গবেষক ইসমাইলের মৃত্যুবার্ষিকী আজ

হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট বিভাগের বিশিষ্ট লোকজ গবেষক ও লেখক তরফদার মোহাম্মদ ইসমাইলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। ২০১৩ সালের ৩ ডিসেম্বর সকাল ৭টা ২০ মিনিটে তিনি ঢাকার বারডেম হাসপাতালে মারা যান।

তরফদার মোহাম্মদ ইসমাইল ১৯৫১ সালের ১৪ এপ্রিল চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইসহাক তরফদার। তরফদার মোহাম্মদ ইসমাইল বেড়ে উঠেন হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায়। ছাত্রজীবনেই তার লেখালেখি শুরু। যৌবনে তিনি ‘নবারুণ সাহিত্য সাময়িকী’ নামে সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। ১৯৭৩ সালে স্নাতক ডিগ্রি পাস করে সরকারি চাকরিতে যোগ দেন। দীর্ঘদিন বিভাগীয় খাদ্য পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *