Daily Archives: December 10, 2014

বিশ্বের ভয়ঙ্করতম ১০ রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সেন্টার বিশ্বের শীর্ষ ১০টি ভয়ঙ্কর রাষ্ট্রের তালিকা প্রকাশ করেছে। গতকাল প্রকাশিত ওই তালিকায় সবার ওপরে অবস্থান করছে ইরাক। এ তালিকায় পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। তালিকার চতুর্থ অবস্থানে স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার অপর দেশটি হলো আফগানিস্তান। ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দা বিষয়ক থিংক ট্যাঙ্ক ‘ইন্টারসেন্টার’ বিশ্বের ভয়ঙ্করতম রাষ্ট্রসমূহেরে এই তালিকা প্রকাশ করেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহী তৎপরতা, হতাহতের সংখ্যা ইত্যাদির ওপর ভিত্তি করে কান্ট্রি থ্রেট ইনডেক্স (সিটিআই) বা দেশের হুমকি সূচক শীর্ষক ওই তালিকাটি তৈরি করা হয়েছে। ভয়ঙ্করতম শীর্ষ ১০ রাষ্ট্রের মধ্যে ইরাকের পর রয়েছে- নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিশর (নবম) ও কেনিয়া (দশম)। ...

প্রাক-প্রাথমিকে ১৬ হাজার শিক্ষক নিয়োগ

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য আরও প্রায় ১৬ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়েছে, আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ১২ জানুয়ারি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বরীন্দ্রনাথ রায় বলেন, প্রাক-প্রাথমিকের জন্য এবার প্রায় ১৬ হাজার শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এজন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

যে বিষয়গুলো আপনাকে করে তোলে একজন সুন্দর ব্যক্তিত্বের মানুষ

নারী কিংবা পুরুষ সকলকেই আমরা বিচার করে থাকি তাদের সৌন্দর্য দিয়ে। কিন্তু সৌন্দর্য বলতে কি শুধুই বাহ্যিক রূপটাকেই বোঝায়? সুন্দর হওয়ার জন্য একজন নারী কিংবা পুরুষের শুধু সুন্দর চেহারাই কিন্তু যথেষ্ট নয়, প্রয়োজন আরও অনেক গুণের। এবং এই গুণগুলো যাদের মাঝে আছে তারা ভেতরে ও বাইরে সবদিক দিয়েই সুন্দর হয়ে থাকে। ১। একজন ভাল শ্রোতা হওয়া। অন্যের কথাকে মন দিয়ে শোনা ও পর্যাপ্ত গুরুত্ব দেয়া। অন্যের মতামতকে গুরুত্ব দেয়া। ২। প্রয়োজনে অপরকে সাহায্য করা। ৩। অন্যের মন ভালো করতে পারা ও একজন হাসিখুশি মানুষ হওয়া। ৪। কেবল মানুষ নয়, জগতের অন্য প্রাণদের প্রতিও সহানুভূতিশীল হওয়া। ৫। জীবনে যাই আছে তা নিয়ে সুখে থাকা। অতিরিক লোভ, প্রত্যাশা ইত্যাদির পেছনে ছুটে নিজেকে নিঃশেষ না করে ফেলা। ৬। নিজের সম্পর্কে ...

নবীগঞ্জে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ  উপজেলায় অজ্ঞাতপরিচয় (৩৫)এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাউন্সিলারের বাড়ির দেয়ালের রডের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্থানীরা জানায়, নবীগঞ্জ পৌরসভার ওয়ার্ডের কাউন্সির মিজানুর রহমানের বাড়ির দেওয়ালে একটি ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত লাশের কোনো পরিচয় জানা যায়নি। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা সম্ভব নয়। লাশ ময়নতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

রিয়ালের গোলউৎসব

ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লুডোগোরেতসকে ৪-০ গোলে হারিয়ে সবধরনের প্রতিযোগিতা মিলে টানা ১৯ ম্যাচে জয়ের নতুন রেকর্ড গড়েছে লা লিগার দলটি। সান্টিয়াগো বার্নাব্যুতে শুধু দলীয় রেকর্ডই গড়েনি রিয়াল মাদ্রিদ। ব্যক্তিগত অর্জনও রয়েছে। রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলদাতার (৭২টি গোল) সিংহাসনটির দখল নিয়েছেন এই পর্তুগিজ উইঙ্গার। লুডোগোরেতসের জালে প্রথমার্ধেই দুইবার বল জড়িয়েছে রিয়াল। স্পট কিক থেকে ২০ মিনিটে গোলটি করেছেন রোনালদো। অবশ্য এর ঠিক এক মিনিট আগে ১০ জনের দলে পরিণত হয়েছিল সফরকারীরা। সরাসরি লালকার্ড দেখে মাঠ ছেড়েছেন মারসেনলিহো। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন সতীর্থ গেরেথ বেলে। বিরতির পর প্রতিপক্ষের জালে আরও দুটি গোল করেছে রিয়াল। নিশানাভেদ করেছেন বদলী হিসেবে মাঠে নামা আরবেলোয়া (৭৯ মিনিট) ও ...

বাহুবলে জীবন সংগ্রামে সফল ৫ নারী সংবর্ধিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে জীবন সংগ্রামে সফলতা অর্জনকারী ৫ নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী আব্দুল্লাহপুর গ্রামের সার বানু, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সফল স্বর্ণরেখ গ্রামের শিক্ষিকা জেসমিন আক্তার, সফল জননী লামাতাসী গ্রামের কলি রাণী দত্ত, নির্যাতিনের বিভীষিকা মুছে সফল চকমন্ডল কাপন গ্রামের জয়ুন্নেছা বেগম ও মন্ডলকাপন গ্রামের সমাজকর্মী শেফালী রানী দাশ। মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্যক কার্যক্রমের আওতায় উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বাধিন কমিটি উল্লেখিত নারীদের বাছাই করে। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উল্লেখিত নারীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বেলা দেড়টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ...

চুনারুঘাটে দুর্নীতি বিরোধী দিবস পালিত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গাজীপুর স্কুল এন্ড কলেজে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালী মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহাম্মদ আলীর পরিচালনায় ও সভাপতি আব্দুল মালেক মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিক আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আব্দুল মালেক মাস্টার। উক্ত আলোচনা সভায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস শীর্ষক আলোচনা করা হয়।

বাহুবলে ‘ইজিপিপি’ প্রকল্পের উদ্বোধন

আব্দুল মজিদ শেখ, বাহুবল (হবিগঞ্জ) :হবিগঞ্জের বাহুবল উপজেলায় ২০১৪-১৫ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) প্রকল্পের কাজ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। এ প্রকল্পের মাধ্যমে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৭শ ৯৯ জন দরিদ্র শ্রমিক কাজ করবে । মঙ্গলবার সকাল ১০টায় সাতকাপন ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এ প্রকল্পের কাজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতকাপন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, ৬নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম, মহিলা মেম্বার ফুলবানু, তরুনলীগ বাহুবল উপজেলার সদস্য সচিব মোঃ আয়াত আলী, ছাত্রলীগ বাহুবল উপজেলার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল আলম রাজু প্রমূখ। পরে উপজেলা চেয়ারম্যান জরাজীর্ণ ইজ্জতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শন করেন।

হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে গণডাকাতি

হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে যানবাহনে গণডাকাতি এবং লাখাই উপজেলার করাব গ্রামে সাবেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। বানিয়াচঙ্গ থেকে আমাদের রিপোর্টার জানান, সোমবার দিবাগত রাত ৩টার দিকে হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের কালারডোবা ব্রিজের কাছে রাস্তার উপর ডিঙ্গি নৌকা রেখে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতদল। ওই সময় এ সড়ক দিয়ে চলাচলকারী সিএনজি অটোরিক্সা, ইমা, মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক ও ম্যাক্সিসহ ১৫টি গাড়ি আটকিয়ে ঘন্টাব্যাপি লুটতরাজ চালায় ডাকাতরা। ডাকাতিকালে ডাকাতরা রশি দিয়ে যাত্রীদের বেঁধে রাস্তার পাশে মাটিতে শুইয়ে রাখে। ডাকাতরা কয়েকজন যাত্রীকে বেধড়ক পিটিয়েছে। কয়েকটি পিকআপ ও গাড়ির গ্লাস ভেঙ্গেছে ডাকাতরা। এক পর্যায়ে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক দূর থেকে আঁচ করেন ওই স্পটে ডাকাতি চলছে। তিনি তাৎক্ষণিক বানিয়াচঙ্গ থানার ওসি লিয়াকত আলীকে মোবাইল ফোনে ঘটনাটি ...

বানিয়াচঙ্গে নববধূর রহস্যজনক মৃত্যু

বানিয়াঙ্গ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার মিঠাপুকুর গ্রামে শম্পা রানী দাশ (১৮) নামে এক নববধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। শম্পা রানীর বাপের বাড়ির লোকদের দাবি তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়া হয়েছে। আর স্বামীর দাবি সে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্র জানায়, মিঠাপুকুর গ্রামের সুমেন্দ চন্দ্র দাশ (২২) পারিবারিকভাবে বিয়ে করে একই উপজেলার ধানকুড়া গ্রামের ধানেশ্বর দাশের কন্যা শম্পা রানী দাশকে। বিয়ের পর কিছুদিন দাম্পত্য জীবন সুখে কাটলেও সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে নানা কারণে মনোমালিন্যের সৃষ্টি হয়। গত সোমবার রাত ৯টায় শম্পাকে বিষাক্রান্ত অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই শফিকুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত ...

নবীগঞ্জে পাঁকা রাস্তার উদ্বোধন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ-শেরপুর সড়ক হইতে ফুটারমাটি গ্রামের পাঁকা রাস্তার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আনুষ্টানিক ভাবে প্রধান অতিথি হিসেবে সড়কটির উদ্ধোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা নেতা খলিলুর রহমান দুদু, মুনসেফ আলম, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ মতিন চৌধুরী, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী কামাল আহমদ মোল­া, ঠিকাদার প্রাণেশ দাশ, ছাত্রনেতা আব্দুল মালিক খান প্রমুখ।

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে  চালক ও হেলপার নিহত হয়েছেন। বুধবার  ভোর ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক চালক আবু বকর (৪২) ও হেলপার রাকিব হাসান রনি (১৮)। তাদের উভয়ের বাড়ি চুয়াডাঙ্গার সিঅ্যান্ডবি এলাকায়। স্থানীয় সূত্র জানায়, ভোরে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক মহাসড়কের সুতাং এলাকায় দাঁড়ানো ছিল। এ সময় সিলেট থেকে ঢাকাগামী অপর একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাক দুইটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পেছনের ট্রাকটির চালক ও হেলপার নিহত হন। শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক দুর্ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।