Daily Archives: December 1, 2014

চুনারুঘাটে অধ্যক্ষের অপসারণের দাবী

খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ):  হবিগঞ্জের চুনারুঘাট সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারণের দাবীতে সোমবার সকালে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করেছে। অন্যদিকে একই অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবীতে শিক্ষক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছে। অধ্যক্ষকে অপসারণ না করা পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা কলেজে না যাওয়ার ঘোষণা দেন। পরক্ষণে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা সদর পদক্ষিণ করে। পরে চুনারুঘাট উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। ৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কলেজের অর্ধ বার্ষিক পরীক্ষা হওয়ার কথা থাকলেও কলেজের অধ্যক্ষ কবির আহমেদ পাটোয়ারীর অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। অভিযোগে জানা যায়, প্রফেসর কবির আহমদ পাটোয়ারী গত  ১৫ জুলাই চুনারুঘাট কলেজে যোগ দেয়ার পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এসবের প্রতিবাদ করায় তিনি কয়েকজন ছাত্র-ছাত্রী, ...

নিষিদ্ধ থাকার পরও মহাসড়কে ট্রাক্টর

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): নিষিদ্ধ থাকার পরও ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া ভাবে চলাচল করায় শায়েস্তাগঞ্জে ৩ ট্রাক্টর আটক করেছে থানা পুলিশ। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে ১লা ডিসেম্বর থেকে ট্রাক্টর চলাচল বন্ধ করার ঘোষনা দিয়েছে প্রশাসন। মহাসড়কে ট্রাক্টর চলাচলের কারণে আস্বাভাবিক ভাবে দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে গত ২৪ নভেম্বর আইন শৃংখলা কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করে এ সিদ্ধান্ত নেয় হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সংবাদ পত্রে প্রদত্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বিবৃতিতে বলা হয় ১লা ডিসেম্বর থেকে মহাসড়কে জেলার সকল সড়কে পুলিশের বিশেষ অভিযান শুরু হবে। এ সিদ্ধান্ত অমান্য করে যারা পাওয়ার ট্রলি, ট্রাক্টর চালাবে তাদের বিরোদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ...

সামাজিক উন্নয়নের প্রতিষ্ঠাতা রমিজ উদ্দিন আর নেই

স্টাফ রিপোর্টার ...চুনারুঘাট পৌরসভার সদ্য প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর ভগ্নিপতি হবিগঞ্জ মহকুমার প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগের সভাপতি মোঃ রমিজ উদ্দিন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না....রাজিউন। গত শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের বড়াইল গ্রামস্থ তার নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তিনি রমিজ মডেল ও সামাজিক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি হোম সেভিং ব্যাংক নামে প্রতিদিন অর্থ জমা রাখার পদ্ধতি আবিস্কার করে খ্যাতি অর্জন করেন। তার মৃত্যুতে চুনারুঘাটে শোকের ছায়া নেমে আসে। তিনি প্রয়াত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফারুক উদ্দিনের ভগ্নিপতি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ১ কন্যাসহ অনেক গুনগাহী রেখে গেছেন। গত শনিবার বাদ জোহর চুনারুঘাট সদর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামায শেষে পারিবারিক ...

হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩২ আসামী গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ...হবিগঞ্জ জেলার ৯ থানায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, ধর্ষনসহ বিভিন্ন মামলার ৩২ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে সহকারি পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মাঝে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২৪ জন ও নিয়মিত মামলার ৮ জন রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনিই গুরু মারার শীর্ষ

ইসমইল হোসেন বাচ্চু॥ তিনিই গুরু মারার শীর্ষ। আসলে তিনি কে? প্রশ্নটি কঠিন হলেও উত্তরটি খুবই সহজ। গল্পটি শুনুন। গ্রামের প্রভাবশালী মাতব্বর। নাম দস্তখততো দুরের কথা কোনদিন বিদ্যালয়ের বারেন্দায়ও গেছে বলে কেউ দেখেনি। তবে কথা বার্তায় এমন পটু উচ্চ শিক্ষিতরাই তার কাছে হার মানতে বাধ্য। তার পরও মনে মনে চিন্তা করলো কিছু একটা শিখার দরকার। গেলো গ্রামের উত্তর পাড়ের বাসিন্দা পন্ডিত মহাশয়ের কাছে। গিয়ে বললো, গুরু মহাশয়, আপনিতো অনেক জ্ঞানী। আমাকে কিছু শেখাবেন? গুরু মহাশয় রাজী হয়ে বললেন, হ্যা অবশ্যই। তুমিতো বড় মাতব্বর। তোমাকে আমি...........। যাক.......।  আমি যা বলবো তুমি তাই বলবে। এতে মাতব্বর রাজী হলো। গুরু  মহাশয়ের বানী-তুই ক, নম। মাতব্বরের বানী তুই ক নম। গুরু মহাশয়- না না এভাবে নয়-তুই ...

বাংলাদেশের মন মাতানো জয়

বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ–জিম্বাবুয়ের পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে নিয়ে উত্তেজনার তেমন কিছুই ছিল না। প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা টাইগাররা আগেই সম্পন্ন করেছিল। কিন্তু সিরিজ জেতার পর থেকেই আকাশে বাতাসে একটাই আলোচনা ওয়ানডেতেও জিম্বাবুয়কে উপহার দিতে হবে ‘বাংলাওয়াশ’। সিরিজের শেষ ম্যাচে সেই প্রশ্নের উওর দিতেই নেমেছিল মাশরাফিরা। পাঁচ উইকেটের জয় তুলে নিয়ে তুলির শেষ আচঁড়টা বেশ সফলভাবেই দিয়েছে স্বাগতিকরা। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হ্যাটট্রিক হিরো তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্নিতেই ১২৯ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। তাইজুল ১১ রান দিয়ে নেন চার উইকেট। এছাড়া সাকিব আল হাসান নেন তিন উইকেট এবং জুবায়ের হোসেন নেন দুই উইকেট। জিম্বাবুয়ের হয়ে হ্যামিল্টন মাসাকাদজা করেন ৫২ রান। ২৪.৩ ওভারে জিম্বাবুয়ের দেয়া ১২৯ ...

চুনারুঘাটে গিয়াস উদ্দিন লন্ডন উদ্যোগে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রির্পোটার॥ চুনারুঘাটে দুস্থ ও অসচ্ছলদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামে লন্ডন প্রবাসী মোঃ গিয়াস উদ্দিন। গতকাল সোমবার সকাল ১২ টায় চুনারুঘাট উত্তর বাজারে অসংখ্য দুস্থ ও অসচ্ছলদের মাঝে তিনি এই শিতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আজগর আলী, মোঃ তাউস মিয়া, আঃ কদ্দুছ ঠিকাদার, আলমগীর কবির, নাজমুল আলম পারভেজ, আরব আলী, ফজলু মিয়া প্রমখ। এছাড়া গিয়াস উদ্দিন লন্ডনী চলতি বছরে চুনারুঘাটের কেউন্দা গ্রামে গুনীগন সংবর্ধনা ও হবিগঞ্জ কোর্ট স্টেশনে দুস্থদের মাঝে শীত বস্ত বিতরণ করেন। তাছাড়া গ্রামের অনাত ও গরীবদের ছাত্র ছাত্রীদের লেখা পড়ার বিষয়ে সহযোগীতা করে আসছেন।