Daily Archives: December 18, 2014

চুনারুঘাট থানার এস আই জাহিদ শ্রেষ্ট পদক পেলেন

 খন্দকার আলাউদ্দিন ॥ হবিগঞ্জের চুনারুঘাট থানার এস আই আবু আব্দুল্লাহ জাহিদ এর কর্মেেত্র সফল হওয়ায় সিলেট বিভাগের মধ্যে শ্রেষ্ট এস আই হিসাবে সম্মাননা পদক পেলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ডিআইজি কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে এস আই জাহিদকে এ সম্মাননা পদক ডিআইজি মিজানুর রহমান প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের ডিআইজি মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ও সিলেট বিভাগের সকল জেলার পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা। আবু আব্দুল্লাহ জাহিদ সকলে কাছে দোয়া ও আশীবাদ জানান।  

সৈনিক সংস্থার সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মাজারে পুস্পস্তবক অর্পণ

সৈনিক সংস্থার সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মাজারে পুস্পস্তবক অর্পণ মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা সৈনিক সংস্থার পক্ষ থেকে সাবেক সৈনিক সংস্থার সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা রজাউল হাই চৌধুরীকে সৈনিক সংস্থার সভাপতি শাহ্ কিম্মত আলীসহ সম্পাদক মোঃ আবদুল হাই  আরও অনেক তার মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।  

ট্রাক-সিএনজি, চান্দের গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মা মেয়েসহ ৮ জন নিহত ও অন্তত ১২ জন আহত

জাকারিয়া চৌধুরী ॥ ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সদর উপজেলার সুতাং ব্রিজের কাছে ট্রাক-সিএনজি, চান্দের গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে মা মেয়েসহ ৮ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর ও সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতমঙ্গলবার সকাল ৭টার দিকে ঘন কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে শাহজিবাজারের ফতেগাজীর  মেলা থেকে হবিগঞ্জ শহরে একটি ছান্দেরগাড়ির মহাসড়কের সুতাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় শায়েস্তাগঞ্জ থেকে মাধবপুরগামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে চতুরমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত অনন্ত ১৭ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর ৪ জনের মৃত্যু হয়। এবং সিলেট মেডিকেল কলেজ ...

বাংলাদেশ নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা

সভা সমিতি অনুষ্ঠান সংক্রান্ত বাধা-নিষেধ-নির্বাচনের উদ্দেশ্যে ক.পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না। খ. দফা(ক) তে যাহা কিছুই থাকুক না কেন জনগণের চলাচলের বিঘœ সৃষ্টি করিতে পারে এইরূপ কোন সড়কে প্রতিদ্বন্দ্বী প্রীর্থীর পে কোন ব্যক্তি পথসভা করিবেন না বা তদুদ্দেশ্যে কোন মঞ্চ তৈরী করিতে পারিবেন না। ২.মিছিল বা শোডাউন সংক্রন্ত বাধা নিষেধ। ৩.নির্বাচনের দিন যানবাহন ব্যবহার সংক্রন্ত বাধা নিষেধ। ৪.গেইট, তোরণ বা ঘের নির্মাণ প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা নিষেধ। ৫. প্রচারণামূলক বক্তব্য খাদ্য পরিবেশন উপটৌকন প্রদান সংক্রান্ত বাধা নিষেধ। ৬.উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান এবং উচ্ছৃংখন আচরণ সংক্রান্ত বাধা নিষেধ। ৭.ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা নিষেধ। ৮.মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ। ৯.সরকারি সুবিধাভোগী কতিপয় নির্বাচনী প্রচারণা এবং সরকারী সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা ...

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণা ॥ উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণার কাজে সরকারি গাড়ি ব্যবহার করায় উপজেলা চেয়ারম্যানের গাড়ি জব্দ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্ণিং অফিসার গাড়িটি তার কাছ থেকে নিজের কার্যালয়ে নিয়ে যান। একই সাথে নির্বাচনী জনসভায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুদান দেয়ার প্রতিশ্র“তির অভিযোগ সত্য কি-না তাও উপজেলা চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হয়েছে। জানা যায়, উপজেলা চেয়ারম্যান আবু তাহের সরকারি গাড়ি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ভাতিজা সাইফুল আলম রুবেলের পক্ষে প্রচারণায় অংশ নেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এছাড়া তিনি ভাতিজার নির্বাচনী সভায় বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কর্মকান্ডে অনুদান দেয়ার প্রতিশ্র“তি দেন। এসব ব্যাপারে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা অভিযোগ করলে উপরোক্ত পদক্ষেপ নেন রিটার্ণিং অফিসার। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী ...

শায়েস্তাগঞ্জে ট্রাক্টর মালিক-শ্রমিক সংগঠনের কর্মসূচি স্থগিত

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: শায়েস্তাগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরী সভায়  ২০ ডিসেম্বর পর্যন্ত সকল কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এস আর হোটেলের সামনে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল মিয়া মেম্বার। সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল মিয়া মেম্বারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন রফিক মিয়া, আব্দুস সহিদ, হেলাল আহমেদ চিশতী, সামাদ মিয়া মেম্বার, আব্দুর রহমান, সত্য গোপাল দাশ চৌধুরী, আজগর মিয়া প্রমুখ। সভায় বক্তারা সরকারদলীয় নেতৃবৃন্দের আশ্বাসে সকল ট্রাক্টর মালিক ও শ্রমিকগণ আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেলায় সকল কর্মসূচি স্থগিত রাখার ঘোষণা দেন।

রুবেল-হ্যাপির প্রেমালাপ ফাঁস

বিনোদন ডেস্ক: ক্রিকেটার রুবেল হোসেন ও উঠতি চিত্র নায়িকা নাজনিন আক্তার হ্যাপির মধ্যে মোবাইল ফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। পাঠকদের সামনে তার কিছু অংশ তুলে ধরা হলো : রুবেল : এটা তুমিও জানো আমিও জানি হ্যাপি : আমি এগুলো শুনতে চাইনা রুবেল : এর মতো চরম সত্য কথা দুনিয়াতে আর নেই। হ্যাপি : এটা কিসের সত্য কথা ? আপনি আমাকে আজকে যে মনোভাব দ্যাখাইছেন না? আপনি একজন সেলিব্রেটি আমি আপনার মত সেলিব্রেটিকে…..(অশ্লীল) সে যত বড় সেলিব্রেটি হোক না কেন? রুবেল : মেজাজটা গরম করছো কেন? কী বলছো তোমার মাথা ঠিক আছে? তুমি এগুলো কী বলছো ? তোর সাথে  সেলিব্রেটি…(অশ্লীল) হ্যাপি : না আমার মনে হচ্ছে আমি একজন সেলিব্রেটিকে ফোন দিছি, যে মহা ব্যস্ত। রুবেল : সেলিব্রেটিকে ফোন ...