হবিগঞ্জে নদীগুলোর অস্তিত্ব বিপন্ন

হবিগঞ্জ প্রতিনিধি : খোয়াই, সুতাং, কুশিয়ারা,  সোনাই, করাঙ্গী, ঝিংড়ি, ভেড়ামোহনা, বরাক, বিজনা প্রভৃতি শৈল্পিক নামের নদীগুলো হবিগঞ্জ জেলাকে মায়ের মতোই আঁচল দিয়ে ঘিরে রেখেছে। কিন্তু ভূমি ও বালু দস্যুদের বেপরোয়া তাণ্ডবসহ সুনির্দিষ্ট কিছু কারণে মারূপী নদীগুলোর অস্তিত্ব বিপন্ন হতে চলেছে। হবিগঞ্জের খোয়াই নদী একসময় খরস্রোতা নদী ছিল। উজানে ভারত সরকারের পানি সীমিতকরণ, দেশের প্রভাবশালী মহল দ্বারা দখল, ড্রেজিং না হওয়া ইত্যাদি কারণে নদীটির ধারা দিন দিন ক্ষীণতর হয়ে যাচ্ছে। অথচ এই নদীর উপর নির্ভরশীল জেলার কৃষি ও বাণিজ্যের বিশাল একটি অংশ। নদী থেকে অবাধে চলছে    বালু উত্তোলন। নদীর বিভিন্ন স্থানে অর্থলোলুপরা প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশ উঁচু-নিচু হয়ে পড়েছে। বালু উত্তোলনকারীরা তলদেশের পরিবর্তে দু’পাশের বাঁধের গোড়া থেকে বালু-মাটি তোলার ফলে বিভিন্ন স্থানে এর গতিপথ সরু হয়ে নদীর তলদেশ উঁচু হয়ে গেছে। ফলে সার্বিক পরিবেশ শুধু বিপন্নই হয়নি, হবিগঞ্জ শহর মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এছাড়াও সুষ্ঠু পরিকল্পনা এবং অসচেতনার জন্য নদীটির নাব্য শুধু হ্রাসই পায়নি বরং নদীনির্ভর জীবনযাত্রাকেও বিপন্ন করছে। কোথাও কোথাও শহর থেকে ৮/১০ ফুট উঁচুতে উঠে গেছে নদীর তলদেশ। ফলে নদীর বন্যা পরিস্থিতির কাছে শহরটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন- শহর রক্ষার জন্য ’৭০-এর দশকের শেষে মাছুলিয়া-রামপুর ও  খোয়াই মুখ-গরুরবাজার পর্যন্ত  দুই দফায় ৫ কিলোমিটার ‘লুপ কাটিং’য়ের মাধ্যমে খোয়াই’র গতি পরিবর্তন করে শহরের পাশ দিয়ে প্রবাহিত করে দেয়া হয়। ফলে শহরের মাঝখান দিয়ে প্রবাহিত খরস্রোতা খোয়াই হয়ে যায় ‘পুরাতন খোয়াই নদী’। খোয়াই নদীর এই ৫ কিলোমিটার অংশ ‘লুপ কাটিং’ করার আগে নদীর প্রস্থ ছিল স্থানভেদে ২শ’ ৫০ থেকে ৩শ’ ফুট এবং গভীরতা ছিল ২৫ থেকে ৪০ ফুট পর্যন্ত। নদী শাসনের পর দীর্ঘ এ সময়ের মধ্যে পুরাতন খোয়াই নদীর অনেক পরিবর্তন ঘটেছে। ভূমিখেকোদের লোলুপ দৃষ্টি পড়েছে, বিভিন্ন অংশ দখল হয়েছে, পরিকল্পিত-অপরিকল্পিতভাবে ভরাটের শিকার হয়েছে, দূষণের শিকার হয়েছে পুরাতন খোয়াই। সব মিলিয়ে নদী সংশ্লিষ্ট হবিগঞ্জের মানুষের জন্য ব্যাপক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে নদীটি। বর্তমানে পুরাতন খোয়াই নদী হবিগঞ্জ শহরের সর্ববৃহৎ ডাস্টবিনে রূপ নিয়েছে। নদীর আশেপাশের বাসাবাড়ির পয়ঃনিষ্কাশন, ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে নদীতে। এই ময়লা-আবর্জনা ফেলার মধ্য দিয়ে দখলি প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। হবিগঞ্জের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে অপরিহার্য খোয়াই নদী  ও পুরাতন খোয়াইকে রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নজরে পড়ছে না। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া এলাকায় খোয়াই নদীতে চাকমাঘাট ব্যারেজ দেয়ার ফলে খোয়াই নদী পানিশূন্য হচ্ছে, যার জন্য শুষ্ক মওসুমে এ এলাকার সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে দেখা দিচ্ছে পরিবেশ বিপর্যয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *