Daily Archives: December 16, 2014

শায়েস্তাগঞ্জে ট্রাকচাপায় নিহত ১০

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার সুতাং নামকস্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১০জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকিদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ট্রাক ও একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় গাড়ির পেছনে থাকা যাত্রীবাহী জীপ ও একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে সিএনজির দুই যাত্রী মারা যান। বাকীরা হাসপাতালে মারা যান। নিহত আটজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বানিয়াচং উপজেলার রহমতপুরের হারিস মিয়ার স্ত্রী নৌবল বিবি (৪৫) ও মেয়ে আম্বিয়া খাতুন (৩০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া ...

চুনারুঘাট ফুটবল টুর্নামেন্টে উপজেলা পরিষদ বিজয়ী

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদ একাদশ ও পৌরসভা একাদশ নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে উপজেলা পরিষদ একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ মাশহুদুল কবীর। এতে বক্তব্য রাখেন ভাররপ্রাপ্ত মেয়র হরমুজ আলী, কাউন্সিলর সৈয়দ আলী প্রমুখ। খেলা পরিচালনা করেন ...

চুনারুঘাট হচ্ছে একটি মডেল উপজেলা

চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাশহুদুল কবীর চুনারুঘাটে দক্ষতা ও সুনামের সাথে পালন করছেন তার দায়িত্ব। তিনি ২৪তম বিসিএস এ নিয়োগ প্রাপ্ত জনপ্রশাসন মন্ত্রালয়ের অধীনে সর্বপ্রথম খুলনা বিভাগে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেছেন। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় প্রথম ইউএনও হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মৌলভীবাজারে জেলার রাজনগর উপজেলায় বেশ কিছুদিন দার্য়িত্ব পালন করে বর্তমান চুনারুঘাট উপজেলার গত ২০১৩ সালের ১৬ই মে মাসে যোগদান করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। কবীর ব্রাক্ষনবাড়ীয়ার জন্মগ্রহন করেন ও পিতা সেনাবাহিনীর কর্মকর্তা হওয়ার কারনে ঢাকা সেনা নিবাস এলাকায় বেড়ে উঠেন। ইতিমধ্যে চুনারুঘাটে জনাব কবীর বেশ জনপ্রিয় হয়ে উঠেন তার আন্তরিকতাপূর্ন দায়িত্ব পালনের জন্য। প্রথম সেবা য় চুনারুঘাটের আইনশৃংখলা পরিস্থিতি বর্তমান অবস্থা কেমন? মাশহুদুল ...

ফেইসবুকে আলোচিত শামীম আর নেই

স্টাফ রিপোর্টার :চুনারুঘাটে ফেইসবুকে আলোচিত ক্যান্সার আক্রান্ত কোরানের হাফেজ শামীম আহম্মদ আর নেই। তিনি শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডলস্থ নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না ---- রাজিউন) তার বয়স হয়েছিল ২২ বছর। তিনি দুরারোগ্য রেকটাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিগত জুন মাসে ফেইসবুক বন্ধু ফকির আমিন তার চিকিৎসা সহায়তা নিয়ে একটি স্ট্যাটাস দিলে সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ৩ মাসে তার চিকিৎসা তহবিলে বিপুল পরিমান টাকা জমা করেন সারা বিশ্বের ফেইসবুক বন্ধুরা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর শামীম ও তার বাবা আহম্মদাবাদ ইউপি সদস্য আইয়ুব আলীকে নিয়ে এ প্রতিনিধি ভারতের টাটা মেডিকেল সেন্টারে যান চিকিৎসার জন্য। সেখানকার বিশেষজ্ঞ ডাক্তাররা ২৩ দিন চিকিৎসা কাজ সমাপ্ত ...

২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন

প্রথম সেবা রিপোর্ট : আগামী ২৩ ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন উপলক্ষে প্রচার প্রচারনায় প্রার্থীদের পোস্টার, ব্যানার ও পেস্টুন ছেয়ে গেছে চুনারুঘাট পৌর শহর। নির্বাচনী আমেজ বিরাজ করছে পাড়া মহল্লায়। সব প্রার্থীরা সমর্থকরা পোষ্টার লাগাতে যেন প্রতিযোগীতায় নেমেছেন। পোষ্টার ঝুলানো দেখেই বুঝা যাচ্ছে নির্বাচন সরগরম। ছবিটি গত রবিবার চুনারুঘাট পৌর শহরের মধ্য বাজার থেকে তোলা হয়েছে।

হবিগঞ্জে নদীগুলোর অস্তিত্ব বিপন্ন

হবিগঞ্জ প্রতিনিধি : খোয়াই, সুতাং, কুশিয়ারা,  সোনাই, করাঙ্গী, ঝিংড়ি, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি শৈল্পিক নামের নদীগুলো হবিগঞ্জ জেলাকে মায়ের মতোই আঁচল দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু ভূমি ও বালু দস্যুদের বেপরোয়া তাণ্ডবসহ সুনির্দিষ্ট কিছু কারণে মারূপী নদীগুলোর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। হবিগঞ্জের খোয়াই নদী একসময় খরস্রোতা নদী ছিল। উজানে ভারত সরকারের পানি সীমিতকরণ, দেশের প্রভাবশালী মহল দ্বারা দখল, ড্রেজিং না হওয়া ইত্যাদি কারণে নদীটির ধারা দিন দিন ক্ষীণতর হয়ে যাচ্ছে। অথচ এই নদীর উপর নির্ভরশীল জেলার কৃষি ও বাণিজ্যের বিশাল একটি অংশ। নদী থেকে অবাধে চলছে    বালু উত্তোলন। নদীর বিভিন্ন স্থানে অর্থলোলুপরা প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ উঁচু-নিচু হয়ে পড়েছে। বালু উত্তোলনকারীরা তলদেশের পরিবর্তে দু’পাশের বাঁধের ...

কুষ্টিয়ার জলি চুনারুঘাটে উদ্ধার

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার কুমারখালী থেকে অপহৃত এক নারীকে চুনারুঘাটের পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে চুনারুঘাট থানার একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস.আই আবু আব্দুল্লাহ জাহিদের নেতৃত্বে অভিযান চালিয়ে মিরাশী ইউনিয়নের চামলতলী থেকে জলি (৪২) কে উদ্ধার করা হয়। চামলতলী গ্রামের আঃ হক (৫০) এর নেতৃত্বে একদল ডাকাত কুষ্টিয়ার কুমারখালী এলাকা থেকে অপহরণ করে  চুনারুঘাটের কালেঙ্গার পাহাড়ী এলাকার চামলতলীর আঃ হক এর গোপন আস্তানা থেকে অপহৃত জলিকে উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। মুক্তিপণ আদায়ের লক্ষ্যে জলিকে অপহরণকারী আঃ হক পলাতক রয়েছে। পরবর্তীতে জলিকে কুষ্টিয়া থানা পুলিশের হেফাজতে কুষ্টিয়া থানার জিম্মায় পাঠানো হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার ...

ডাক্তারকে মারধরের ঘটনায় হাসপাতালে কর্মবিরতি

মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কিশলয় সাহার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় হাসপাতালে কর্মবিরতি চলছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেবাশীষ দেবনাথ সাংবাদিক সম্মেলন করে এ কর্মবিরতির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বৃহষ্পতিবার সকাল থেকে জরুরী সেবা ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ কর্মসূচি চলবে। ডাক্তার দেবাশীষ দেবনাথ জানান, গত বুধবার বিকালে কাগজ সত্যায়িত না করায় বাকবিতন্ডার জের ধরে ফরাস উদ্দিন পিন্টুর নেতৃত্বে একদল যুবক মাধবপুর বাজারে ডাক্তার কিশলয়ের চেম্বারে ঢুকে মারধর করে। এ ব্যাপারে কিশলয় ডাক্তার বাদী হয়ে পিন্টু ও তার ভাই  রিফাত উদ্দিনকে আসামী করে মাধবপুর থানায় মামলা দায়ের করছেন। এ ব্যাপারে হবিগঞ্জ বিএমএ বৃহষ্পতিবার রাত ৯টায় জরুরী ...

বাহুবলের চিচিরকোট প্রাথামিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি:বাহুবল উপজেলার চিচিরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত ১০ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অভিযোগ দিয়েছেন। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ওই বিদ্যালয়ে যোগদানের পর থেকেই অনিয়ম ও দুর্নীতি বেড়ে যায়। সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যালয় তালাবদ্ধ থাকে। এলাকাবাসী শিক্ষক শিক্ষিকাদের বলেও কোন কাজ হয়নি।  নিয়মিত তারা ক্লাসও করছেন না। শুধু তাই নই বার্ষিক পরিক্ষাও শুরু হচ্ছে বিলম্বীতভাবে। ফলে শিক্ষার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। প্রায় তিনশত ছাত্র/ছাত্রীর জীবন হচ্ছে বিপন্ন। ৭ জন শিক্ষক-শিক্ষিকা থাকলেও নিয়মিত বিদ্যালয়ে আসেন না কেউই। ম্যানেজিং কমিটির সদস্য আজিজুর রহমান ও কাউছার মিয়া জানান, প্রধান ...

বিশ্বব্যাংকের অর্থ্যায়নে রাস্তার পূর্নসংস্কারের জন্য ব্যায় নির্ধারন

আমুরোড সংবাদদাতা . বিশ্বব্যাংকের অর্থ্যায়নে আমুরোড বাজার থেকে আমু চা-বাগান ভায়া চন্ডিছড়া হয়ে পুরাতন ঢাকা-সিলেট মহা সড়ক পর্যন্ত সংযোগ রাস্তার প্রশস্তকরন ও পূর্নসংস্কারের জন্য ব্যায় নির্ধারন করা হয়েছে। গত বুধবার সকালে হবিগঞ্জ এলজিইডি’র সাব এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার আমীর হোসেন, সোসালিষ্ঠ ইসমাইল হোসেন, উপজেলা সাব এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার আনিছুর রহমান, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সন্জু, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আজাদ, সিনিয়র শিক্ষক আবুল কাশেম, স্থানীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তরফ বার্তার বার্তা-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, আইয়ূব আলী মেম্বার, সমাজসেবক ফজল মিয়া প্রমূখ।

গোপেন্দ্র লাল দাসের পরলোকগমনে শোক

বিজ্ঞপ্তি .. চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর এলাকার প্রাক্তন শিক্ষক গোপেন্দ্র লাল দাস (৫৫) গত শুক্রবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়িতে পরলোকগমন করেছেন (দিব্যান লোকন স গচ্ছতু-তিনি-দিবালোকে গমন করেছেন)। তিনি পরলোকগমন কালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। পরদিন শনিবার চুনারুঘাট উপজেলার শ্রীরামপুর গ্রামের শ্মশানে গোপেন্দ্র লাল দাসের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। প্রাক্তন শিক্ষক পোপেন্দ্র লাল দাসের মৃত্যুর খবর শুনে তার বাড়িতে শেষ শ্রদ্ধা জানান চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি পিপি এডভোকেট আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাসগুপ্ত, নোয়াপাড়া বাজার শিমু ষ্টুডিও প্রোঃ নির্মল বন্ধুদাস।

হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটালে মালিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার ...হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকার রূপালী ম্যানসনে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে মালিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেন্ট্রাল হসপিটালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, হবিগঞ্জ সেন্ট্রাল হসপিটালে বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে হসপিটালের পরিচালক ডাঃ বিভূতি ভূষণ দাসের সাথে অন্যান্য পরিচালকদের বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তি ও হাসপাতালের সকল সমস্যা সমাধান করতে রাতে হাসপাতালের অন্যান্য মালিকদের নিয়ে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বৈঠক করার কথা ছিল। এর মধ্যে বিকেল ৫টায় হাসপাতালে ডাক্তার বিভূতি ভূষণ দাস এলে তার সাথে বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে হাসপাতালের আরেক পরিচালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উত্তেজিত হয়ে ডাক্তার বিভূতি ...

হবিগঞ্জের ৩ ডাকাত চট্টগ্রামে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ৩ ডাকাতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী যমুনাবাদ এলাকার ছুরত আলীর পুত্র জুয়েল মিয়া, দরিয়াপুর গ্রামের উমর আলীর পুত্র কুদরত আলী ও পশ্চিম চরহামুয়া গ্রামের আলী আহাম্মদের পুত্র শামীম মিয়া। পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভন্ন স্থানে দুর্র্ধ্ষ ডাকাতি সংঘটিত করে আসছিল। তাদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। গোপন সূত্রে হবিগঞ্জ ডিবি পুলিশ নিশ্চিত হয় গ্রেফতারকৃত ডাকাতরা চট্টগ্রামে অবস্থান করছে। এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের  এসআই সুদীপ রায় ও লাখাই থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাতে চট্টগ্রাম যান। শুক্রবার ভোরবেলা তারা চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের সহায়তায় ওই থানার ...

বাল্য বিয়ে থেকে রক্ষা পেল কাজল বেগম

মাধবপুর প্রতিনিধি .. মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী কাজল বেগম।শুক্রবার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে চৌমুহনী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেনীর ছাত্রী কাজল বেগমের সঙ্গে  একই উপজেলার বহরা গ্রামের সোহাগ মিয়ার সঙ্গে বিয়ে ঠিক হয়। শুক্রবার দুপুরে বিয়ের আয়োজন করা হলে     এ সংবাদ পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ বন্ধ করে মেয়ের বাবা কে আটক করা হয়। পরবর্তীতে কাজলের বাবা আব্দুর রউফ মুছলেখা দিলে তাকে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

হবিগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার ৫১

হবিগঞ্জ প্রতিনিধি .. হবিগঞ্জের নয়টি থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার ভোর ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (হবিগঞ্জ সদর) মাসুদুর রহমান মনির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৯ জন ও নিয়মিত মামলার ১২ জন আসামি রয়েছেন।