Daily Archives: December 3, 2014

মেসি ন্যুয়ার রোনালদোর ব্যালন ডি’অর লড়াই

চিত্রনাট্যে বদল হয়নি; আগের মতোই সেরার লড়াইয়ে রোনালদো-মেসি। ফুটবলে ব্যক্তিগত শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার ব্যালন ডি'অরেও আছেন তারা দুজন। নিয়মে কোনো পরিবর্তন হয়নি; দুই মহাতারকা এবারও ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায়। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় আর্জেন্টিনা ও পর্তুগিজ তারকার উপস্থিতি কোনো চমক নয়! বর্তমান ফুটবল বাজারে মেসি-রোনালদোর পারফর্মই তো সব। তাই এ দুজনকে হটিয়ে তালিকার তিনে উঠে আসা অন্যদের পক্ষে বেশ কষ্টের। শেষ ৬ মৌসুমজুড়েই ব্যালন ডি'অরের লড়াই মানে মেসি-রোনালদো। এবারও এর ব্যতিক্রম হলো না। ব্যতিক্রম হয় শুধু তৃতীয় নামটিতে। গতবার ছিলেন ফরাসি ফরোয়ার্ড ফ্রাঙ্ক রিবেরি; আর এ জায়গায় এবার জার্মান গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ার। জার্মানিকে চতুর্থ বিশ্বকাপ এনে দিতে এ গোলরক্ষকের বিশাল ভূমিকা রয়েছে। তাই অনেকটা অত্যাবশ্যকীয়ভাবে ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় ন্যুয়ারের চলে ...

বিগ ব্যাশ খেলবেন সাকিব

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সিরিজ খেলেছেন। আজ ঢাকা প্রিমিয়ার লিগে খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক। বিদেশি লিগ খেলার দ্বারও উন্মোচন হতে যাচ্ছে শিগগিরই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, সাকিবকে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ খেলার অনুমতি দিতে যাচ্ছেন তারা। জাতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পেলেও সাকিবের বিদেশি লিগ খেলার ওপর ১৮ মাসের নিষেধাজ্ঞা রেখে দিয়েছিল বিসিবি। জিম্বাবুয়ে সিরিজে সাকিবের পারফরম্যান্স এবং আচরণে মুগ্ধ হয়ে বিদেশি লিগ খেলার ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন পাপন। সাকিবের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত হয়েছে গতকাল। এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়া বাকি। পাপন জানান, ৪ ডিসেম্বর বিদেশ থেকে ফিরেই ঘোষণাটা দেবেন তিনি_ 'সাকিবের সঙ্গে কথা হয়েছে, ...

কিংস কাপ শেখ জামালের

বছর প্রারম্ভে কলকাতার আইএফএ শিল্ড জেতা হয়নি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ২০১৪'র শেষ ও ২০১৪-১৫ মৌসুম শুরু হলো বর্ণিল-আনন্দে। গতকাল থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ভারতের পুনে ফুটবল ক্লাবকে ১-০ গোলে হারিয়ে কিংস কাপ জিতল শেখ জামাল। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের নতুন মৌসুমের প্রস্তুতি হলো দুর্দান্ত। শেখ জামাল এর আগে প্রিমিয়ার লিগে আবির্ভাব মৌসুমে (২০১০-১১) নেপালের পোখারা শাফল কাপ জিতেছিল। গ্রুপ পর্বে পুনে ৪ ম্যাচ জিতলেও শেখ জামালের ড্র রয়েছে একটা। দ্রুক ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে সূচনার পর থাইল্যান্ডের নাখন রাচাসিমা নেতিবাচক ফুটবলে ভালো খেলেও গোলশূন্য ড্র। দুই বাংলার মর্যাদার ম্যাচে কলকাতা মোহনবাগানকে ৫-৩ গোলে হারায় জামাল। সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ল্যান্ডিংয়ের গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নেপালের মানাং মারসিয়ান্দি ক্লাবকে (২-১) ...

স্কারলেটের গোপন বিয়ে

ক্যাপ্টেন অ্যামেরিকা কিংবা অ্যাভেঞ্জার্স সিরিজের বস্ন্যাক উইডো চরিত্রের রূপদানকারী স্কারলেট জোহানসনের ভক্তদের অাঁতকে ওঠার মতো খবর! তন্বী তরুণী স্কারলেটের হাত এবার বাঁধা পড়েছে ফরাসি সাংবাদিক, প্রেমিক রোমেইন ডোরিয়াকের হাতে। অভিনেতা রায়ান রেনল্ডসের সঙ্গে বৈবাহিক জীবনের ভাঙনের পর স্কারলেট বহুদিন ধরেই একাকিত্বকেই বরণ করার পাঁয়তারা করছিলেন বলে শোনা যায়। পরবর্তী সময়ে রোমেইনের সঙ্গে প্রেমের উড়ু উড়ু খবর ছড়ালেও সেটাকে খুব একটা পাত্তা দেননি তিনি। তবে গেল সেপ্টেম্বরে প্রেমিক রোমেইনের সঙ্গে সম্পর্কের ফল হিসেবে মা হওয়ার পরপরই খুব গোপন পরিসরে নাকি বিয়েটাও সেরে ফেলেছেন দুজন। সম্প্রতি এক অনুষ্ঠানে সোনার আংটি-পরিহিত স্কারলেটকে পাপারাজ্জিরা আবিষ্কার করলে গুঞ্জনের ঝড় ওঠে। আর তারই সূত্র ধরে স্কারলেট-রোমেইনের ঘনিষ্ঠ, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এ বিয়ের গোপন তথ্য ফাঁস ...

ফেসবুক হোক শুভ চিন্তার বাতায়ন

ফেসবুক এখন পৃথিবীর অন্যতম আলোচিত মিডিয়া। এক নতুন শক্তির নাম ফেসবুক। এর নেতিবাচক ব্যবহার যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ইতিবাচক ব্যবহারও। একদিকে এর মাধ্যমে দুষ্কৃতকারীরা মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। অশ্লীলতা ও নগ্নতাকে সহনীয় করে তুলছে। অন্যদিকে এর মাধ্যমে হাজারও মুসলিম ভাইবোন নিজেদের কল্যাণকর চিন্তা ও জনহিতকর ধারণা অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। শুদ্ধ বিশ্বাস ও শুভ চিন্তার প্রসারও সহজ হয়ে গেছে। বর্তমানে তাই নেককার মুত্তাকি লোকদেরও দেখা যাচ্ছে ফেসবুকে। বিশ্বের খ্যাতিমান যুগসচেতন সব আলেমই আছেন ফেসবুকে। ড. আরিফি, ড. আয়েজ আল কারনিসহ আরব বিশ্বের বিখ্যাত সব ইসলাম প্রচারক, ভারতের সমকালের সেরা মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ রহমানী, পাকিস্তানের বিখ্যাত তাবলিগি মুরবি্ব ডা. মাওলানা তারেক জামিলসহ প্রাচ্য-পাশ্চাত্যের সবাই এখন ফেসবুকে ইতিবাচক কাজ করে যাচ্ছেন। ফেসবুকে ...

মেধা আর শ্রমে অভাব জয়

যৌতুকের দাবি পূরণ করতে না পারায় বিয়ের ছয় মাস পরই লাভলী বেগমকে স্বামীগৃহ ত্যাগ করতে হয়েছিল। দরিদ্র বাবার বাড়িতে ফিরে এসে অভাবের তাড়নায় তিনি ছিলেন দিশেহারা। সেই লাভলী বেগমের মুখে এখন হাসি। অদম্য সাহস আর পরিশ্রমের মাধ্যমে বাবার সংসারে থেকেই তিনি সচ্ছলতা নিয়ে এসেছেন পরিবারে। শুধু তাই নয়, বিদেশেও তিনি প্রশিক্ষণ নিয়েছেন। কৃষি ক্ষেত্রে অবদানের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামে এক দরিদ্র পরিবারে লাভলীর জন্ম। সামান্য কৃষিকাজ আর দিনমজুরির মাধ্যমে তার দরিদ্র বাবা সংসার চালাচ্ছিলেন। ১২ বছর আগে স্বামী পরিত্যক্তা হয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। বাবার অভাবের সংসারে 'নুন আনতে পান্তা ফুরায়' অবস্থা। এ সময় লাভলী নিজের চিন্তা না করে পিতার সাত সদস্যের সংসারের ...

বেশি বেশি সবজি

সারা বছরই শাকসবজি পাওয়া যায়। তবে শীত মৌসুমে শাকসবজি দেখা যায় হরেক রকমের। তেমন কিছু চেনা শাকসবজির রেসিপি দিয়েই জীবনশৈলীর এবারের স্পেশাল সংখ্যা। রেসিপিগুলো দিয়েছেন রন্ধনশিল্পী আলিয়া ওহাব ও আফরোজা সালেহীন।  

মৌলভীবাজারে প্রতিবন্ধী দিবস পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে মঙ্গলবার সকালে। দিবসটি এ উপলক্ষে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ র‌্যালীতে অংশ নেন।  

রাজনগরে জামায়াত নেতা গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২ নম্বর উত্তরভাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল হান্নানকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ছোয়াব আলী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা হরতালের দিন রাজনগরের মহলাল এলাকায় গাড় ভাঙচুরের ঘটনা ঘটনার মামলায় থাকে গ্রেফতার করা হয়।

গবেষক ইসমাইলের মৃত্যুবার্ষিকী আজ

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিশিষ্ট লোকজ গবেষক ও লেখক তরফদার মোহাম্মদ ইসমাইলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৩ সালের ৩ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। তরফদার মোহাম্মদ ইসমাইল ১৯৫১ সালের ১৪ এপ্রিল চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসহাক তরফদার। তরফদার মোহাম্মদ ইসমাইল বেড়ে উঠেন হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। ছাত্রজীবনেই তার লেখালেখি শুরু। যৌবনে তিনি ‘নবারুণ সাহিত্য সাময়িকী’ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি পাস করে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘদিন বিভাগীয় খাদ্য পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

পুলিশের মালামাল চুরির অভিযোগে ২ যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ শহরের অনন্তপুর থেকে পুলিশের মালামাল চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে। পুলিশ সুত্র জানায়, শহরের অনন্তপুর এলাকা জনৈক ব্যাক্তির বাসার বাড়াটিয়া বাবুল মিয়ার পুত্র ইকবাল মিয়া ও একই এলাকার আজিজুর রহমানের পুত্র মতিউর রহমান হবিগঞ্জ সদর থানার এক দারোগার মানি ব্যাগ সম্প্রতি চুরি করে নিয়ে যায়। এর পর থেকে পুলিশ তাদেরকে হণ্যে হয়ে খুজতে থাকে। কিন্তু তারা পুলিশের চোখ ফাকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গত সোমবার উল্লেখিতরা আবারো ওই এই এলাকার এক নিমার্ণ শ্রমিকের মালামাল চুরি করে নেয়। পরে পুলিশ শহরের অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া মানি ব্যাগ ও নির্মাণ শ্রমিকের মালামাল উদ্ধার করে। তাদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় একাধিক চুরি ...

শায়েস্তাগঞ্জের রউফ ডাক্তার আর নেই

প্রথম সেবা শোক.. হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের বিশিষ্ট চিকিৎসক আব্দুর রউফ (রউফ ডাক্তার) আর নেই। বুধবার ভোর ৫টা ১০মিনিটে ঢাকা বারডেম হাসপাতালে চিৎিসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর।মরহুমের পরিবার সূত্রে জানা যায়, তিনি হার্টের বিভিন্ন সমস্যায় ভূগছিলেন। মরহুরেম গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের তাউশি গ্রামে।মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য আত্নীয়স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।চিকিৎসক হিসেবে হাড় ভাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা করতেন তিনি ।ভিজিট কম থাকায় প্রতিদিন রোগিদের উপছেপড়া ভীড় লেগেই থাকত। তিনি নিজের হাত দিয়ে লিখতে না পরায় উনার কম্পাউন্ডার প্রেসক্রিপশন লিখে দিত। অসহায় মানুষরা চিকিৎসা করতে আসলে তিনি কোন ভিজিট নিতেন না। কিছু ঔষধ ও দিতের ফ্রি।এই দযাবান ডাক্তারকে হারিয়ে ...

বাহুবলে স্বাক্ষর জাল করায় আটক ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন চেয়ারম্যানের শীল স্বাক্ষর জাল করার অপরাধে এক যুবকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ। জানা যায়, উপজেলার মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়ালের শীল ও স্বাক্ষর জ্বাল করায় একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের নঈমুল্লাহ ওরফে দুলাই মিয়ার ছেলে বিলাল মিয়া (৩৫)। বিলাল মিয়া একটি সিটিং মামলার ওয়ারেন্টের আসামী বলে জানান বাহুবল মডেল থানার ওসি। তিনি জানান, আসামিকে কোর্টে চালান দেওয়ার সময় চেয়ারম্যান সার্টিফিকেট জাল সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতাস্বিকার করেন। জাল সার্টিফিকেট তৈরিতে সহযোগিতা করায় তার স্ত্রী বিলকিস বেগম ও চক হাবিজপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ফাকু মিয়াকে (৩২) আটক করে থানায নিয়ে আসা হয়। বেলা আড়াইটা  এ রিপোর্ট লেখা পর্যন্ত বিলকিস বেগম ও ফাকু মিয়াকে থানা হাজতে আটকে ...

শায়েস্তাগঞ্জে বাস চাপায় নিহত ১

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় বাসের চাপায়  অজ্ঞাত পুরুষ  (৪৫)   নিহত হয়েছেন। বুধবার বেলা সোয়া ২টায় দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ওই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি  উবাহাটা গ্রামের জলিল মিযার বাড়িতে ধান কাটার জন্য যাচ্ছিল। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

চুনারুঘাটে হজ্ব বিষয়ক সেমিনার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে আশরাফ ট্র্যাভেলস এর উদ্যোগে হজ্ব ও  ওমরা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট মধ্য বাজারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র মক্কার দক্ষিন এশিয়ার হজ্ব বিষয়ক মুয়াল্লেম ফোয়াদ আব্দুর রহমান আল কাতিব্। শায়খুল হাদিস আল্লামা তোফাজ্জল হকের সভাপতিত্বে ও চুনারুঘাট জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ডাঃ আহমদ ফুয়াদ মোহাম্মদ আমীন কাতিব, চ্যালেঞ্জার ট্রেভেলস এর স্বত্বাধিকারী সৈয়দ গোলাম সারওয়ার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন। এতে আলোচনা করেন ন্যাশনাল ওভারসিজ এর স্বত্বাধিকারী আমিনুর রশিদ বরুন, আলহাজ্ব মনির হোসাইন, মোহাম্মদ মুশফিকুর ...

চুনারুঘাটে প্রতিবন্ধি দিবসে র‌্যালী

কাজী সুজন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাটে ২৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকালে চুনারুঘাট আদর্শ প্রতিবন্ধি  কল্যান সংস্থা একটি র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ১১টায় র‌্যালী শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা মোঃ মাশহুদুল কবির এর সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের , সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি সাফিয়া আক্তার,সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম পাটুয়ারী, সাংবাদিক মোঃ হাসান আলী, কাজী সুজন, মোঃ দুলাল মিয়া, প্রতিবন্ধি সেবা সংস্থার কনসালটেন্ড জামালুল করিম , প্রতিবন্ধি সংস্থার সভাপতি বাবরু মিয়া,সাধারণ সম্পাদক কবির মিয়া। প্রতিবন্ধিরা  একটি অফিস, একটি মার্কেট সহ তাদের ...

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে চুরি সংগঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের পান্ডব দেবের বাড়ীতে গত শনিবার রাতে এক চুরি সংগঠিত হয়েছে। চোরেরা এ সময় ঘরের দরজা ভেঙ্গে নগদ টাকা একটি হারমোনিয়াম, কাপড়চোপড়সহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। বিষিয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। সম্প্রতি নবীগঞ্জ পৌর এলাকার বিভন্ন গ্রামে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় গ্রাম পাহাড়ার ব্যবস্থা জোরদার করা হয়েছে। ফলে সাধারন মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।