রাজার বাজার স্কুলের পূণর্মিলনী আজ

মোঃ শিফন খান॥ হু প্রতিক্ষা ও সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজার বাজার সরকারী উচ্ছবিদ্যালয়ের ১৪৭ তম পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূর্নমিলনী অনুষ্ঠান।

প্রায় একহাজার একশত প্রাক্তন শির্ক্ষার্থী ও অতিথিদের কল কাকলীতে মুখরিত হচ্ছে রাজার বাজার স্কুল ক্যাম্পাস।

এ যেন নবান্নের উৎসবকেও হার মানাবে।

পৌষ এর কনকনে শীত উপেক্ষাকরে পবিত্র কোরআন তিলাওয়াত গীতা পাঠের মাধ্যমে শুরুহবে অনুষ্ঠানটি।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত,বর্নাট্য র‌্যালী,ব্যাস ভিত্তিক স্মৃতিচারন,দুপুরের খাবার,ম্যাগাজিন এর মোরক উন্মোচন,সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ বরন্য শিল্পী কিশোর পলাশ ও তার দল এবং প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।

ইতিমধ্যে দেশ-বিদেশে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এলাকায় এসে পৌছেছেন।

শুক্রবার সন্ধায় আই,ডি কার্ড বিতরনের সময় রাজার বাজারে শিক্ষার্থীদের হাঠ বসেছিল।

উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা,শিল্পপতি,সাংবাদিক মোঃ কামরুল ইসলাম
থেকে শুরু করে শিক্ষক,ব্যবসায়ীরা সহ বিভিন্ন পেশা শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে তুলবেন।

এদিকে আয়োজকদের মধ্যে থেকে স্থানীয় চেয়ারম্যান সনজু চৌধুরী, ব্যারিস্টার সাইদুর হক সুমনপিন্টু দেব, মুক্তিযোদ্ধা আ: রহমান আজাদ,শাহীন চৌ:,মতিউর মাষ্টার,জালাল মাষ্টার,মাসুক মাষ্টার, দুলাল মেম্বার,সোহেল মেম্বার,ইসমাইল হোসেন,সাংবাদিক আ: রাজ্জাক রাজু,আল-আমিন,কবি মুহিবুর রহমান জিতু,প্রীতম,অনিক,প্রনব,দুলাল,রকিব,রুমন,সন্দ্ধীপসহ নাম নাজানা অনেকেই অক্লান্ত পরিশ্রমকরে যাচ্ছেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মিলিত হচ্ছেন হবিগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের গৌরব দানবীর মামুন চৌধুরী।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *