তিনিই গুরু মারার শীর্ষ

ইসমইল হোসেন বাচ্চু॥ তিনিই গুরু মারার শীর্ষ। আসলে তিনি কে? প্রশ্নটি কঠিন হলেও উত্তরটি খুবই সহজ। গল্পটি শুনুন। গ্রামের প্রভাবশালী মাতব্বর। নাম দস্তখততো দুরের কথা কোনদিন বিদ্যালয়ের বারেন্দায়ও গেছে বলে কেউ দেখেনি। তবে কথা বার্তায় এমন পটু উচ্চ শিক্ষিতরাই তার কাছে হার মানতে বাধ্য। তার পরও মনে মনে চিন্তা করলো কিছু একটা শিখার দরকার। গেলো গ্রামের উত্তর পাড়ের বাসিন্দা পন্ডিত মহাশয়ের কাছে। গিয়ে বললো, গুরু মহাশয়, আপনিতো অনেক জ্ঞানী। আমাকে কিছু শেখাবেন? গুরু মহাশয় রাজী হয়ে বললেন, হ্যা অবশ্যই। তুমিতো বড় মাতব্বর। তোমাকে আমি………..। যাক…….।  আমি যা বলবো তুমি তাই বলবে। এতে মাতব্বর রাজী হলো। গুরু  মহাশয়ের বানী-তুই ক, নম। মাতব্বরের বানী তুই ক নম। গুরু মহাশয়- না না এভাবে নয়-তুই ক নম। মাতব্বর- না না এভাবে না, তুই ক নম। গুরু মহাশয় রেগে উঠে বললেন, তুইতো আমার কাছে শিখতে এসেছিস আর তুই। গুরুর মতো মাতব্বর রেগে উঠে বললো, তুই……। এক পর্যায়ে গুরু রেগে বললেন, তুই গুরু মারার শীর্ষ। তারপর……..। প্রিয় পাঠক। একটু চিন্তা করে দেখুন। আপনার পাশে কত গুরু মারার শীর্ষ রয়েছে। যাকে  আপনী হাত ধরে কাজ শিখিয়েছেন, চাকুরী দিয়েছেন, পথ শিখিয়েছেন। যে আজ স্বয়ং সম্পন্ন। অথচ সে আজ আপনাকে এড়িয়ে চলার চেষ্টা করে। যেন আপনাকে চিনেইনা। এমনকি আপনার নামও শুনতে চায়না। নাম শুনলে উল্টো কত কথা বলে বেড়ায়। যে লোকটি তার প্রতিকুল অবস্থার সময়  আপনার সহযোগীতা নিয়েছে। অথচ বিপদ কেটেছে তো……….। কথায় বলে- নদী পেরুলো খেয়া ঘাটের মাঝি শালা ।  যারা উপকার স্বীকার করেনা, এমন ব্যক্তিদেরকে এড়িয়ে চলাই ভালো। একটি হাসির গল্প শুনুন। ব্যাকরণে সবাই কারক পড়েছে ৬ প্রকার। আর বর্তমান প্রতিযোগীতার সমাজে কারক হলো দুই প্রকার। (১) উপকার কারক (২) ক্ষতিকারক। অর্থাৎ আপনি যে অসহায়কে সহায়তা দিয়েছেন তাই আপনি উপকার কারক। আর আপনার উপকার নিয়ে যে ব্যক্তিটি আজ আপনাকে স্বীকার না করে উল্টো আপনার নানা ক্ষতির চিন্তা করছে-সে হলো ক্ষতি কারক। উপকার করবেন  অবশ্যই। তবে বুঝে শুনে করবেন। যারা উপকার স্বীকার করেনা এমন প্রকৃতির মানুুুষকে চিহিৃত করে রাখবেন। না হলে………। মূলতঃ এরাই গুরু মারার শীর্ষ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *