Daily Archives: December 9, 2014

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি: ইতালিতে সড়ক দুর্ঘটনায় মো. নাজমুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দীপিয়া গ্রামের মৃত মাখা মিয়ার ছেলে। মঙ্গলবার ভোরে ইতালির পালইমুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজমুলের ছোট ভাই তজমুল বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে তার বড় ভাই নাজমুল মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে ইতালির পালইমুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ রহমত আলী, হবিগঞ্জ : “রুখবো দুর্নীতি-গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ, সবাই মিলে শপথ করি-দুর্নীতিবাজকে ঘৃণা করি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ শহরে র‌্যালী, আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাঃ জমির আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ (সার্বিক)। বক্তব্য রাখেন হবিগঞ্জ দুর্নীতি কমিশনের উপ-পরিচালক আবুল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুজ জাহের, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান, ইসলামী ফাউন্ডেমনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, জেলা ...

বিশ্বম্ভমপুর সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি সীমান্ত ও তাহিরপুর উপজেলার লাউরের গড় সীমান্ত এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে ৩৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকাল ৭টার দিকে এগুলো উদ্ধার করা হয়। সুনামগঞ্জ বিজিবি-৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারে যুবদল নেতা গ্রেফতার

  মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সামাল আহমদ জিতুকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ভোর ৫টার দিকে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে থাকে গ্রেফতার করা হয়।মো. সালাম আহমদ জিতু মুসলিম কোয়ার্টার এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।মৌলভীবাজার মডেল থানার এসআই মো. আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। এই মামলায় থাকে গ্রেফতার করা হয়।

সৌদতে সন্ত্রাসবাদের অভিযোগে আটক ১৩৫

এস এইচ টিটু, সৌদিআরব থেকে :সৌদি আরবে সন্ত্রাসবাদী কার্যক্রমের অভিযোগে ১৩৫ জনকে আটক করা হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে রবিবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আটকদের মধ্যে আইএসের (ইসলামিক স্টেট) সঙ্গে জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনও রয়েছে। খবর আলজাজিরার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আটকদের মধ্যে ২৬ জন বিদেশী নাগরিক। দেশজুড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মনসুর আল-তুর্কি বলেন, আটকদের মধ্যে ৪০ জন সৌদি থেকে সংঘর্ষ চলাকালীন এলাকায় গিয়ে চরমপন্থী দলগুলোতে যোগ দেয় এবং প্রশিক্ষণ নেওয়ার পর আবার দেশে ফিরে আসে। রাষ্ট্রের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই তাদের প্রত্যাবর্তন। আটকদের মধ্যে অনেকেই চরমপন্থী দলগুলোর জন্য অর্থ ও লোকবল যোগান, প্রচারণা এবং বিস্ফোরক তৈরীর কাজ করে থাকেন বলেও জানিয়েছেন তিনি। তুর্কি জানান, ...

রিয়ার ভাগ্যে জুটেনি প্রতিবন্ধি ভাতা

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের নোয়াপাড়া চা-বাগানের ৩ বছরের শিশু রিয়া নায়েক জন্ম থেকে প্রতিবন্ধি। প্রতিবন্ধি মেয়ে শিশুটি এখন পর্যন্ত সরকারী কোন ভাতা পায়নি। প্রতিবন্ধি শিশুটিকে নিয়ে জীবন বাচার জন্য খাবারের আসায় অতি দরিদ্র অসহায় পিতা-মাতা সকলের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিবন্ধি দিবসের কথা শুনে সাহায্যের আশায় পিতা-মাতা প্রতিবন্ধি রিয়া নায়েক কে নিয়ে যান মাধপুর সমাজ সেবা অফিসে। অনেক অপেক্ষার পর সমাজ সেবা অফিসে আজ পর্যন্ত কিছুই পাননি প্রতিবন্ধি শিশু রিয়া নায়েক। প্রতিবন্ধি শিশু পিতা বিমল নায়েক ও মাতা নেপু নায়েক এর কোন কর্ম নেই। বাসস্থান হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানে। নোয়াপাড়া চা-বাগানে পিতা মাতার কোন কর্ম না থাকায় বিভিন্ন স্থানে ভিক্ষাকরে জীবিকা চলছে তাদের। বিমল নায়েকের ১ ছেলে ১ মেয়ে জন্ম দিলে ...

শায়েস্তাগঞ্জে ৩দিন ব্যাপী তাফসীরুল কোরআন আজ থেকে

শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে ‘কুতুবের চক জামিয়া রাশিদীয়া মাদ্রাসা’ উদ্যোগে ৩দিন ব্যাপী ৭ম বার্ষিকী পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলন মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। মঙ্গলবার বাদ আছর্ থেকে বৃহস্পতিবার রাত ১২টায় তিন দিনের তাফসীর শেষে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এতে সভাপতিত্ব করবেন অত্র মাদ্রাসার প্রধান পৃষ্টপোষক শায়খুল হাদিছ আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, সহ- সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন মাওলানা আব্দুল হাকিম। এতে উপস্থিত থেকে তাফসীর পেশ করবেন মাওলানা রাশীদুর রহমান ফারুক শায়খে বরুণী, মাওলানা জুনাঈদ আল হাবিব ঢাকা, মাওলানা জুবায়ের আহমেদ আনছারী বি-বাড়িয়া,  মাওলানা হাসসান ছাদী ঢাকা, মাওলানা লোকমান ছাদী ঢাকা, মাওলানা তাহমিদুল মাওলা ঢাকা, মাওলানা আব্দুল খালেক, চলিতাতলা। এছাড়াও দেশ বরণ্য আলেম উলামাগন তাফসীর পেশ করবেন। কুরআনের মাহফিলে সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত হয়ে দুনিয়া ...

হবিগঞ্জে সিএনজি শ্রমিকদের সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কের উমেদনগরে সিএনজি অটোরিক্সা স্ট্যান্ডের ম্যানেজারকে আটক ও সিএনজি অটোরিক্সা ভাংচুরের প্রতিবাদে সিএনজি শ্রমিকরা ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সাধারণ যাত্রীদের বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সরকারি কাজে গাড়ি নিয়ে বানিয়াচঙ্গ যাচ্ছিলেন। পথে উমেদনগর এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা কয়েকটি সিএনজি অটোরিক্সা সরিয়ে দেন তিনি। এ সময় তার নেতৃত্বে সদর থানার কিছু পুলিশ সদস্য কয়েকটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে বলে অভিযোগ করেন শ্রমিকরা। এ নিয়ে শ্রমিকদের সাথে পুলিশের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে পুলিশ সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ম্যানেজার হাবিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। সেই সাথে পুলিশের এলোপাতাড়ি লাঠিচার্জে হবিগঞ্জ-সুজাতপুর সড়কের কামড়াপুর এলাকার ...

শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে আহত শিশুর মৃত্যু

(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ট্রেনের কাটা পড়ে আহত মোমিনা খাতুন (৯)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার তার মৃত্যু হয়। মোমিনা খাতুন উপজেলার সিন্দুরখান রোডের রেলওয়ে কলোনির ফরিদ মিয়ার মেয়ে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইফতিয়ার উদ্দিন চৌধুরী জানান, রোববার সকালে মোমিনা রেললাইনের ওপর বসেছিল। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা আখাউড়াগামী ডেমু ট্রেনটি তার পায়ের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে সিলেট ওসমানি মেডিককেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।