Daily Archives: December 6, 2014

ঢাকা মাতাবেন সানি লিওন

সানি লিওন এবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন। শুধু পা রাখবেনই না, মঞ্চ মাতাবেন তিনি। তবে তিনি একা আসছেন না। সঙ্গে আরও থাকবেন অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগান ও সোনাক্ষি সিনহা। এসব তারকার মিলনমেলা ঘটবে আগামী ৪ থেকে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। কারণ এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেলিব্রেটি ক্রিকেট লীগ। ভারত, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। চারদিনের টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রতি ম্যাচের শেষেই অনুষ্ঠিত হবে তিন দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশের শাকিব খান, ফেরদৌসও অংশ নেবেন এ অনুষ্ঠানে। এই আয়োজনের ব্যবসায়িক অংশীদার হওয়ার পাশাপাশি মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা। এ উপলক্ষে ৫ ডিসেম্বর বিকেলে এটিএন বাংলা কার্যালয়ে ...

চুনারুঘাট পূর্বাঞ্চলে একটি ব্রিজের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে অর্ধ-লাধিক জনসাধারণ

খন্দকার আলাউদ্দিন॥  চুনারুঘাট উপজেলার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বাগান ঘেষা অনুন্নত এক ইউনিয়নের নাম সাটিয়াজুরী। দারাগাঁও, কোনাউড়া, সোনাজুরা, কাইছনাজুরী, কাজিরখিল, দৌলতপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, ছিলামীসহ প্রায় ৩৩টি ছোট বড় গ্রাম ও ৫টি বাজার নিয়ে এ ইউনিয়ন। এর উপর দিয়েই সড়ক ও জনপথ বিভাগের চুনারুঘাট-সাটিয়াজুরী-নতুন বাজার রাস্তা বয়ে গেছে। যা সাটিয়াজুরী ইউনিয়নবাসীর সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এলাকার ব্যক্তিবর্গ জানান, ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে একটি ব্রিজ না থাকায় ইউনিয়নবাসীকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। ফলে ইউনিয়নটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে পরিচিতি। করাঙ্গী নদীর পূর্বাঞ্চলের ইউনিয়ন প্রতিনিধিসহ অনেক ছাত্রছাত্রী জানান, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স করাঙ্গী নদীর পশ্চিমাঞ্চলে হওয়ায় এলাকার ছাত্রছাত্রী বিদ্যালয়ে ও জনসাধারণ ইউনিয়ন অফিসসহ পশ্চিমাঞ্চলে বিভিন্ন কাজে হেঁটে ...

চুনারুঘাটে আর ডি আর এস এর ঋণ খেলাপির দায়ে মহিলা সদস্য গ্রেফতার

চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাটে আ ডি আর এস বাংলাদেশ সংস্থার ঋণ খেলাপি দায়ে সদস্য আজিবুন নেছাকে গোগাউড়া গ্রামে বাড়ি থেকে গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা দিকে এস আই আলমাসের নেতৃত্বে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানাযায়,চুনারুঘাট সদর ইউনিয়নে গোগাউড়া গ্রামের মরতুজ আলী উরুপে আইয়ূব আলী স্ত্রী আজিবুন নেছা ২০১৩ইং সালে চুনারুঘাট আর ডি আর এস বাংলাদেশ সংস্থা থেকে ৫০ হাজার টাকা ুদ্র ঋণ উত্তোলন করেন। উত্তোলনের পর নিয়মিত ভাবে কিস্তি চালিয়ে প্রায় ১০ হাজার টাকা পরিশোধ করেন। পরে আজিবুন নেছা কেন্দ্রের সাথে যোগাযোগ বিছিন্ন রেখে বাকী টাকা পরিশোধের কিস্তি বন্ধ করে দেন। এ ব্যাপারে সংস্থার কর্মিরা একাধিক বার আজিবুন নেছার সাথে বাড়িতে যোগাযোগ করে ও টাকা পরিশোধের কোন সুরাহা হয় ...

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩ জন আহত

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পূর্ব বিরোধের জের হিসেবে প্রতিপক্ষের হামলায় পিতা-মাতাসহ ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাদিয়া গ্রামের হাজী ফিরোজ মিয়ার ছেলে আব্দুল্লাহ মিয়ার সাথে একই গ্রামের আব্দুল মতলিবের ছেলে বেলাল মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ রয়েছে। এর জের হিসেবে গতকাল শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন ফিরোজ মিয়ার পুত্র আব্দুল্লাহ মিয়া (৪৫) ও কন্যা সাবিয়া খাতুন (৪০) ও পুত্র আলীরাজ (১৭) কে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

আজ হবিগঞ্জ মুক্ত দিবস

মোঃ শিফন খান॥  আজ ৬ ডিসেম্বর। হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর কবল থেকে হবিগঞ্জ মুক্ত হয়। মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক মেজর জেনারেল এমএ রব (বীর উত্তম) ও মেজর জেনারেল এজাজ আহমেদ চৌধুরীর নির্দেশে ভারতের খোয়াই বাঘাই ক্যাম্পের ২২ কোম্পানীর ১ নং প্লাটুন কমান্ডার আব্দুস শহীদের নেতৃত্বে ৩৩ মুক্তিযোদ্ধা ৩ ডিসেম্বর বাহুবলে অবস্থান নেন। এর পর তারা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে হবিগঞ্জের বিভিন্ন পাক ক্যাম্পে হামলা চালান। এ সময় বেশ কয়েকজন পাক সৈন্য প্রাণ হারায়। একটানা ৩ দিনের অভিযানের পর ৬ ডিসেম্বর ভোরে পাক বাহিনী পালিয়ে যায়। এদিন কমান্ডার (অবসরপ্রাপ্ত) সুবেদার আব্দুস সহিদের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সৈয়দ মোস্তাফিজুর রহমান বাচ্চু, শুকুর মিয়া, সিরাজুল ইসলাম, সিরাজ মিয়া, রইছ আলী, আব্দুল কুদ্দুছ, আবু মিয়া, ...

মিরপুরে রাতের আধারে এক নিরীহ ব্যক্তির জায়গা দখল করেছে দুর্বৃত্তরা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুরে গভীর রাতে এক নিরীহ ব্যক্তির অর্ধ কোটি মূল্যের জায়গা দখল করে নিয়েছে প্রভাবশালীরা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বাহুবল উপজেলার রূপশংকর মৌজার এসএ ১২৩ দাগের ২৩ শতক ভুমি ১৯৬৬ সালে চকপাজিল গ্রামের হরধন সরকার ওরফে হরধন নমসুদ্র সরকারের নিকট থেকে ক্রয় করেন রূপশংকর গ্রামের সুন্দর আলী গং। এরপর থেকে তারা ওই জমিতে ভোগ দখল করতে থাকেন। এ দিকে হরধন নমসূদ্রের পুত্র রামধন ও কামধন তাদের পিতা বিক্রি করে গেলেও ২০০৪ সালে এসএ রেকর্ডের বলে তারা বিক্রিত ভূমির প্রতি মালিকানা দাবি করলে বিরোধ সৃষ্ঠি হয়। এপ্রেক্ষিতে সুন্দর আলীর বংশধর হিসিবে আব্দুর রহমান আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। আদালত ২০১১ সালে ...

জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতিসহ নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদ-এর নব নির্বাচিত সভাপতি এন এম ফজলে রাব্বি রাসেলসহ জেলার সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে উমেদনগর টু আলীগঞ্জ আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ফুলের তোড়া দিয়ে তাদের এ অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন, জেলার সভাপতি এন এম ফজলে রাব্বি রাসেল, সহ সভাপতি পিন্টু দাস ও মোঃ নুর নবী, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম আখঞ্জি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার মিয়া ও কাউছার মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ লোকমান হেকিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিক মিয়া, অর্থ সম্পাদক মোঃ সাইফুদ্দিন জাবেদ, প্রচার সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, সদস্য এস এম সেলিম, মোঃ আব্দুর রহিম বাদশা, মোঃ মন্নর মিয়া, মোঃ ...

বাহুবলে রাতের আধারে ভূমি দখল

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে গভীর রাতে এক নিরীহ ব্যক্তির অর্ধ কোটি মূল্যের ভূমি দখল করে নিয়েছে প্রভাবশালীরা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বাহুবল উপজেলার রুপশংকর মৌজার এসএ ১২৩ দাগের ২৩ শতক ভুমি ১৯৬৬ সালে চকপাজিল গ্রামের হরধন সরকার ওরফে হরধন নমসুদ্র সরকারের নিকট থেকে  ক্রয় করেন রুপশংকর গ্রামের সুন্দর আলী গং। এরপর থেকে তারা ওই ভূমি ভোগ দখল করতে থাকেন। এদিকে হরধন নমসূদ্রের পুত্র রামধন ও কামধন তাদের পিতা বিক্রি করে গেলেও ২০০৪ সালে এসএ রেকর্ডের বলে তারা বিক্রিত ভূমির প্রতি মালিকানা দাবি করলে বিরোধ সৃষ্ঠি হয়। এপ্রেক্ষিতে সুন্দর আলীর বংশধর হিসিবে আব্দুর রহমান আদালতে স্বত্ব মামলা দায়ের করেন। আদালত ২০১১ ...

প্রেমের জয়, মুক্তি পেয়েছে প্রেমিক জুটি

হবিগঞ্জ প্রতিনিধি:অবশেষে জয় হল প্রেমেরই। পিতার অপহরণ মামলায় আটককৃত নব দম্পতি প্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত থেকে মুক্তি পেয়েছে। শুক্রবার বিকালে ডাক্তারী পরীক্ষা শেষে নিলি রানী ও আজিজুর রহমানকে কোর্টে প্রেরণ করা হলে কোর্ট তাদেরকে নিজ জিম্মায় মুক্তি দেন। উল্লেখ্য, নিলি রানীর পিতা পইল গ্রামের সন্তোষ চন্দ্র দেব তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে আদালতে মামলা করলে পুলিশ গত বৃহস্পতিবার রাত ১টার সময় মুসলিম কোর্য়াটার এলাকার একটি বাসা থেকে আজিজুর রহমান (২৫) ও তার কন্যা নিলি রানী (২০) কে পুলিশ আটক করে। পরে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাদেরকে নিজ জিম্মায় মুক্তি দেন। অপর একটি সূত্রে জানা যায়, আদালতে নিলি রানী দাস জানায় তাকে কেউ অপহরন ...

চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে মা ও কন্যাকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা

আলহাজ্ব এম এ আউয়াল ..চুনারুঘাটে অস্ত্রের মুখে জিম্মি করে পাহারাদারের স্ত্রী ও মেয়েকে গণধর্ষন করেছে দুর্বৃত্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উলুকান্দি গ্রামের আলফু মিয়া রাতের বেলায় শায়েস্তঞ্জে পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করে। গত বুধবার গভীররাতে একদল দুর্বৃত্তরা তারঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী ও কন্যাকে গণধর্ষন করে। এ সময় তাদের শোর-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গ্রামের মাতব্বরা বিষয়টি প্রথমদিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে পরে কোন উপায়ন্তর না পেয়ে গতকাল শুক্রবার স্থানীয় লোকজন মা ও কন্যাকে অসুস্থ অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মহসিন কবির জানান, ধর্ষনের অভিযোগে মা ...