হবিগঞ্জ শহরের সেন্ট্রাল হসপিটালে মালিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার …হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকার রূপালী ম্যানসনে অবস্থিত সেন্ট্রাল হসপিটালে মালিক পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সেন্ট্রাল হসপিটালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন সূত্র জানায়, হবিগঞ্জ সেন্ট্রাল হসপিটালে বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে হসপিটালের পরিচালক ডাঃ বিভূতি ভূষণ দাসের সাথে অন্যান্য পরিচালকদের বিরোধ চলছিল। এ বিরোধ নিষ্পত্তি ও হাসপাতালের সকল সমস্যা সমাধান করতে রাতে হাসপাতালের অন্যান্য মালিকদের নিয়ে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের বৈঠক করার কথা ছিল। এর মধ্যে বিকেল ৫টায় হাসপাতালে ডাক্তার বিভূতি ভূষণ দাস এলে তার সাথে বিভিন্ন অনিয়মের বিষয় নিয়ে হাসপাতালের আরেক পরিচালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উত্তেজিত হয়ে ডাক্তার বিভূতি ভূষণ দাস হাসপাতালের এক স্টাফকে বেধড়ক মারপিট করেন। রাত সাড়ে ৮টার দিকে ডাক্তার বিভূতি ভূষণ দাস তার লোকজন নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে হামলা চালান। এ সময় হাসপাতালের ভিতরে থাকা অন্যান্য মালিক ও স্টাফরা তাদের উপর পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে ডাক্তার বিভূতি ভূষণ দাসের লোকজনদের উপর থেকে ধাক্কাধাক্কি করে নিচে নামিয়ে গেইটে তালা লাগিয়ে দেন। এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতালের এমডি অ্যাডভোকেট মাহমুদুর রহমান সেলিম পুলিশকে জানান, হাসপাতালের বিভিন্ন অনিয়ম নিয়ে ডাক্তার বিভূতি ভূষণ দাসের সাথে অন্যান্য মালিকদের মনোমালিন্য চলছিল। এসব বিষয় সমাধানের জন্য রাতে এমপি অ্যাডভোকেট আবু জাহিরের সাথে বৈঠক করার কথা ছিল। কিন্তু বিকেল ৫টার দিকে ডাক্তার বিভূতি ভূষণ দাস হাসপাতালে এসে এক স্টাফকে মারধোর করেন। পরে এ নিয়ে অন্যান্য মালিকের সাথে কথা কাটাকাটি হয়। রাত ৮টার দিকে আবারও ডাক্তার বিভূতি ভূষণ দাস তার মালিকানা এ্যাম্বুলেন্সে করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে হাসপাতালে হামলা চালান। গেইট তালাবদ্ধ করে হাসপাতালের স্টাফ ও আমরা আত্মরক্ষা করি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *