অচিরেই বাল্লা স্থল বন্দর আধুনিকায়ন করা হবে

স্টাফ রিপোর্টার… হবিগঞ্জ-৪ আসনের এমপি এডভোকেট মাহবুব আলী বলেছেন, বাল্লা স্থল বন্দরের আধুনিকায়নের কাজ এ সরকার আমলেই শুরু হবে। এ নিয়ে সরকার আন্তরিক। স্থল বন্দরটি চালু হলে অনেক বেকার যুবকের কাজ করার সুযোগ সৃষ্টি হবে। গতকাল উপজেলার গাজীপুর ইউনিয়নের দুধপাতিল  গ্রামে ৩ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দুধপাতিল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজীপুর ইউপি আওয়ামীলীগ আয়োজিত ওই অনুষ্টানে সভাপতিত্ব করেন হুমায়ুন খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন,  চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল ইসলাম, পিপি আকবর হোসেন জিতু, অধ্যক্ষ মোঃ রফিক আলী, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া খাতুন, চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, আবেদ হাসনাত চৌধুরী সনজু, এডভোকেট মিজানুর রহমান, ডিজিএম দিলীপ চন্দ্র সরকার, শিক্ষক আঃ মালেক, নির্মল চন্দ্র দেব, শুয়েব চৌধূরী, আঃ জব্বার, সোহেল আহম্মদ, কাজী আঃ মান্নান প্রমূখ। এমপি এডভোকেট মাহবুব আলী আরো বলেন, দুধপাতিল গ্রামে আরো ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপনের কাজ অচিরেই শুরু করা হবে। অনুষ্ঠান শেষে তিনি গাজীপুর হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *