Daily Archives: December 27, 2014

ছাতকে গাঁজাসহ নারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বাদেরশ্বর (বড়কাফন) গ্রাম থেকে রাজিয়া বেগম (৪৫) নামে গাঁজা ব্যবসায়ী এক নারীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে র‌্যাব-৯। শনিবার দুপুর দেড়টার দিকে তাকে আটক করা হয়। র‌্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি সুনামগঞ্জ অঞ্চলের কমান্ডার মেজর আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

সারাদেশে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার বিকেলে ২০ দলীয় জোটের মহাসচিবদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিং করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গাজীপুরে খালেদা জিয়াকে জনসভা করতে না দেওয়া, দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদ, দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের আটক ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। অ্যাম্বুলেন্স, মিডিয়ার গাড়ি ছাড়াও জরুরি সেবাসমুহের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল।

অভিযান স্থগিত ঘোষণার পর স্থানীয়রা উদ্ধার করল শিশু জিহাদকে

রাজধানীর শাহজাহানপুরে ওয়াসার পানির পাইপের ভেতর থেকে দীর্ঘ ২২ ঘণ্টা পর শিশু জিহাদের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  ফারুকসহ কয়েকজন গাড়ি মেকানিক তাদের তৈরিকৃত একটি ‘ক্যাচার’ দিয়ে জিহাদকে টেনে তোলেন।এর পরপরই তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষার পর জিহাদকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পাইপটি থেকে ক্যাচার দিয়ে জিহাদকে টেনে তোলে স্থানীয়রা । তবে এর আগে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।  গাড়ি মেকানিক ফারুক হোসেনের সঙ্গে ওই এলাকার আরো কয়েকজন মেকানিক একত্রিত হয়ে এই ক্যাচারটি তৈরি করেন। তাকে প্রায় ২৩৫ ফুট নিচ থেকে ওই যন্ত্রটি দিয়ে টেনে তোলা হয়েছে। এই অভিযানে আরো অংশ নিয়েছেন, ...

রাজার বাজার স্কুলের পূণর্মিলনী আজ

মোঃ শিফন খান॥ বহু প্রতিক্ষা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজার বাজার সরকারী উচ্ছবিদ্যালয়ের ১৪৭ তম পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠান। প্রায় একহাজার একশত প্রাক্তন শির্ক্ষার্থী ও অতিথিদের কল কাকলীতে মুখরিত হচ্ছে রাজার বাজার স্কুল ক্যাম্পাস। এ যেন নবান্নের উৎসবকেও হার মানাবে। পৌষ এর কনকনে শীত উপেক্ষাকরে পবিত্র কোরআন তিলাওয়াত গীতা পাঠের মাধ্যমে শুরুহবে অনুষ্ঠানটি। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত,বর্নাট্য র‌্যালী,ব্যাস ভিত্তিক স্মৃতিচারন,দুপুরের খাবার,ম্যাগাজিন এর মোরক উন্মোচন,সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরন্য শিল্পী কিশোর পলাশ ও তার দল এবং প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন। ইতিমধ্যে দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এলাকায় এসে পৌছেছেন। শুক্রবার সন্ধায় আই,ডি কার্ড বিতরনের সময় রাজার ...

১৮ ঘণ্টায়ও খোঁজ মিলেনি শিশু জিহাদের

রাজধানীর শাহজাহানপুরে পরিত্যক্ত ওয়াসার পানির পাম্পের গর্তে আটকে পড়া শিশুর সন্ধান ১৮ ঘণ্টায়ও মেলেনি। কয়েকদফায় ব্যর্থ হয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অনেকটা থমকে আছে। কিন্তু উৎসুক মানুষের ভিড় রয়েছেই। শত শত মানুষ এখনও শেষ দেখার অপেক্ষায় আছেন।  তবে হাল ছাড়েনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তারা অভিযান অব্যাহত রেখেছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিসের ডিএডি আব্দুল হালিম শনিবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত পাইপের মধ্যে শিশুটিকে পাওয়া যায়নি।সকালেও ভাল রেজুলেশনের ক্যামেরা  দিয়েও পরিষ্কার দেখা গেছে, ভেতরে কারও অস্তিত্ব নেই।স্ক্রাচার দিয়েও চেষ্টা চালানো হয়েছে। কোনো ফল পাওয়া যায়নি। এখন চলছে স্বেচ্ছাসেবী মানুষের দেশীয় প্রযুক্তির বিভিন্ন পদ্ধতির ব্যবহার। আমরা তাতে সহায়তা করছি মাত্র। যেহেতু পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে জিহাদ উদ্ধারের ...