চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাাচনে নাজিম উদ্দিন (তালা মার্কায়) বিজয়ী

মোঃ কামরুল ইসলাম ॥ অত্যান্ত উৎসব মুখর পরিবেশে চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টায় ১১ টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয় এবং নিরবিচ্ছিন্নভাবে ভোট প্রদান শেষ হয় বিকাল ৪ টায়। ৬ জন প্রার্থী এ উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসহুদুল কবির নির্বাচন ফলাফল ঘোষনা করেন। ১১ টি কেন্দ্রে তালা মার্কায় মোঃ নাজিম উদ্দিন সামসু ২ হাজার ৯’শ ১৪ ভোট ও নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সাইফুল ইসলাম রুবেল (চশমা) ২ হাজার ৮৯ ভোট, আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন (কাপ পিরিচ) ১ হাজার ৭’শ ৭৩ ভোট, ইফতেখারুল গণি খাইরু (দোয়াত কলম) ১ হাজার ২’শ ৬৪ ভোট, আব্দুলাহ আল মামুন (মাইক) ২’শ ৫৪ ভোট ও আফসার আহম্মেদ (আনারস) মার্কায় ৪০ ভোট পান। চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে মোঃ নাজিম উদ্দিন সামসুকে তালা মার্কায় বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন। ১ বছর ২৭ দিন মেয়াদে ১১ হাজার ১’শ ৯৫ জন ভোটারের মধ্যে এ উপ-নির্বাচন অনুষ্টিত হয়। উল্লেখ্য গত ১০ অক্টোবর চুনারুঘাট পৌরসভার মেয়ার আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে পদটি শূন্য হয়। বিজয়ী মোঃ নাজিম উদ্দিন সামসু প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর আপন চাচাত বড় ভাই ও ইত্তেফাকের সিনিয়র স্টাফ রির্পোটার মোঃ সালেহ উদ্দিনের বড় ভাই।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *