এসএসসি-সমমান পরীার ফরম পূরণে শিার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাট উপজেলার স্কুল মাদ্রসার এসএসসি ও সমমান পরীা ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে সাড়ে ১৯শ টাকা থেকে ৪ হাজার টাকা। জানা যায়, সরকার নির্ধারিত বোর্ড ফি ১ হাজার ১শ ৫০ টাকা। অথচ বিদ্যালয়গুলোর শিকরা আইনের তোয়াক্কা না করে ইচ্ছে মতো ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন। এতে অনেক দরিদ্র অভিভাবক তাদের ছেলে-মেয়েকে পরীায় অংশ গ্রহন করতে হিমশিম খাচ্ছেন। অনেকে তাদের ছেলে-মেয়েকে পড়াতে গিয়ে মহাজনের কাছে দ্বার নিতে বাধ্য হচ্ছেন। এমন অভিযোগ অভিভাবকদের রয়েছে। গত বুধবার উপজেলা চাটপাড়া ফাযিল মাদ্রাসার পরীাথীদের সাথে কথা বলে নাম প্রকাশে অনিচ্ছুক পরীাথী জানান, মাদ্রাসার ভারপ্রাপ্তা অধ্য নাছির উদ্দিন নির্বাচনী পরীায় কৃতকার্যদের কাছ থেকে ফরম পূরণের ২ হাজার ৫ শত টাকা ১ থেকে ৬ বিষয় পর্যন্ত অকৃতকার্য ছাত্র-ছাত্রীর কাছ থেকে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন। এ দিকে উপজেলার গাজীপুর হাইস্কুল এন্ড কলেজের পরীাথীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছেন অধ্য এমন অভিযোগ পাওয়াগেছে। বিষয়টি অভিবাভক কমিটির এক সদস্যর সাথে কথাবললে তিনি জানান,ফরম পূরণের ফি ২৩শত ৫০টাকা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আদায় করা অনিয়ম হচ্ছে। এ ব্যাপার আমরা অভিবাভক কমিটি শিকদেরকে নিয়ে আলোচনা বসব। এ ব্যাপারে অধ্যর সাথে ফোনে জানতে চাইলে অধ্য মোঃ রফিক আলী জানান সরকার নির্ধারিত বোড ফি হিসেবে আমরা নিচ্ছি। সরকার নির্ধারিত বোড ফি জানতে চাইলে অধ্য জানান যা নির্ধারিত তাই নিচ্ছি আমি এখন গাড়িতে আছি বলে ফোনটি রেখে দেন। এ ব্যাপারে গত বৃহস্মপতিবার ১১.৪৬মিনিটে চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিা অফিসার জনাব সামছুল হকের সাথে ফোনে কথা বলে র্বোড ফি জানতে চাইলে তিনি জানান কোন স্কুলের । এ সময় পতি উত্তরে সাংবাদিক জানান কোন স্কুল নয় সরকার নিধারিত র্বোড ফি জানতে চাই। শিা অফিসার জানান কোচিংসহ ৩ হাজার থেকে ৩ হাজার ৫শত নিধারন করা হয়েছে। এ সময় সাংবাদিক বলেন এ দিকে চুনারুঘাট সদর ডি সি পি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী থেকে ১৯শত ৫০টাকা থেকে ২হাজার ৫০টাকা নেয়া হয়েছে। অথচ আপনি বলেন ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা নির্ধারণ করছেন। এটাই কি সঠিক না অনুমানের উপর কথা বলছেন। পরে শিা অফিসার জানান আমি অফিসের বাহিরে আছি অফিসে গিয়ে দেখে আপনাকে জানাব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *