Daily Archives: December 8, 2014

শ্রীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ১২ ডিসেম্বর মহাসড়ক অবরোধ

মোঃ কামরুল ইসলাম.... মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক্টর চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে ট্রাক্টর মালিক ও শ্রমিকরা ফুঁসে উঠেছে। এ নিয়ে জেলা সদর সহ শায়েস্তাগঞ্জ তেমুুুনিয়া মোড়, দাউদ নগর বাজার, মিরপুর বাজার, চুনারুঘাট উপজেলা সদর, দুর্গাপুর বাজার, জগদিশপুর এলাকায় দফায় দফায় বিক্ষোভ  সমাবেশ করেছে। ট্রাক্টর সমিতির সাধারণ সম্পাদক ময়না মিয়ার জানান, হবিগঞ্জ আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ইতিমধ্যে ট্রাক্টর শ্রমিকদের আশ্বস্থ করেছেন যে, জেলা প্রশাসক জয়নাল আবেদীন এর সাথে আলাপ করে অচিরেই সড়ক ও মহাসড়কে ট্রাক্টর চলাচলের সুযোগ করে দেবেন। এ দিকে ট্রাক্টর শ্রমিকরা আগামী ১০ডিসেম্বরের মধ্যে ট্রাক্টর চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামী ১২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে যাবে। তাদের দাবী শুধু হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, ...

চুনারুঘাট পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

খন্দকার আলাউদ্দিন/মোঃ শিফন খান॥  হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।সোমবার বিকাল ৩টায়  চুনারুঘাট উপজেলা পরিষদ সভা কক্ষে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর ও নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এ সময় আনারস প্রতীকে একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে মেয়র প্রার্থী আফসার আহম্মদ চৌধুরীকে আনারস প্রতীক বরাদ্দ দেয়া হয়।অন্য দিকে চশমা প্রতীকে ও একাধিক প্রার্থী থাকায় লটারির মাধ্যমে সাইফুল ইসলাম রুবেলকে চশমা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ উপ-নির্বাচনে ৭জন প্রার্থী মনোয়ন পত্র দাখিল করেন। এতে গত রবিবার সাংবাদিক জামাল হোসেন লিটন তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় ৬জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।তারা হলেন সাইফুল ইসলাম রুবেল (চশমা), আলহাজ্ব জিল্লুল কাদির ...

অচিরেই বাল্লা স্থল বন্দর আধুনিকায়ন করা হবে

স্টাফ রিপোর্টার... হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন, বাল্লা স্থল বন্দরের আধুনিকায়নের কাজ এ সরকার আমলেই শুরু হবে। এ নিয়ে সরকার আন্তরিক। স্থল বন্দরটি চালু হলে অনেক বেকার যুবকের কাজ করার সুযোগ সৃষ্টি হবে। গতকাল উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল  গ্রামে ৩ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুধপাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজীপুর ইউপি আওয়ামীলীগ আয়োজিত ওই অনুষ্টানে সভাপতিত্ব করেন হুমায়ুন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,  চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল ইসলাম, পিপি আকবর হোসেন জিতু, অধ্যক্ষ মোঃ রফিক আলী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খাতুন, চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ ...

দিনমজুরের স্ত্রী ও যুবতী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ ॥ থানায় মামলা ॥ ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার.... চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামে দিনমজুরের স্ত্রী ও মেয়েকে ঘুমন্ত অবস্থায় জোর পূর্বক ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষিতার পিতা আলফু মিয়া একই এলাকায় কবির মিয়াকে প্রধান করে ৩ জনের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। চুনারুঘাট থানা দারোগার আব্দুলা জাহিদ ও হরিদাস, আশরাফ উদ্দিন রাতভর অভিযান চালিয়ে ধর্ষনে অভিযুক্ত মামলার প্রধান আসামী কবির মিয়াকে গ্রেফতার করেন। উল্লেখ্য,  গত বুধবার রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নিজ ঘরে মা-মেয়ে ধর্ষণের শিকার হন। দুর্বৃত্তরা রাত প্রায় ১২টার দিকে ঘরে প্রবেশ করে চুনারুঘাট উপজেলার  উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামের দিনমজুর আলফু মিয়ার স্ত্রী রোকেয়া আক্তার ও তার মেয়েকে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে তারা রোকেয়া আক্তার ও তার কন্যা ...

আলহাজ্ব রফিকুল ইসলামের উদ্যোগে জেদ্দায় মত বিনিময়

এম কুঠি, জেদ্দা থেকে .. চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব রফিকুল ইসলামের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় গত শুক্রবার মোঃ ছিদ্দিক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী, আব্দুল করিম, আব্দুল মন্নাফ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ সেলিম মিয়া, আব্দুর রউফ, আব্দুল কাইয়ূম  মাস্টার ও মোঃ শহিদুল হক বাবুল প্রমূখ। রফিকুল ইসলাম এলাকার সুনামধন্য ব্যক্তি। তিনি এলাকার অসহায় গরীব মানুষের আর্থিক সহায়তাসহ বিভিন্ন কাজে এগিয়ে আসেন। বক্ততাগন আগামী ইউপি নির্বাচনে রফিকুল ইসলামকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।  রকিকুল ইসলাম সকলের দোয়া কামানা করেছে।

প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম অবশেষে জয় হল প্রেমের

স্টাফ রিপোর্ট ... অবশেষে জয় হল প্রেমেরই। পিতার অপহরণ মামলায় আটককৃত প্রেমিক যুগল প্রাপ্ত বয়স্ক হওয়ায় আদালত থেকে মুক্তি পেয়েছে তারা। গত শুক্রবার বিকালে ডাক্তারী পরীক্ষা শেষে নিলি রানী ও আজিজুর রহমানকে কোর্টে প্রেরণ করা হলে কোর্ট তাদেরকে নিজ জিম্মায় মুক্তি দেন। উল্লেখ্য, নিলি রানীর পিতা পৈল গ্রামের সন্তোষ চন্দ্র দেব তার মেয়েকে অপহরণ করা হয়েছে মর্মে আদালতে মামলা করলে পুলিশ গত বৃহস্পতিবার রাত ১টায় মুসলিম কোর্য়াটার এলাকার একটি বাসা থেকে আজিজুর রহমান (২৫) ও নিলি রানী (২০) কে পুলিশ আটক করে  তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। কিন্তু তারা প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত তাদেরকে নিজ জিম্মায় মুক্তি দেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চুনারুঘাটে আশরাফ ট্র্যাভেলস এর উদ্যোগে হজ্ব ও ওমরা বিষয়ক সেমিনার

স্টাফ রিপোটার.. চুনারুঘাটে আশরাফ ট্র্যাভেলস এর উদ্যোগে হজ্ব ও  ওমরা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেল ৫টায় চুনারুঘাট উপজেলা সদর মধ্য বাজারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র মক্কার দক্ষিন এশিয়ার হজ্ব বিষয়ক মুয়াল্লেম ফোয়াদ আব্দুর রহমান আল কাতিব্। শায়খুল হাদিস আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে ও চুনারুঘাট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডাঃ আহমদ ফুয়াদ মোহাম্মদ আমীন কাতিব, চ্যালেঞ্জার ট্রেভেলস এর স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সারওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন। এতে আলোচনা করেন ন্যাশনাল ওভারসিজ এর স্বত্বাধিকারী আমিনুর রশিদ বরুন, আলহাজ্ব মনির হোসাইন, ...

ট্রেনে কাটা পড়ে লাখাই ইউপি চেয়ারম্যান নিহত

মাধবপুর প্রতিনিধি....মাধবপুর উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে মুর্শেদ কামাল মোশাহিদ (৩৬) নিহত হয়েছেন। রোববার বেলা পৌনে ১১টায় ঢাকা-সিলেট রেলপথে হরষপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মুর্শেদ কামাল মোশাহিদ হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বুল্লা ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। জানা যায়, রোববার সকালে মোশাহিদ লাখাই উপজেলা  আওয়ামী লীগের সভাপতি ও বামৈ ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম এবং তিনি শায়েস্তাগঞ্জ থেকে কালনী এক্সপ্রেসযোগে ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে ক্রসিং করতে গিয়ে কালনী ট্রেনটি হরষপুর রেলওয়ে স্টেশনে থামে। এ সময় মোশাহিদ স্টেশনের একটি দোকান থেকে পানি আনতে নিচে নামেন। পানি নিয়ে রেললাইন অতিক্রমকালে  পারাবত ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার ...

গিয়াস উদ্দিন লন্ডনীর উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রির্পোটার .. চুনারুঘাটে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও দানবীর লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। সম্প্রতি তিনি চুনারুঘাট উত্তর বাজার, মীরপুর বাজার, হবিগঞ্জ কোর্ট ষ্টেশনে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজগর আলী, মোঃ তাউস মিয়া, মোঃ কদ্দুস মিয়া, মোঃ আব্দুর রউফ (সবুজ) মিয়া, মোঃ আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, মোঃ আরব আলী, হাফিজুর রহমান, মোঃ ফজলু মিয়া, মোঃ আব্দুর রব, মোঃ আব্দুস সালাম, মাওলানা আলহাজ্ব আব্দুস সালাম, এসআই জিতু মিয়া, যুবলীগ নেতা শাহজাহান কবির,  নানু মিয়া, বাচ্চু মিয়া, ধনু মিয়া প্রমুখ। উলেখ্য, ইতোপূর্বে তিনি গুণীদের সম্মানে সংবর্ধনা, চুনারুঘাট উপজেলার নিজ গ্রাম কেউন্দা গ্রামে দুস্থ ও অসচ্ছলদের ...

এসএসসি-সমমান পরীার ফরম পূরণে শিার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট উপজেলার স্কুল মাদ্রসার এসএসসি ও সমমান পরীা ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে সাড়ে ১৯শ টাকা থেকে ৪ হাজার টাকা। জানা যায়, সরকার নির্ধারিত বোর্ড ফি ১ হাজার ১শ ৫০ টাকা। অথচ বিদ্যালয়গুলোর শিকরা আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মতো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। এতে অনেক দরিদ্র অভিভাবক তাদের ছেলে-মেয়েকে পরীায় অংশ গ্রহন করতে হিমশিম খাচ্ছেন। অনেকে তাদের ছেলে-মেয়েকে পড়াতে গিয়ে মহাজনের কাছে দ্বার নিতে বাধ্য হচ্ছেন। এমন অভিযোগ অভিভাবকদের রয়েছে। গত বুধবার উপজেলা চাটপাড়া ফাযিল মাদ্রাসার পরীাথীদের সাথে কথা বলে নাম প্রকাশে অনিচ্ছুক পরীাথী জানান, মাদ্রাসার ভারপ্রাপ্তা অধ্য নাছির উদ্দিন নির্বাচনী পরীায় কৃতকার্যদের কাছ থেকে ফরম পূরণের ২ হাজার ৫ শত টাকা ...

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

মাধবপুর প্রতিনিধি...মাধবপুরে এক শাররিক প্রতিবন্ধি তরুনী ধর্ষনের শিকার হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক সুত্রে জানা যায়, ওই গ্রামের আবেদ আলীর মেয়ে প্রতিবন্ধি তরুনী কে ঘরে রেখে মা বাবা ধান মাড়াই বাছায়ের কাজে বাড়ির পার্শ্ববর্তী খলায় গেলে এ সুযোগে একই গ্রামের আবু কালামের লম্পচ ছেলে উজ্জল মিয়া (২৫) ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষন করে। তাৎক্ষনিক পরিবারের লোকজন মূমর্ষ অবস্থায় তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাত জাহান তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। ধষিতার বড় ভাই আব্দুল জলিল জানান, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মাধবপুর থানার কাশিমনগর ফাড়ির ...

চুনারুঘাটের পূর্বাঞ্চলে ব্রীজের অভাবে এলাকায় দূর্ভোগ

কাজী মাহমুদুল হক সুজন/খন্দকার আলাউদ্দিন ... চুনারুঘাট উপজেলার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বাগান ঘেষা অনুন্নত এক ইউনিয়নের নাম সাটিয়াজুরী। দারাগাঁও, কোনাউড়া, সোনাজুরা, কাইছনাজুরী, কাজিরখিল, দৌলতপুর, বাসুদেবপুর, কৃষ্ণপুর, ছিলামীসহ প্রায় ৩৩টি ছোট বড় গ্রাম ও ৫টি বাজার নিয়ে এ ইউনিয়ন। এর উপর দিয়েই সড়ক ও জনপথ বিভাগের চুনারুঘাট-সাটিয়াজুরী-নতুন বাজার রাস্তা বয়ে গেছে। যা সাটিয়াজুরী ইউনিয়নবাসীর সড়ক পথে যোগাযোগের একমাত্র মাধ্যম। এলাকার ব্যক্তিবর্গ জানান, ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে একটি ব্রীজ না থাকায় ইউনিয়নবাসীকে দুটি ভাগে বিভক্ত করে রেখেছে। ফলে ইউনিয়নটি পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে পরিচিতি। করাঙ্গী নদীর পূর্বাঞ্চলের ইউনিয়ন প্রতিনিধিসহ অনেক ছাত্রছাত্রী জানান, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স করাঙ্গী নদীর পশ্চিমাঞ্চলে হওয়ায় এলাকার ছাত্রছাত্রী বিদ্যালয়ে ও জনসাধারণ ইউনিয়ন ...

চুনারুঘাট পৌর সভার উপ-নির্বাচনে মেয়র প্রার্থী থেকে সরে গেলেন সাংবাদিক লিটন

স্টাফ রিপোর্টার...চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে রাজনৈতিক চাপ ও কালো টাকার ছড়াছড়ির অভিযোগ এনে মেয়র প্রার্থী চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক মোঃ জামাল হোসেন লিটন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোবববার বিকাল ৩ টার উপজেলা পরিষদ চত্বরে এক সমাবেশে মিলিত হন। পরে মেয়র প্রার্থী মোঃ জামাল হোসেন লিটন উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন। উল্লেখ্ ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌর সভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়।

দেওরগাছে প্রতিপক্ষের আঘাতে গৃহবধু গুরুতর আহত

শেখ রুপন ..তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা গৃহবধু জাহানারা (৩৫) কে মারপিট করে গুরুত্বর আহত করেছে। স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলাকাবাসী জানায়, গতকাল রবিবার দুপুর চুনারুঘাট উজেলার দেওরগাছ ইউনিয়নের আজিমাবাদ গ্রামে ধানকাটার ঘটনা নিয়ে একই এলাকার হাফিজ উল্লা ও তার স্ত্রী মিনারা খাতুন, হায়দার আলী স্ত্রী জাহানারাও তার ছেলে এয়ামিন মিয়া (১০)কে একাপেয়ে বেধড়ক পিটিয়ে গুরুত্বর আহত করে স্বর্ণের কানের দুল ও গলার  হার ছিনিয়ে নিয়ে যায়।  এসময় তার শুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি হয়। এ রির্পোট লেখা পর্যস্ত মামলার প্রস্তুতি চলছিল।

কমরেড ডাঃ বিসি পালের মৃত্যুতে আমুরোডে শোক সভা

এম এস জিলানী আখন্জী ...অকাল প্রয়াত ডা: বি সি পালের (বীরেশ চন্দ্র পাল) অকাল মৃত্যুতে গত শুক্রবার চুনারুঘাটের আমুরোড মধ্য বাজারে এক শোক সভার আয়োজন করে কমরেড চুনারুঘাট উপজেলা শাখা। মাসুম আহমদ ও খলিলুর রহমান এর পরিচালনায় বীর-মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ, আমুরোড বাজার সভাপতি ও বীর-মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, অধ্যক্ষ আলাউদ্দিন, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি চাঁন মিয়া, সাংবাদিক এম এস জিলানী আখনজী, অপূর্ব পাল প্রমূখ। সভায় বক্তারা বিসি পালের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাংবাদিক জগলুল আহমেদের মৃত্যুতে মাধবপুরে প্রেস ক্লাবের শোক

মাধবপুর প্রতিনিধি ..মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিশিস্ট সাংবাদিক আন্তজার্তিক সংবাদ বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী ও হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এডভোকেট সামসুল আলম চৌধুরী রাহাতের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন রনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  দেব নাথ, রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, মোঃ আইয়ুব খান, কাউছার মোল্লা, জামাল মোঃ আবু নাছের, কেএম সামসুল হক, অলিদ মিয়া প্রমুখ।

চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় বিকাশ কোম্পানীর বি.এস.এ গুরুতর আহত

স্টাফ রিপোর্টার.. চুনারুঘাট শায়েস্তাগঞ্জ সড়কে পীরেরবাজার নামক স্থানে মোটরসাইকেল ও ইট ভাঙ্গার টলির মুখোমুখি সংঘর্ষে বিকাশ কোম্পানীর বি.এস.এ সজল দাশ গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে ও পরে আশাংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহত সূত্রে জানাযায়, গত বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট আসার পথে পীরেরবাজার পৌছলে অপর দিক থেকে আসা  ইট ভাঙ্গার টলির ও মোটরসাইকেলেরে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এতে সজল  মারাত্মকভাবে   আহত হন এবং  তার মাথায় ও পায়ে হাড় ভেঙ্গে যায়।  তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওই ঘাতক অবধৈ টলির ড্রাইবার ঘটনাস্থলেই পালিয়ে যায়। সজল দাশ চুনারুঘাট উপজেলার পীরের গাও গ্রামের মৃত জীতেন্দ্র দাসের ছেলে । তিনি ...

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি.. মাধবপুরে বন মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামী কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশের সহকারী উপ পরিদর্শক শাহেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারুয়া গ্রামের নুর মিয়ার ছেলে বন মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুলাল মিয়া(৩০) কে ভান্ডারুয়া গ্রাম থেকে গ্রেফতার করে।