলার দুবাড়িয়া গ্রামের শেখ ইউসুফ আলী জানান, ১৯৬৪ সাল থেকে টিবওয়েলের কাজ করছেন তিনি। সম্প্রতি শ্রীরামপুরের তাহের আলীর হ্যাচারীতে টিউবওয়েল বসানোর একটি গাই করতে ৪শ ফুট গভীরে যাওয়ার পর আর যেতে পারেননি। তিনি বলেন, স্তরটি পাথরের মত শক্ত নয় স্তরটি সোনার মত নরম হওয়ায় এতে অনুমান হয় এটি সোনার স্তর। এই স্তরটি পরীক্ষা ...

শিগগিরই আদালতে হাজির হচ্ছেন গউছ

নিজস্ব প্রতিনিধি:হবিগঞ্জ পৌরসভার মেয়র ও্ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন, আমি পলাতক নই। হবিগঞ্জ পৌরসভার শত কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখন বাস্তবায়নের পথে। এসব প্রকল্পের সঙ্গে বৈদেশিক অর্থ জড়িত। প্রকল্প বাস্তবায়নে দ্রুত যাতে টেন্ডার আহ্বান করা যায় সে ব্যাপারে আলাপ-আলোচনা করতে আমি কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। আমি নিয়মিতই পৌরসভার কার্যক্রমে ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করছি। পলাতক থাকার প্রশ্নই আসে না। শিগগিরই আমি আদালতে হাজির হচ্ছি। তিনি সাংবাদিকদের বলেন, মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে, আইনের মাধ্যমেই সত্য বেরিয়ে আসবে। গত ২১শে ডিসেম্বর হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশিদ আহমেদ মিলনের আদালতে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার চার্জশিট গ্রহণ করে পলাতক ১১ আসামির বিরুদ্ধে ...

বাংলাদেশ দলে যুক্ত হচ্ছেন ম্যারাডোনা !

ক্রীড়া ডেস্ক:বাংলাদেশের ফুটবলের সঙ্গে যুক্ত হচ্ছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো ম্যারাডোনা। তাকে চেয়ারম্যান করে অচিরেই বাংলাদেশে শুরু হতে পারে ফ্রাঞ্চাইজিভিত্তিক একটি ফুটবল লিগ। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ভারতের সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী ভাস্বর গোস্বামী। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে তিনি জানিয়েছেন, এই বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে নিয়েছেন। ম্যারাডোনার অধীনে যে ফুটবল লিগটির প্রস্তাব করা হয়েছে, তা হবে ভারতের মাটিতে সদ্য সমাপ্ত ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফুটবলের আদলে ফ্রাঞ্জাইজিভিত্তিক একটি ফুটবল আসর। এই আসরে অংশ নেবে মোট ৮টি দল। এই দলগুলোতে থাকবেন বিশ্বমানের কোচ ও ফুটবলাররা। ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন নামী-দামী ফুটবল ক্লাবও যুক্ত থাকবে আসরে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে। ভাস্বর গোস্বামী মনে ...

সৈয়দ কালা শাহ সৈয়দ কলিম শাহ’র আধ্যাত্মিক জীবন দশায় আলোকিত ঘটনা

ফারুক মিয়া :সৈয়দ কালা শাহ সৈয়দ কলিম শাহ’র আধ্যাত্মিক জীবন দশায় আলোকিত ঘটনা বর্ণনা রয়েছে। তারা প্রায় ২০০ বছর পূর্বে ভারতে কল্যাণপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাল্যকাল থেকে আধ্যাত্মিকতার কাজ শুরু করেন। তিনি ভারত বর্ষের বিভিন্ন স্থানে আস্তানা গড়ে ছিলেন এবং বহু কেরামতি হাসিল করে দেশবাসীকে ধর্মের প্রতি আকৃষ্ট করেছিলেন। তাদের জন্ম হয় ভারতের কল্যাণপুরে। এক সময় ভারতে কোন প্রকার বৃষ্টি হয়নি। দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ায় জমিতে হাল চাষ করিতে পারে নাই। ফসলাদি হয়নি তাতে ভারত বর্ষের অনেক মানুষ অনাহারে মারা গিয়েছিল। তখন সৈয়দ কালা শাহ ফকির আগরতলা মহারাজের বাড়ীতে ভাত খুজিয়া ছিলেন। তখন মহারাজ রাগান্বিত হয়ে বলিল যে, আমি কোন পীর ফকিরকে ভাত খাওয়াইনা। তখন কালা শাহ বলিলেন মহারাজা ...

মুখে বিষ দেয়ার আগে ধর্ষন করা হয়েছিল কিশোরী কুলসুমাকে

স্টাফ রিপোর্টার : মৃত্যুর কাছে হার মানা কিশোরী কুলসুমার মুখে বিষ দেয়ার আগে তাকে ধর্ষন করা হয়েছিল। পুলিশের সুরতহাল রিপোর্টে এমন আভাস দেয়া হয়েছে। মরদেহের সুরত হাল রিপোর্ট তৈরী করতে গিয়ে সিলেট কতোয়ালী থানার দারোগা বোরহান উদ্দিন এমন আলামত দেখতে পান। কুলসুমার ডান গালেও ছিল লালচে দাগ। শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন। এ ব্যপারে সিলেট কতোয়ালী থানায় একটি জিডি করা হয়েছে। এমনি এক পরিস্থিতির মাঝে ওই কিশোরী ২ ডিসেম্বর সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। এ ব্যপারে ৭ ডিসেম্বর কুলসুমার বাবা আলী হুসেন কথিত প্রেমিক হাসানসহ ৯ জনের নামে চুনারুঘাট থানায় অভিযোগ দিয়েছেন। ৮ ডিসেম্বর থানার দারোগা আব্দুল্লাহ আবু জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ...

সৈয়দ কালা শাহ্, মানিক শাহ (রঃ) ও সৈয়দ কলিম শাহ্ (রঃ) এর ইতিকথা

খন্দকার আলাউদ্দিন ... চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী হযরত সৈয়দ কালা মানিক শাহ- সৈয়দ কলিম শাহ্’র ইতি কথা। প্রায় ২০০ বছর পূর্বে ভারতের কল্যাণ পুরের এক আধ্যাত্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণের প্রায় দেড় যুগ পর আধ্যাত্মিক সাধক হযরত সৈয়দ কালা শাহ্ এবং কলিম শাহ ফকির ইসলাম ও আধ্যাত্মিক প্রচারের লক্ষ্যে হিজরত করে তৎকালীন ভারতের আসাম প্রদেশের বড়াব্দা মাইজগাঁও অবস্থান করেন। বর্তমান চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বড়াব্দা মাইজগাঁও ফকির বাড়ী নামে পরিচিত। ফকির কালা শাহ্’র ছোট ভাই শাহ্ সৈয়দ কলিম শাহ ফকির এবং কালা মানিক শাহর সহধর্মিনী আমেনা বিবি ওরফে কালা পিরানীসহ স্বপরিবারে তিনি অবস্থানের পর ওই বাড়ীর নাম মাইজগাঁও ফকির বাড়ী নামে নামকরণ হয়। এখানে বসবাস করে ...

চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাাচনে নাজিম উদ্দিন (তালা মার্কায়) বিজয়ী

মোঃ কামরুল ইসলাম ॥ অত্যান্ত উৎসব মুখর পরিবেশে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টায় ১১ টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয় এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদান শেষ হয় বিকাল ৪ টায়। ৬ জন প্রার্থী এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসহুদুল কবির নির্বাচন ফলাফল ঘোষনা করেন। ১১ টি কেন্দ্রে তালা মার্কায় মোঃ নাজিম উদ্দিন সামসু ২ হাজার ৯’শ ১৪ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম রুবেল (চশমা) ২ হাজার ৮৯ ভোট, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ পিরিচ) ১ হাজার ৭’শ ৭৩ ভোট, ইফতেখারুল গণি খাইরু (দোয়াত কলম) ১ হাজার ২’শ ৬৪ ভোট, আব্দুলাহ আল মামুন (মাইক) ২’শ ৫৪ ভোট ও আফসার আহম্মেদ ...