রিয়ার ভাগ্যে জুটেনি প্রতিবন্ধি ভাতা

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের নোয়াপাড়া চা-বাগানের ৩ বছরের শিশু রিয়া নায়েক জন্ম থেকে প্রতিবন্ধি। প্রতিবন্ধি মেয়ে শিশুটি এখন পর্যন্ত সরকারী কোন ভাতা পায়নি। প্রতিবন্ধি শিশুটিকে নিয়ে জীবন বাচার জন্য খাবারের আসায় অতি দরিদ্র অসহায় পিতা-মাতা সকলের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিবন্ধি দিবসের কথা শুনে সাহায্যের আশায় পিতা-মাতা প্রতিবন্ধি রিয়া নায়েক কে নিয়ে যান মাধপুর সমাজ সেবা অফিসে। অনেক অপেক্ষার পর সমাজ সেবা অফিসে আজ পর্যন্ত কিছুই পাননি প্রতিবন্ধি শিশু রিয়া নায়েক। প্রতিবন্ধি শিশু পিতা বিমল নায়েক ও মাতা নেপু নায়েক এর কোন কর্ম নেই। বাসস্থান হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা-বাগানে। নোয়াপাড়া চা-বাগানে পিতা মাতার কোন কর্ম না থাকায় বিভিন্ন স্থানে ভিক্ষাকরে জীবিকা চলছে তাদের। বিমল নায়েকের ১ ছেলে ১ মেয়ে জন্ম দিলে ছেলেটির মৃত্যু হয়। এখন প্রতিবন্ধি হিসেবে রয়েছে শিশু রিয়া নায়েক। ভিক্ষা না পেলে উপবাস থাকে। রিয়া নায়েক এর পিতার চা-বাগানে এক খন্ড ভটা ছাড়া সহায় সম্বল বলতে কিছুই নেই। বাগান কর্তৃপক্ষ এই প্রতিবন্ধি শিশুর প্রতি দৃষ্টি না রেখে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোঃ আলমগীর নিজ তহবিল থেকে আর্থিক সাহায্য দিয়ে যাচ্ছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *