বিশ্বের ভয়ঙ্করতম ১০ রাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা সেন্টার বিশ্বের শীর্ষ ১০টি ভয়ঙ্কর রাষ্ট্রের তালিকা প্রকাশ করেছে।

গতকাল প্রকাশিত ওই তালিকায় সবার ওপরে অবস্থান করছে ইরাক। এ তালিকায় পাকিস্তান রয়েছে অষ্টম স্থানে। তালিকার চতুর্থ অবস্থানে স্থান পাওয়া দক্ষিণ এশিয়ার অপর দেশটি হলো আফগানিস্তান। ওয়াশিংটনভিত্তিক গোয়েন্দা বিষয়ক থিংক ট্যাঙ্ক ‘ইন্টারসেন্টার’ বিশ্বের ভয়ঙ্করতম রাষ্ট্রসমূহেরে এই তালিকা প্রকাশ করেছে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। গত ৩০ দিনে সন্ত্রাসী ও বিদ্রোহী তৎপরতা, হতাহতের সংখ্যা ইত্যাদির ওপর ভিত্তি করে কান্ট্রি থ্রেট ইনডেক্স (সিটিআই) বা দেশের হুমকি সূচক শীর্ষক ওই তালিকাটি তৈরি করা হয়েছে।

ভয়ঙ্করতম শীর্ষ ১০ রাষ্ট্রের মধ্যে ইরাকের পর রয়েছে- নাইজেরিয়া (দ্বিতীয়), সোমালিয়া (তৃতীয়), আফগানিস্তান (চতুর্থ), ইয়েমেন (পঞ্চম), সিরিয়া (ষষ্ঠ), লিবিয়া (সপ্তম), পাকিস্তান (অষ্টম), মিশর (নবম) ও কেনিয়া (দশম)। ৫৬৭ সিটিআই স্কোর বা পয়েন্ট নিয়ে ইরাক শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে, আফগানিস্তানের পয়েন্ট ৩০৯, পাকিস্তানের ১৬২ এবং দশম অবস্থানে থাকা কেনিয়ার সিটিআই স্কোর ৮৬।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *