হবিগঞ্জের ৩ ডাকাত চট্টগ্রামে গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের ৩ ডাকাতকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী যমুনাবাদ এলাকার ছুরত আলীর পুত্র জুয়েল মিয়া, দরিয়াপুর গ্রামের উমর আলীর পুত্র কুদরত আলী ও পশ্চিম চরহামুয়া গ্রামের আলী আহাম্মদের পুত্র শামীম মিয়া। পুলিশ সূত্র জানা যায়, গ্রেফতারকৃত ডাকাতরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার বিভন্ন স্থানে দুর্র্ধ্ষ ডাকাতি সংঘটিত করে আসছিল। তাদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। গোপন সূত্রে হবিগঞ্জ ডিবি পুলিশ নিশ্চিত হয় গ্রেফতারকৃত ডাকাতরা চট্টগ্রামে অবস্থান করছে। এ প্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ ডিবি পুলিশের  এসআই সুদীপ রায় ও লাখাই থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাতে চট্টগ্রাম যান। শুক্রবার ভোরবেলা তারা চট্টগ্রাম ইপিজেড থানা পুলিশের সহায়তায় ওই থানার ধুমপাড়া এলাকার একটি কলোনীতে অভিযান চালিয়ে ৩টি বাসা থেকে ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে চোরাই শাড়ি, টেপ রেকর্ডার ও মোবাইল ফোন উদ্ধার করে। ডিবি’র এসআই সুদীপ রায় জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে। এর মধ্যে কুদরত আলীর বিরুদ্ধে ৭টি, জুয়েলের বিরুদ্ধে ৫টি ও শামীম মিয়ার বিরুদ্ধে ৪টি ডাকাতির মামলা রয়েছে। তারা গ্রেফতার এড়াতে পরিবারের সদস্যদের নিয়ে চট্টগ্রামে বসবাস করে হবিগঞ্জের বিভিন্ন স্থানে ডাকাতির পরিকল্পনা করে এবং সুযোগ বুঝে ডাকাতি করে। অপরদিকে, গ্রেফতারকৃতরা দাবি করে- তারা ডাকাতির সাথে জড়িত নয়। তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ডাকাতি মামলায় জড়িয়েছে প্রতিপক্ষের লোকজন। গ্রেফতারকৃত জুয়েল মিয়া ও কুদরত আলী জানায়, তারা ওই স্থানে বসবাস করে ২/৩ বছর ধরে দারোয়ানের চাকুরি করছে। শামীম মিয়া জানায়, সে সেখানে তার স্ত্রীকে নিয়ে একটি গার্মেন্ট ফ্যাক্টরীতে চাকুরি করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *