বাংলাদেশ নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা

সভা সমিতি অনুষ্ঠান সংক্রান্ত বাধা-নিষেধ-নির্বাচনের উদ্দেশ্যে

ক.পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করা যাইবে না।
খ. দফা(ক) তে যাহা কিছুই থাকুক না কেন জনগণের চলাচলের বিঘœ সৃষ্টি করিতে পারে এইরূপ কোন সড়কে প্রতিদ্বন্দ্বী প্রীর্থীর পে কোন ব্যক্তি পথসভা করিবেন না বা তদুদ্দেশ্যে কোন মঞ্চ তৈরী করিতে পারিবেন না।
২.মিছিল বা শোডাউন সংক্রন্ত বাধা নিষেধ।
৩.নির্বাচনের দিন যানবাহন ব্যবহার সংক্রন্ত বাধা নিষেধ।
৪.গেইট, তোরণ বা ঘের নির্মাণ প্যান্ডেল বা ক্যাম্প স্থাপন ও আলোকসজ্জাকরণ সংক্রান্ত বাধা নিষেধ।
৫. প্রচারণামূলক বক্তব্য খাদ্য পরিবেশন উপটৌকন প্রদান সংক্রান্ত বাধা নিষেধ।
৬.উস্কানিমূলক বক্তব্য বিবৃতি প্রদান এবং উচ্ছৃংখন আচরণ সংক্রান্ত বাধা নিষেধ।
৭.ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা সংক্রান্ত বাধা নিষেধ।
৮.মাইক্রোফোন ব্যবহার সংক্রান্ত বাধা নিষেধ।
৯.সরকারি সুবিধাভোগী কতিপয় নির্বাচনী প্রচারণা এবং সরকারী সুযোগ সুবিধা সংক্রান্ত বাধা নিষেধ।
১০.উন্নয়নমূলক প্রকল্প অনুমোদন ও অর্থমুক্তি সংক্রান্ত বাধা নিষেধ।
১১. ভোটকেন্দ্র প্রবেশধিকার।
ক.ভোটকেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা কর্মচারী।
খ. প্রতিদ্বন্দ্বী প্রার্থী
গ.নির্বাচনী এজেন্ট।
ঘ.পোলিং এজেন্ট ও কমিশন কর্তৃক অনুমোদিত ব্যক্তি এবং ভোটারগণ প্রবেশ করিতে পারিবেন।
১২.অপরাধ ও শান্তি- কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পে অন্য কোন ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোন বিধান লংঘন করিলে উহা একটি শান্তিযোগ্য অপরাধ বলিয়া গণ্য হইবে এবং উক্তরূপ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ৬ মাস কারাদন্ড অথবা অনধিক ৫০,০০০ হাজার টাকা দন্ডে দন্ডনীয় হইবেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *