শ্রীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে ১২ ডিসেম্বর মহাসড়ক অবরোধ

মোঃ কামরুল ইসলাম.… মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ট্রাক্টর চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে ট্রাক্টর মালিক ও শ্রমিকরা ফুঁসে উঠেছে। এ নিয়ে জেলা সদর সহ শায়েস্তাগঞ্জ তেমুুুনিয়া মোড়, দাউদ নগর বাজার, মিরপুর বাজার, চুনারুঘাট উপজেলা সদর, দুর্গাপুর বাজার, জগদিশপুর এলাকায় দফায় দফায় বিক্ষোভ  সমাবেশ করেছে। ট্রাক্টর সমিতির সাধারণ সম্পাদক ময়না মিয়ার জানান, হবিগঞ্জ আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবু জাহির এমপি ইতিমধ্যে ট্রাক্টর শ্রমিকদের আশ্বস্থ করেছেন যে, জেলা প্রশাসক জয়নাল আবেদীন এর সাথে আলাপ করে অচিরেই সড়ক ও মহাসড়কে ট্রাক্টর চলাচলের সুযোগ করে দেবেন। এ দিকে ট্রাক্টর শ্রমিকরা আগামী ১০ডিসেম্বরের মধ্যে ট্রাক্টর চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে আগামী ১২ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধে যাবে। তাদের দাবী শুধু হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল, মাধবপুর ও চুনারুঘাটে ১২শ ট্রাক্টর রয়েছে। আর এসব ট্রাক্টরে ড্রাইভার, হেলপার ও লোডিং-আনলোডিং কাজে অন্তত ৫ জন করে হলে ৬ হাজার শ্রমিক রয়েছে। তারা এখন সর্ম্পূন বেকার। পয়সার অভাবে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। শিশু ছেলে মেয়েদের লেখা পড়া বন্ধ হওয়ার উপক্রম। তাই অনতিবিলম্বে ট্রাক্টর চলাচলের সুযোগ করে দেয়ার সুপারিশ করেন তারা। তাছাড়া বালু ইজারাদারের বিপুল পরিমান টাকা দিয়ে নেয়া মহালের বালি পরিবহন ট্রাক্টরের উপর নির্ভরশীল। তারা তাদের বালু পরিবহন করতে না পারলে চরম ক্ষতির স্বীকারে কথাও জানিয়েছেন। সরকার সাধারণ বালু মহাল খোয়াই ৬০ লাখ উবাহাটা অংশ ৬২ লাখ ১৭ হাজার, নরপতিতে ১১ লাখ ৩৩ হাজার, রাজার বাজার ১ লাখ ৩৪ হাজার  পাকুরিয়া অংশ ৫ লাখ, ও মনতলা ৩৬ লাখ, মুককান্দি ১৬ লাখ ৬১ হাজার, দেউরগাছ ৬ লাখ, ১ হাজার টাকা ও সিলিকা বালু শাহাপুর ১ কোটি ২৮ লাখ, মনতলা ৫৪ লাখ ৬১ হাজার. দেওরগাছ ১২ লাখ ৩১ হাজার, কালিছড়া ৭ লাখ ১২ হাজার, ও মাধবপুর চড়া ৮ লাখ ১১ হাজার টাকা ইজারা বাবত রাজস্ব নিয়েছে। ওই সব মহালের সাধারণ ও সিলিকা বালু গভীর নদী নালা  ও  ছড়া থেকে উত্তোলনের জন্য ট্রাক্টর ভাড়া নিয়েছে। আর সে সব ট্রাক্টরগুলো বালু পরিবহন করে থাকে। ট্রাক্টরের সাথে রয়েছে হাজারো শ্রমিকের রোজগারের মাধ্যম। সরকার ঘোষিত সিদ্ধান্তের ফলে উল্লেখিত মহালের সাধারণ বালু ও সিলিকা বালু যেমন আটকা পড়বে  অপরদিকে হাজারও শ্রমিক বেকার হয়ে পড়বে। গত মঙ্গলবার শায়েস্তাগঞ্জ তেমুনিয়া মোড়ে জেলার সকল ট্রাক্টর  শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ এক মহাসমাবেশ করেছে। এ দিকে গত বৃহস্পতিবার বিকাল ৩ টায়  চুনারুঘাট উপজেলা সদর দক্ষিন বাজারে ট্রাক্টর মালিক সমিতির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মহালদারের সভাপতিত্বে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ট্রাক্টর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। যথাক্রমে চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান আবু তাহের, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, আলহাজ্ব কাউছার-উল গনি, হবিগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব দিদার হোসেন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার আলী, শ্রমিক নেতা কমিশনার আঃ জলিল, আওয়ামীলীগের মিরাশী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক  জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, আবু তাহের মুক্তিযোদ্ধা, তোফায়েল আহমদ, আবুল হোসেন, আব্দুল হানিফ, আফরুজ মিয়া, বাচ্ছু মিয়া, তাজুল ইসলাম বাহার, মালিক মিয়া, মামুন তালুকদারসহ সভায় উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন জেলা প্রশাসকের সভায় আলাপ করে মহাসড়কে ট্রাক্টর চলাচলে চেষ্টা করবেন। অন্যতায় আগামী ১০ ডিসেম্বরে পর মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ আন্দোলনের সাথে ঐক্যমতে থাকবেন বলে জানান উপস্থিত সকল নেতৃবৃন্দ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *