Daily Archives: December 26, 2014

আব্দুল হান্নান চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট শিক্ষাবিদ ও জেলা স্কুল পরিদর্শক মরহুম আব্দুল হান্নান চৌধুরী ১৯২১ সনে হবিগঞ্জের দরিয়াপুরে জন্মগ্রহণ করেন। উনার পিতা ডাঃ আব্দুল মান্নান চৌধুরী স্বদেশী আন্দোলনের নেতা ছিলেন। উনি ১৯২১ সালে মারা যান। জনাব আব্দুল হান্নান চৌধুরী ১৯৩৯ সনে করিমগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় হইতে এন্টার্ন্স এ ডিষ্টিংসন পান। ১৯৪১ সনে রাজশাহী সরকারী কলেজ হইতে আই.এ এবং ১৯৪৩ সনে চট্টগ্রাম সরকারী কলেজ থেকে বি.এ পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এম.এ পড়েন। পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধে আসামের পাথারকান্দি এয়ারপোর্টে ব্রিটিশ বিমান বাহিনীতে এরোড্রাম অফিসারের চাকরী করেন। পরবর্তীতে ভাঙ্গায় সাব-রেজিষ্টার, হালিয়কান্দিতে শিক্ষকতা ও আসাম সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করেন। দেশ বিভাগের পরবর্তীতে মৌলভীবাজার সরকারী স্কুল ও হবিগঞ্জ সরকারী স্কুলে চাকুরী করেন। সিলেট, হবিগঞ্জ, বগুড়া, চট্টগ্রামে মহকুমা ও জেলা শিক্ষা কর্মকর্তা ...

মাওলানা নেজাম উদ্দিন অার নেই

হবিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে অামীর অালহাজ্ব মাওলানা নেজাম উদ্দিন আর নেই। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি ঢাকায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ সভায় বক্তব্য প্রদানকালে অসুস্থ হয়ে পরলে তাৎক্ষনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। উনার গ্রামের বাড়ি বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সাংবাদিক এফ আর হারিছ।

হবিগঞ্জে অসুস্থ পিতার খোঁজ নিচ্ছে না ছেলে

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): “আমার সংসার স্ত্রী সন্তান রাইখাও তিন বছর ধইড়্যা আরডি হলের বারন্দায় থাইক্যা জীবনের লগে যুদ্ধ করে আইছি, আপনারা আমারে আমার সংসারে নিয়া যান, নইলে বিনা চিকিৎসায় হাসপাতালে আমার মরণ হইব, রিক্সা চালিয়ে জীবনের সমস্ত আয়ের টাকা দিয়া পোলাপাইনরে মানুষ করছি কিন্তু ওরা আমারে এক নজর দেখতে হাসপাতালে আসে না” এমনি ভাবে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বজনহারা এক পিতার আর্তনাদ শুনলে চোখের পানি ধরে রাখা যায়না। তাহার নাম রফিক মিয়া। বয়স অনুমান ৫৫ বছর। মৌলভীবাজার জেলার কলমগঞ্জ উপজেলার ভানুগাছ গ্রামে তার জন্ম। একই গ্রামে থাকার সুবাদে পরিচয় হয় বানিয়াঙ্গের কতিপয় এক কবিরাজের সাথে। উপার্জনের তাগিদে কুড়ি বছর বয়সে বানিয়াচঙ্গ উপজেলার আমিরখানী গ্রামে সেই কবিরাজের হাত ধরে চলে আসেন রফিক। সেখানে ...

চুনারুঘােটে সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী আহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বখাটে সন্ত্রাসীদের হামলায় এক রিক্সা চালক ও তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সন্ত্রাসীরা রিক্সাটিও ভাংচুর করে শুক্রবার দুপুর এ ঘটনাটি ঘটে। জানা যায়, উপজেলার দেওরগাছ ইউনিয়নের বাঘারুক গ্রামের দিনমজুর আব্দুল আজিজ মিয়া (৩৫) রিক্সা চালক ও তার স্ত্রী ফাতেমা খাতুন (২৫) কে দায়ের কুপে, রড ও লাটিসোটা নিয়ে হামলা চালায় একই গ্রামের আব্দুল জাহিরের পুত্র কাওছার (২৫), জুয়েল (২০), আব্দুল হাই (২৪), জার্নাল (২৮) দীর্ঘদিন ধরে চলতে থাকে পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীরা উক্ত হামলা চালায় উত্তেজিত হয়ে রিক্সা চালকের আজিজ মিয়ার সাথে কথা কাটাকাটি হলে এ সময় তার স্ত্রী বাধা দিতে যাইয়া এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে রিক্সা চালক আজিজ ও তার স্ত্রী ...