Daily Archives: December 4, 2014

কোন ভাতাই পাননি ৮০বছরের বৃদ্ধা

রহমত আলী, হবিগঞ্জ: আশি বছর বয়সের বৃদ্ধা সৈয়দা আজিজা খাতুন বিধবা, পঙ্গু অথবা বয়স্ক ভাতার মধ্যে তিনি কোনটাই পাননি। অসহনীয় বয়সের ভার আর পঙ্গুত্ব জীবন নিয়ে তার পরও দু’মুঠো ভাতের দাবীতে লাঠির ভরে হাতে থালা নিয়ে খুরিয়ে হেটে দ্বারে দ্বারে ভিক্ষা করছেন। বুধবার প্রতিবন্ধি দিবস শুনে সাহায্যের আশায় লাঠি ভর দিয়ে সকাল ৯টায়  তিনি ছুটে আসেন সমাজ সেবা অফিসের খোঁজে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদে। দুপুর গড়িয়ে বেলা ২টা বাঁজার পর কারও কাছ থেকে কিছুই পাননি আজিজা। আজিজা জানান, উনছি টেকা দিব এরলাগি আইছি। বেইল হইছে অনেক ইকানে আমারে কেউ জিগাইলওনা। চেরমন-নেম্বররে অনেকবার জানাইছি কিছুই দেয় নাই এমনটি বলতে বলতে পঙ্গু আজিজা মাটিতে বসে পরলেন। সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের ডেমেস্বর গ্রামের মৃত দেওয়ান মকবুল মিয়ার ...

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে শীতার্থদের মাঝে লন্ডন প্রবাসী গিয়াস উদ্দিনের শীতবস্ত্র বিতরণ

গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের প্লাটফর্মে দুঃস্থ, অস্বচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিস্ট সমাজ সেবক ও দানবীর চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের মোঃ গিয়াস উদ্দিন লন্ডনী। শীতবস্ত্র বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ আজগর আলী, মোঃ তাউছ মিয়া, মোঃ আব্দুর রউফ সবুজ মিয়া, মোঃ আলমগীর কবীর নাজমুল আলম পারভেজ, মোঃ আরব আলী, হাফিজুর রহমান, মোঃ ফজলু মিয়া, মাওলানা মোঃ আব্দুস সালাম, পুলিশ কর্মকর্তা জিতু মিয়া, নানু মিয়া, জ্যোতিময় দেব। এছাড়াও তিনি গুনীজনের সম্মানে সংবর্ধনা, চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের নিজ বাড়িতে দুঃস্থ এবং অস্বচ্ছলদের মাঝে বিভিন্ন সময় শাড়ি, লুঙ্গি বিতরণসহ অসংখ্য সহযোগিতা করে আসছেন। পাশাপাশি তিনি হবিগঞ্জ শহরের জি এম ভিলা কোর্ট স্টেশন রোড মোহনপুর আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাস ভবনে ...

চুনারুঘাটে ধুমধামে বাল্য বিবাহ : প্রশাসন নীরব

চুনারুঘাট  প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাটে নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ হচ্ছে প্রশাসন নীরব। স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাণীগাঁও (দক্ষিণ) গ্রামের প্রবাসী আলতা মিয়ার মেয়ে মোছাঃ লিজা আক্তার (১৪) কে মিরাশী ইউনিয়নের গোয়াছপুর গ্রামের জনৈক যুবকের নিকট বিয়ের দিন কাল শুক্রবার ধার্য্য করা হয়। এ বিয়েকে সামনে রেখে কনের বাড়িতে সাজ সাজ রব জমে উঠেছে। সরকার বাল্য বিবাহ প্রতিরোধ করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদেরকে নির্দেশ দিলেও তারা কোন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। লিজা রাণীগাঁও মাসদ চৌধুরী হাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। এ নিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।